
11/09/2025
কেমন যেন অস্বাভাবিক!!
নিজের সন্তান কেউ এইভাবে ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকে নিয়ে আসে ?
কানে আবার ইয়ারফোন!!
ছোট্ট মেয়েটা যেন গভীর ঘুমে নেতিয়ে পরছে বাইকের সামনে!
কোনরকম বেল্ট কিংবা কোন সাপোর্ট ছাড়াই চলন্ত বাইকের সামনে সে অবচেতন হয়ে ঘুমিয়ে রয়েছে!
যখন তখন সে রাস্তায় পড়ে যেতে পারত!!
লোকটার কানে আবার ইয়ারফোন!!!
ট্রাফিক পুলিশের ডাক/সিগন্যাল কোনকিছুই যেন লোকটি শুনতে পারছে না।
এটা কি স্বাভাবিক কোন ঘটনা?
আজকাল সব কিছু বিশ্বাস করতেও ভয় লাগে!
যদি সে সত্যিকারের বাবা হয়ে থাকে,তাহলে সে কেমন সচেতন বাবা?