Aabid Mohammad AB

Aabid Mohammad AB Online Educator, Writer & Digital Creator

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ জুলাই ও ২৪ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
22/07/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ জুলাই ও ২৪ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

22/07/2025

ব্রেকিং নিউজ
২৪ তারিখের এইচ এস সি/সমমান পরীক্ষা স্থগিত।

21/07/2025

জীবনের শেষ ক্লাস, ক্লাসেই শেষ জীবন।

21/07/2025

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়েছে।
ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে ক্লাস সেভেন এর বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। দুজন পাইলটের মধ্যে একজন ইজেক্ট করেছিলেন, অন্যজন করেননি। সবার জীবন রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করে শেষ অবধি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন।। (মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমীন)

বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে!!
ইয়া আল্লাহ!
আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাসহ সকলের ওপর রহম করো মাবুদ।

এদেশে জন্ম যেন এক আজন্ম পাপ!এরকম বর্বরতা, নিষ্ঠুরতা তো আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানায়।মানুষের অবয়বের এমন নরপিশাচ, পশুদে...
11/07/2025

এদেশে জন্ম যেন এক আজন্ম পাপ!

এরকম বর্বরতা, নিষ্ঠুরতা তো আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানায়।

মানুষের অবয়বের এমন নরপিশাচ, পশুদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করা উচিৎ।

04/07/2025

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

এটা বাংলাদেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের রুম।

এই বিশ্ববিদ্যালয় জামাল নজরুল ইসলামের মত বিশ্বব্যাপী সমাদৃত একজন বিজ্ঞানী ও গবেষকের বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয় নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের বিশ্ববিদ্যালয়।

একজন ভিসির রুমে এরকম 'মব' দেখলে সত্যিই নিজেদেরকে ধিক্কার দিতে ইচ্ছে করে।
ধিক্কার এ দেশ ও জাতির প্রতি।
ধিক্কার এ দেশের সো কল্ড সিভিলাইজড মানুষদের প্রতি।

মনে রাখবেন,
যে দেশে গুণীজনের কদর করা হয় না
সে দেশে গুণীজন জন্মায় না।

আসসালামু-আলাইকুম.. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ..আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো এবং  সুস্থ আছো। আগামীকাল থেকে সকল শিক্ষা...
25/06/2025

আসসালামু-আলাইকুম..

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ..
আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো এবং সুস্থ আছো।

আগামীকাল থেকে সকল শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে বসবে।

এইচ এস সি পরীক্ষা সকল শিক্ষার্থীর জীবনে নেটওয়ার্ক ডিভাইস ব্রিজের মতো কাজ করে। ব্রিজ যেমন ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক যুক্ত করে বৃহৎ নেটওয়ার্ক সৃষ্টি করে, তেমনি এইচ এস সি পরীক্ষার ভালো ফলাফলও শিক্ষার্থীর সাথে উচ্চতর শিক্ষার ও সুনাগরিক হয়ে নিজেকে গড়ে তোলার সেতুবন্ধন তৈরি করে দিতে পারে। তাই এই পরীক্ষাটি যে তোমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না৷
অতিগুরুত্বপূর্ণ এই পরীক্ষায় তোমরা সকলে নিম্নোক্ত নির্দেশনাগুলো অনুসরণ করার চেষ্টা করবে:-

১. প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই স্ব স্ব প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে।

২.পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করে তোমার আসন নিশ্চিত করবে।

৩. ওএমআর শিটে রোল এবং সেট কোড যথাযথভাবে লিখে কালো কালির বলপেন দিয়ে বৃত্ত ভরাট করবে।

৪. পর্যাপ্ত কালো কলম(কমপক্ষে ৪টি), হাইলাইট করার জন্য নীল কলম(১/২টি) এবং পেন্সিল নিয়ে যাবে।

৫. পরীক্ষার হলে স্মার্ট ওয়াচ ব্যবহার করা থেকে বিরত থাকবে।

৬. পরীক্ষা শেষে পরীক্ষক রুম পরিত্যাগ করার আগে কোন পরীক্ষার্থী বের হবে না।

৭. ক্যালকুলেটর, ইরেজার(রাবার), শার্পনার, স্কেলসহ প্রয়োজনীয় যাবতীয় এক্সাম সংশ্লিষ্ট উপকরণ নিজে নিয়ে যাবে।

৮. সিগনেচার শীটে অবশ্যই প্রত্যেকে সিগনেচার নিশ্চিত করবে। এবং উত্তরপত্রের নম্বর যথাযথভাবে লিখবে।

৯. পরীক্ষা সংশ্লিষ্ট উপকরণ ব্যতিত অন্য কোন জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে না।

১০.পরীক্ষার হলে এমন কোন কাজ করবে না যাতে কর্তব্যরত পর্যবেক্ষক বিরক্ত হয়, পরীক্ষায় কোন ধরনের অসদুপায় অবলম্বন করবে না।

১১. পরীক্ষার হলে দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক কোন কারনে তোমাদের আচরন বা অন্য কোন ব্যবহারে অসন্তুষ্ট হলে তৎক্ষনাৎ ক্ষমা চেয়ে নেবে।

১২. প্রতিটি পরীক্ষা দিয়ে এক্সাম সেন্টার থেকে বের হওয়ার পর সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোন ধরনের আলাপ, আলোচনা বা বিশ্লেষণ করবে না। মনে রেখো, যে এক্সাম হয়ে গিয়েছে তার প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করে কোন কিছুই পরিবর্তন করা যাবে না, বরং এই কাজ করলে পরবর্তী পরীক্ষাগুলোতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

১৩. নিজের প্রতি অনেক বেশি যত্নবান হবে, সুস্থতার দিকে খেয়াল রাখবে, মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করবে। সঠিক সময়ে খাওয়া-দাওয়া, প্রার্থনা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবে। সুস্থ দেহ-সুন্দর মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা ভালো হবে ইনশা-আল্লাহ।

সবাই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলবে।
আশা করি, তোমরা সবাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পিতা-মাতা, শিক্ষক, আত্বীয়, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।
তোমাদের সবার জন্য নিরন্তর ভালোবাসা, শুভ-কামনা এবং অনিঃশেষ দোয়া থাকলো।

আল্লাহ হাফেজ।

✍️ আবিদ স্যার।

Aabid Mohammad AB

ক্যালকুলেটর ব্যবহারের আদ্যোপান্ত।শিক্ষার্থীদের জেনে রাখা প্রয়োজন।
28/05/2025

ক্যালকুলেটর ব্যবহারের আদ্যোপান্ত।
শিক্ষার্থীদের জেনে রাখা প্রয়োজন।

24/05/2025
তোমরাই আগামীর কান্ডারী।মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রিয় শিক্ষার্থীরা।From The River To The See,P-a-le-s-t-i-n-eWill Be Free.আজকে...
08/04/2025

তোমরাই আগামীর কান্ডারী।
মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রিয় শিক্ষার্থীরা।

From The River
To The See,
P-a-le-s-t-i-n-e
Will Be Free.

আজকের এই অসাধারণ সুশৃঙ্খল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম উদ্যোগ ও আয়োজন সকলকে একত্রিত করার মাধ্যমে পারস্পরিক ভাতৃত্ববোধ সৃষ্টি করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি যেমন করবে তেমনি কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করে কলেজের জন্য বয়ে আনবে সম্মান ও গৌরব।
আমি সত্যিই আনন্দিত ও গর্বিত যে আমি এমন অসাধারণ চিন্তা চেতনার শিক্ষার্থীদের শিক্ষক হতে পেরেছি।


পরিশেষে, উক্ত অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ডের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। 💚

ই*ন্ডিয়া*কে ঘৃ*না করার এরকম হাজারো কারণ আছে...এরা এখন জাতিগতভাবেই স*হিং*স, মে*থর, ব*র্বর, জু*লুম*কারী।এদের জন্য গো*মূ*ত্...
07/04/2025

ই*ন্ডিয়া*কে ঘৃ*না করার এরকম হাজারো কারণ আছে...

এরা এখন জাতিগতভাবেই স*হিং*স, মে*থর, ব*র্বর, জু*লুম*কারী।

এদের জন্য গো*মূ*ত্রই ঠিক আছে।

Address

Chittagong

Telephone

+8801670742528

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aabid Mohammad AB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aabid Mohammad AB:

Share