Ak Nayon

Ak Nayon I am a digital video maker
(1)

25/08/2024
25/08/2024

মা 💗

25/08/2024

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। 🇧🇩

কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব। 🇧🇩

এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।

যত বিপর্যয়, তত বন্ধন।

যত সঙ্কট, তত সমাধান।

যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

25/08/2024

আহ্ হালা মানিক সুদানির পোয়া, ইতের ডাহদি মাছিও উড়িত নঁ পাইর্তু ডরে, তুর এদিগিন দাপট হন্ডে গিয়ে ইয়া!

25/08/2024

এই ছবি টা দেখে মনের মধ্যে এত বেশি নাড়া দিল।
একজন পুরুষের কাধে পা দিয়ে উঠছেন এই নারী আর একজন পুরুষ পা ধরে রেখেছেন।

যেখানে নারীর পা ধরাই মানে আত্মসম্মানে লাগার মত বিষয় এই সমাজ ব্যবস্থায় পুরুষ মানুষের জন্য।সেখানে এই ছবি টা ইমোশনাল না ঠিক।
সাহস,দায়িত্ববোধ,লুকিয়ে থাকা মমত্ববোধ, শ্রদ্ধাবোধ এর বহিঃপ্রকাশ এর ক্ষেত্রে মেয়েদের মত অনেক কোমল হন না আপনারা পুরুষ রা। কিন্তু যেভাবে হয়ে থাকেন সেটাই অনেক বেশি সুন্দর হয়ে এই ছবিটায় ধরা দিয়েছে।

পরিবার,সমাজ,দেশের যেকোন সমস্যায় ভাই,বন্ধু,বাবা,সংগী,আত্মীয়,অপরিচিত যেকোন রুপে আপনারা যারা বরাবর ই এভাবে নিজেদের কে মেলে ধরেন আপনাদের প্রত্যেক পুরুষ দের প্রতি অনেক সম্মান ও শ্রদ্ধা

সুস্থ জীবনধারা ফিরে পাক দেশের প্রতিটি মানুষ এটাই দোয়া করি
©️

25/08/2024

আসুন, মানবতার ডাকে সাড়া দিই! বন্যায় আক্রান্ত মানুষগুলোর এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সহযোগিতা। তাদের জীবন বিপন্ন, ঘরবাড়ি ধ্বংস, খাবার ও বিশুদ্ধ পানির অভাব—এই কঠিন সময়ে আমরা তাদের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? আপনিও এগিয়ে আসুন, যতটুকু সম্ভব সাহায্য করুন। আমাদের একতাই পারে এই দুর্যোগ মোকাবিলা করতে। মানবিকতার হাত বাড়িয়ে দিন, দুর্গত মানুষের জীবনে আশার আলো জ্বালিয়ে দিন।


#বন্যা #বৃষ্টি #সহযোগিতা #উদ্ধার #মানবতা

Address

Bijoy Nagar. Ctg
Chittagong
4000

Telephone

+8801860396407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ak Nayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ak Nayon:

Share

Category