Entertainment Brothers

Entertainment Brothers – we create smiles every day. Follow the page and stay with us 👉🤍

**Entertainment Brothers | Smile creator **

জাপান গিয়ে ২০০ বছর পড়াশোনা করতে ও আমার কোনো আপত্তি নাই..!!😌🖤
16/08/2025

জাপান গিয়ে ২০০ বছর পড়াশোনা করতে ও আমার কোনো আপত্তি নাই..!!😌🖤

14/08/2025

কি সুন্দর কন্ঠে কুরআন তেলাওয়াত 💖🥰 শুনলে মন জুড়িয়ে যায়।

14/08/2025

যাবেন নাকি.....

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।এখন জেলখানায়! চোখে পানি! একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি! একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!

কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?

গাড়ি, বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা এখন প্রিয় স্ত্রীও নেই।

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা, ক্ষমতায় আসবেন তাদের জন্য। কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই, আটক নেই।

এর আগে লুৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!

সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

=> এখান থেকেই কু-রাজনীতিবিদরা শিক্ষা নিন!

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার আরও কিছু ছবি।ছবিগুলে...
21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার আরও কিছু ছবি।
ছবিগুলোতে বিমানের ধ্বংসাবশেষ, স্কুল ভবনের ক্ষয়-ক্ষতি এবং ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা দেখা যাচ্ছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সরকার। আহত হয়েছেন আরও প্রায় দেড়শ' জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।
Entertainment Brothers

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম।

©️

14/07/2025

অন্ধকার যতই ঘন হোক, ভোর একদিন হবেই। বিশ্বাস রাখো, নিজের ওপর।☺️💝

14/07/2025

ভালো থাকার জন্য অনেক কিছু দরকার নেই, শান্ত একটা মনই যথেষ্ট।💝💝

14/07/2025

নিজেকে ছোট ভাবলে, দুনিয়া তোমাকে আর বড় হতে দেবে না। নিজেই নিজের শক্তি হও।☺️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category