Sad Line

Sad Line আসসালামু আলাইকুম

30/08/2025

জীবন সঙ্গীর চ'রি'ত্র দেখে বিবাহ করুন, বিপুল সম্পত্তির মালিক তো ফেরাউ'নও ছিল।😊

29/08/2025

আল্লাহ যা দিয়েছে তা নিয়েই
আমি খুশি।
আলহামদুলিল্লাহ।

29/08/2025

হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি....!শেখ হাসিনার শেষ বিদেশ সফর ছিল চীন। জিয়াউর রহমানের শেষ বিদেশ সফর ছিল চীন।ক্ষমতাচ্যুত হ...
29/08/2025

চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি....!
শেখ হাসিনার শেষ বিদেশ সফর ছিল চীন। জিয়াউর রহমানের শেষ বিদেশ সফর ছিল চীন।ক্ষমতাচ্যুত হওয়ার আগে এরশাদের শেষ বিদেশ সফর ছিল চীন। ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শেষ বিদেশ সফর ছিল চীন। ক্ষমতাচ্যুত হওয়ার আগে শ্রীলংকার রাজাঁপাকশেরও শেষ বিদেশ সফর ছিল চীন..!

শুভকামনা রইলো পিও😊৷৷

মেয়েকে নিয়ে যাচ্ছিল এক পিতা তার মেয়ের ডেলিভারি হবে বলে। কিন্তু আল্লাহপাকের কি লীলা খেলা রাস্তায় সি এন জি দুর্ঘটনায় ম...
28/08/2025

মেয়েকে নিয়ে যাচ্ছিল এক পিতা তার মেয়ের ডেলিভারি হবে বলে। কিন্তু আল্লাহপাকের কি লীলা খেলা রাস্তায় সি এন জি দুর্ঘটনায় মেয়েটার বাবা দুনিয়া থেকে চলে যায় এবং মেয়েটার হাত-পা ভেঙে ময়মনসিং হসপিটালে ভর্তি।
ডেলিভারির বাচ্চাটা হওয়ার পর সেই বাচ্চাটাও দুনিয়া থেকে চলে যায় যায়💔
ঘটনাটি গতকাল হাতীবান্ধা ইউনিয়ন ঝিনাইগাতীর।

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ✍️মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে তালক্বীন করা সুন্নত। তালক্বীন করার কয়েকটি নিয়ম রয়েছ...
27/08/2025

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

✍️মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে তালক্বীন করা সুন্নত।

তালক্বীন করার কয়েকটি নিয়ম রয়েছে।হযরত আবু উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- আখেরী রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন-“

যখন তোমাদের কোন মুসলমান ভাই ইন্তেকাল করবে তখন তাকে কবরে রেখে তার উপর ভালভাবে মাটি দিয়ে অর্থাৎ দাফন করে তার মাথার নিকট দাঁড়িয়ে বলবে- “হে অমুকের সন্তান অমুক” তখন মৃত ব্যক্তি ইহা শুনবে কিন্তু কোন জবাব দিবেনা।

তারপর বলবে- “হে অমুকের সন্তান অমুক” ইহা শুনে মৃত ব্যক্তি উঠে বসবে। অতঃপর আবার বলবে- “হে অমুকের সন্তান অমুক” ইহা শুনে মৃত ব্যক্তি বলবে কি বলছেন?

(যদিও তার কথা শুনা যাবেনা) তখন তোমরা বলবে তুমি এই সময় বলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তুমি যার উপর কায়েম ছিলে) অর্থাৎ আল্লাহ্ পাক ব্যতীত অন্য কোন মাবুদ নাই, তিনিই একমাত্র প্রতিপালক। ইসলাম তোমার দ্বীন, হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার নবী, কোরআন শরীফ তোমার পথ প্রদর্শক।

এসময় মুনকার এবং নাকীর একে অপরের হাত ধরে বলবে- এখান হতে চল, এর নিকট বসে কি করব? একেতো আখেরাতের দলীল শিখিয়ে দেয়া হচ্ছে।অতঃপর আল্লাহ্ পাক তার এই কথাগুলো লিখে নেন।

অমুকের পুত্র অমুকের স্থলে মৃত ব্যক্তি ও তার মাতার নাম উল্লেখ করবে।এক ব্যক্তি উঠে জিজাসা করল- ইয়া রসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি তার মাতার নাম জানা না থাকে তখনু উপায় কি?

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন- তাহলে হযরত হাওয়া আলাইহাস সালাম-এর নাম উল্লেখ করে বলবে- হে হযরত হাওয়া আলাইহাস সালামএর পুত্র অমুক।

আর কোন কোন বর্ণনায় রয়েছে মাইয়্যেতকে দাফন করার পর উপস্থিত ব্যক্তিবর্গ থেকে একজন প্রশ্ন করবে,

من ربك.উচ্চারণঃ মার রাব্বুকা?অন্যান্য সকলেই বলবে- ربى الله.উচ্চারণঃ রব্বিইয়াল্লাহু।এরপর বলবে- ومن نبيك.উচ্চারণঃ ওয়া মান নাবিয়্যুকা?

অন্যান্য সকলেই বলবে,ونبى محمد صلى الله عليه وسلم উচ্চারণঃ নাবিয়্যী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অতঃপর বলবে, وما دينك.উচ্চারণঃ ওয়ামা দ্বীনুকা?সকলেই বলবে, دينى الاسلام.উচ্চারণঃ দ্বীনিয়্যাল ইসলাম।

হাদীস শরীফে রয়েছে, যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে কবরে তালক্বীন দেয়া হয় তখন মুনকার ও নকীর ফেরেশতাদ্বয় পরস্পর পরস্পরের হাতে ধরে বলেন যে, তাকে প্রশ্ন করে কি হবে, তাকে তো সব শিখিয়ে দেয়া হয়েছে। চল আমরা চলে যাই।

অর্থাৎ তালক্বীনের কারণে সে সুওয়াল-জাওয়াব থেকে নিস্কৃতি ও নাযাত পায়। (সুবহানাল্লাহ্)( দলীলসমূহঃ- ত্বাষ্কানী মুজামুল কবীর, বুলুগুল মারাম, ফিকাহুস সুনান, কবীরি, নূরুচ্ছুদুর, আরকানে আরবায়া, ফতওয়ায়ে রশিদীয়া, ইত্যাদি।)


রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না। পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটন...
27/08/2025

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না।
পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
বাচ্চাদের যত রকম বার্ন ইঞ্জুরি আসে বেশির ভাগ মা রান্না ঘরে রান্না করার সময় বাচ্চাকে রান্না ঘরে নিয়ে যাওয়ার কারনে হয়।
যদি কখনো পোড়ে যায় তাহলে আক্রান্ত স্থানে কিছু লাগাবেন না শুধু নরমাল কলের পানি দিবেন।
বরফ বা ঠান্ডা পানি দিবেন না তাহলে আরো বেশি ক্ষতি হবে।
ফার্মেসীতে না নিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন
Dr. S Hasan- ডা: এস হাসান

27/08/2025

সম্পত্তির লোভে আপন ভাইয়ের চোখ উ--ঠানো ভিডিও দেখার পর ব্রেইন আর সঠিক ভাবে কাজ করছে না..

 #একটি জনসচেতনতামূলক পোস্ট?এখন শরৎকাল। আর এদেশে শরৎকাল বিশেষভাবে কুকুরের বংশবৃদ্ধি করার জন্য প্রজননমৌসুম। আসুন কুকুরের ব...
25/08/2025

#একটি জনসচেতনতামূলক পোস্ট?

এখন শরৎকাল। আর এদেশে শরৎকাল বিশেষভাবে কুকুরের বংশবৃদ্ধি করার জন্য প্রজননমৌসুম। আসুন কুকুরের বংশবৃদ্ধির প্রজনন বিষয়ক ব্যাপারটা জেনে নেই!

আপনি নিশ্চই এ সময়ে কখনো না কখনো রাস্তায় দুটি কুকুরকে অপরের সাথে আঁকড়ে থাকতে দেখেছেন এবং বিস্মিত হয়েছেন!

ভেবছেন কি হচ্ছে? এবং কেন তারা নড়ছে না, ভিন্ন দিকে এভাবে মুখ করে দাঁড়িয়ে আছে?

উত্তরটা কমন : এটা ওদের সঙ্গম পরবর্তী একটা অবস্থা!

অনেকেই দেখেছি এ সকল বিষয়ে তামসা মশকরাও করে থাকেন! যা করা অনুচিত।

কিছু অমানুষ তো অজ্ঞতাবসত কখনো কখনও অতি উৎসাহী হয়ে লাঠি নিয়ে তেড়ে যায় এদের আলাদা করতে। কেউবা আবার ঠান্ডা-গরম পানি ও ছিটায়!! যা করা অনুচিত।

কেন তারা এত অদ্ভুতভাবে আঁকড়ে থাকে?

বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা :

কুকুরের ক্যানিন মিলনের সময়, যাকে কপুলেটরি টাই বলা হয়, একটি অনন্য শারীরিক পর্যায় যা শুধুমাত্র কুকুর, নেকড়ে এবং শেয়ালের মতো নির্দিষ্ট স্তন্যপায়ীদের মধ্যে ঘটে।

কুকুরের পুরুষ গ্রন্থি নারীর শরীরে প্রবেশ করার পর বালবাস গ্রন্থি নামক গ্রন্থি পুরুষ গ্রন্থিতে বেড়ে যায়, ফলে যোনির ভেতর অঙ্গ আটকে যায়।

এই বন্ধনী একটি প্রাকৃতিক “বায়োলজিক্যাল লক” হিসাবে কাজ করে যা তাৎক্ষণিক বিচ্ছেদ প্রতিরোধ করে, কুকুরকে কয়েক মিনিটের জন্য সংযুক্ত রাখে, কখনও কখনও আধা ঘণ্টা পর্যন্ত। এতে একজন অন্য দিকে বিপরীত দিক দিয়ে চলে যেতে পারে, যা স্খলন এবং সংকোচন চলাকালীন প্রজনন অঙ্গকে রক্ষা করা সম্পূর্ণরূপে স্বাভাবিক।

সতর্কতা :

এই পর্যায় বেদনাদায়ক নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল। জোর করে আলাদা হওয়ার যে কোন প্রচেষ্টার ফলে গুরুতরভাবে ছিড়ে যাওয়া এবং তীব্র রক্তপাত হতে পারে।

এই দৃশ্য দেখলে যা যা করবেন না!

❌ হস্তক্ষেপ করবেন না
❌ ঠান্ডা পানি স্প্রে করবেন না
❌ জোর করে আলাদা হওয়ার চেষ্টা করবেন না

সহজভাবে, তাদের একা ছেড়ে দিন, প্রক্রিয়া অস্থায়ী এবং তারা স্বয়ংক্রিয়ভাবে ক্ষতি ছাড়াই আলাদা হয়ে যাবে।

জ্ঞান আমাদের ভয় থেকে রক্ষা করে এবং ক্ষতি থেকে প্রাণীদের রক্ষা করে। আশেপাশের প্রাণীদের প্রতি সদয় হোন!

এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন ও অন্যদের জানার সুযোগ করে দিন!

আপনার একটু সচেতনতা ও সহযোগিতা দিয়ে অন্তত একটি কুকুরকে হয়তো বাঁচাতে পারেন বা ক্ষতি প্রতিরোধ করতে পারেন!

মনে রাখতে হবে, পৃথিবীটা ওদেরও!

সংগৃহীত

20/08/2025

শরীর আর সম্পত্তি নিয়ে! কখনো অহংকার করতে নেই! কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না!

Address

Starnd Road
Chittagong
4386

Alerts

Be the first to know and let us send you an email when Sad Line posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sad Line:

Share