25/06/2025
আসসালামু-আলাইকুম..
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ..
আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো এবং সুস্থ আছো।
আগামীকাল থেকে সকল শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে বসবে।
এইচ এস সি পরীক্ষা সকল শিক্ষার্থীর জীবনে নেটওয়ার্ক ডিভাইস ব্রিজের মতো কাজ করে। ব্রিজ যেমন ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক যুক্ত করে বৃহৎ নেটওয়ার্ক সৃষ্টি করে, তেমনি এইচ এস সি পরীক্ষার ভালো ফলাফলও শিক্ষার্থীর সাথে উচ্চতর শিক্ষার ও সুনাগরিক হয়ে নিজেকে গড়ে তোলার সেতুবন্ধন তৈরি করে দিতে পারে। তাই এই পরীক্ষাটি যে তোমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না৷
অতিগুরুত্বপূর্ণ এই পরীক্ষায় তোমরা সকলে নিম্নোক্ত নির্দেশনাগুলো অনুসরণ করার চেষ্টা করবে:-
১. প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই স্ব স্ব প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে।
২.পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করে তোমার আসন নিশ্চিত করবে।
৩. ওএমআর শিটে রোল এবং সেট কোড যথাযথভাবে লিখে কালো কালির বলপেন দিয়ে বৃত্ত ভরাট করবে।
৪. পর্যাপ্ত কালো কলম(কমপক্ষে ৪টি), হাইলাইট করার জন্য নীল কলম(১/২টি) এবং পেন্সিল নিয়ে যাবে।
৫. পরীক্ষার হলে স্মার্ট ওয়াচ ব্যবহার করা থেকে বিরত থাকবে।
৬. পরীক্ষা শেষে পরীক্ষক রুম পরিত্যাগ করার আগে কোন পরীক্ষার্থী বের হবে না।
৭. ক্যালকুলেটর, ইরেজার(রাবার), শার্পনার, স্কেলসহ প্রয়োজনীয় যাবতীয় এক্সাম সংশ্লিষ্ট উপকরণ নিজে নিয়ে যাবে।
৮. সিগনেচার শীটে অবশ্যই প্রত্যেকে সিগনেচার নিশ্চিত করবে। এবং উত্তরপত্রের নম্বর যথাযথভাবে লিখবে।
৯. পরীক্ষা সংশ্লিষ্ট উপকরণ ব্যতিত অন্য কোন জিনিস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে না।
১০.পরীক্ষার হলে এমন কোন কাজ করবে না যাতে কর্তব্যরত পর্যবেক্ষক বিরক্ত হয়, পরীক্ষায় কোন ধরনের অসদুপায় অবলম্বন করবে না।
১১. পরীক্ষার হলে দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক কোন কারনে তোমাদের আচরন বা অন্য কোন ব্যবহারে অসন্তুষ্ট হলে তৎক্ষনাৎ ক্ষমা চেয়ে নেবে।
১২. প্রতিটি পরীক্ষা দিয়ে এক্সাম সেন্টার থেকে বের হওয়ার পর সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোন ধরনের আলাপ, আলোচনা বা বিশ্লেষণ করবে না। মনে রেখো, যে এক্সাম হয়ে গিয়েছে তার প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করে কোন কিছুই পরিবর্তন করা যাবে না, বরং এই কাজ করলে পরবর্তী পরীক্ষাগুলোতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
১৩. নিজের প্রতি অনেক বেশি যত্নবান হবে, সুস্থতার দিকে খেয়াল রাখবে, মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করবে। সঠিক সময়ে খাওয়া-দাওয়া, প্রার্থনা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবে। সুস্থ দেহ-সুন্দর মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা ভালো হবে ইনশা-আল্লাহ।
সবাই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলবে।
আশা করি, তোমরা সবাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পিতা-মাতা, শিক্ষক, আত্বীয়, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।
তোমাদের সবার জন্য নিরন্তর ভালোবাসা, শুভ-কামনা এবং অনিঃশেষ দোয়া থাকলো।
আল্লাহ হাফেজ।
✍️ আবিদ স্যার।
Aabid Mohammad AB