18/12/2024
একটা মানুষ তার জীবনে যতভাবে ক্লান্ত হতে পারে আমি ঠিক ততভাবেই ক্লান্ত। আমার এখন আর ব্রেইন চালাতে ইচ্ছা করেনা, কিছু চিন্তা করতে আর ভালো লাগেনা। আমি হিসেবের খাতা যতবার খুলি ততবার দেখি আমার ঝুলিতে কিছুই নেই। একদম নিঃস্ব এক মানুষ আমি যে টিকে আছে পুরোপুরি বাধ্য হয়েই, তার কাছে আর কোনো পথ নেই।
আমি সুখে নাই। দুঃখে আছি তাও বলতে পারিনা কারণ অনেকে নাকি আরও বেশি খারাপ আছে। আমি ভীষণ রকমের ক্লান্ত, আমার ভেতর আর কোনও শক্তি নাই। আমার চারিদিকে সব ধ্বংস হলে বোধহয় আমার মুক্তি হতো।