
30/04/2025
হরে কৃষ্ণ
সুধী গৌর ভক্ত বৃন্দ আজ বৃহস্পতিবার স্বারম্বে শুভক্ষণে আরম্ভ হতে চলেছে শ্রীমদ্ভাগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, ও শুভ অধিবাস এই শুভ লগ্নে সকল সাদু গুরু বৈষ্ণব চরনে প্রনাম আপনাদের উপস্থিতি ও পদচারণায় কৃপা বর্ষিত হোক আজকের মাহেন্দ্রক্ষণ।
রাধে রাধে।