Rayhanツ

Rayhanツ জীবন কারো জন্য থেমে থাকেনা। জীবন চলে তার আপন গতীতে

গা'/জা বা ফিলি/স্তিন নিয়ে কেয়ামতের ঠিক কিছু আগ মুহুর্তে কেমন পরিস্থিতি হবে যা বর্তমানের সাথে মিলে যায়১. কেয়ামতের আগে শাম...
10/08/2025

গা'/জা বা ফিলি/স্তিন নিয়ে কেয়ামতের ঠিক কিছু আগ মুহুর্তে কেমন পরিস্থিতি হবে যা বর্তমানের সাথে মিলে যায়
১. কেয়ামতের আগে শাম (ফিলিস্তিন) হবে বড় ঘটনার কেন্দ্র

হাদিস:
📜 আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন:

> “তোমরা অবশ্যই শাম অঞ্চলে (ফিলিস্তিনসহ) একত্রিত হবে, এবং কেয়ামতের ঘটনা সেখানেই সংঘটিত হবে।”
— (সুনান আবু দাউদ 2483)

---

২. দাজ্জালের আবির্ভাব হবে শামের দিকে

হাদিস:
রাসূল ﷺ বলেছেন:

> “দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, এবং সে শামের ভূমি ও ইরাকের মাঝে ফিতনা ছড়াবে।”
— (সহীহ মুসলিম 2937)

English Translation:
The Messenger ﷺ said:

> “The Dajjal will emerge from the east and will spread his mischief between the land of Sham and Iraq.”
— (Sahih Muslim 2937)

---

৩. ঈসা (আ.) নামবেন ফিলিস্তিনে

হাদিস:

> “ঈসা ইবনে মরইয়াম (আ.) দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে অবতরণ করবেন।”
— (সহীহ মুসলিম 2937)

---

৪. কোরআনের আয়াত ফিলিস্তিন সম্পর্কে

(ক) আল-ইসরা সূরা, আয়াত ১:

> “যিনি তাঁর বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন—যার চারপাশ আমি বরকতময় করেছি…”
— (সূরা আল-ইসরা 17:1)

(খ) সূরা আল-আম্বিয়া, আয়াত 105:

> “আমরা ইতোমধ্যে যাবুরে লিখে দিয়েছি যে, ভূমি উত্তরাধিকারী হবে আমার সৎকর্মশীল বান্দারা।”
— (সূরা আল-আম্বিয়া 21:105)

মানুষ মানুষের প্রতি হিংসা (হিংসা অর্থাৎ ঈর্ষা বা জেলাসি) ইসলামে কঠোরভাবে নিন্দা করা হয়েছে।(Envy towards another person i...
09/08/2025

মানুষ মানুষের প্রতি হিংসা (হিংসা অর্থাৎ ঈর্ষা বা জেলাসি) ইসলামে কঠোরভাবে নিন্দা করা হয়েছে।
(Envy towards another person is strictly condemned in Islam.)

---

১. কুরআনের নির্দেশ

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন:

> "তোমরা আল্লাহ্‌ যেভাবে কারো প্রতি অনুগ্রহ করেছেন, তা লোভ করো না। পুরুষ যা উপার্জন করেছে, তার অংশ আছে, এবং নারী যা উপার্জন করেছে, তার অংশ আছে।"
(সূরা আন-নিসা ৪:৩২)
(Do not covet what Allah has given to some of you over others. Men will be rewarded for what they earn, and women for what they earn.)

➡ এখানে আল্লাহ শেখাচ্ছেন — অন্যের প্রাপ্তি দেখে হিংসা না করে, নিজের জন্য আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাও।
(Here Allah teaches us not to envy others but to ask Allah for good for ourselves.)

---

২. রাসুল ﷺ এর হাদিস

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

> "হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়।"
(আবু দাউদ, হাদিস ৪৯০৩)
(Avoid envy, for envy consumes good deeds just as fire consumes wood.)

➡ হিংসা হৃদয়ে রোগ তৈরি করে এবং আখিরাতে নেক আমল নষ্ট করে ফেলে।
(Envy creates a disease in the heart and destroys good deeds in the Hereafter.)

---

৩. ইসলামের দৃষ্টিতে হিংসার ধরন

১. হারাম হিংসা – যখন আমরা চাই যে, অন্যের পাওয়া ভালো জিনিস নষ্ট হয়ে যাক।
(Haram envy – wishing that others lose their blessings.)

২. গীবতুল হসাদ – যখন আমরা চাই যে, আমিও একই জিনিস পাই, কিন্তু অন্যের ক্ষতি না হোক (এটা অনুমোদিত, একে "গিবতুল হসাদ" বা Ghibtah বলা হয়)।
(Positive envy – wanting the same blessings without harming the other person, called Ghibtah.)

---

৪. সমাধান

আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া করা।
(Show gratitude for Allah’s blessings.)

অন্যের ভালো দেখে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করা।
(When seeing others’ blessings, make dua for yourself.)

"মাশাআল্লাহ" বলা।
(Say "MashaAllah" upon seeing someone’s blessing.)

অনেকে মহাশুন্যে পৃথীবী সম্পর্কে জানতে চায়। বাংলা এবং ইংরেজি দুইটাই দিলাম। English content এখানে পৃথিবী সম্পর্কে কিছু চমক...
08/08/2025

অনেকে মহাশুন্যে পৃথীবী সম্পর্কে জানতে চায়। বাংলা এবং ইংরেজি দুইটাই দিলাম। English content
এখানে পৃথিবী সম্পর্কে কিছু চমকপ্রদ ও অনেকের অজানা তথ্য দিলাম —
Here are some fascinating and lesser-known facts about Earth —

1. পৃথিবীর কেন্দ্র সূর্যের মতোই গরম
পৃথিবীর ভেতরের কেন্দ্রের (Inner Core) তাপমাত্রা প্রায় ৫,৪০০°C, যা সূর্যের পৃষ্ঠের কাছাকাছি।
The temperature of Earth’s inner core is about 5,400°C, similar to the Sun’s surface.

2. পৃথিবী আসলে নিখুঁত গোল নয়
এর মেরু অংশ কিছুটা চ্যাপ্টা, আর বিষুব রেখার অংশ সামান্য ফুলে আছে, একে বলে Oblate Spheroid।
Earth is not a perfect sphere — it is slightly flattened at the poles and bulges at the equator, called an Oblate Spheroid.

3. পৃথিবীর ভেতরে আছে "দ্বিতীয় চাঁদ"
পৃথিবীর চারপাশে একটি ছোট গ্রহাণু (3753 Cruithne) সূর্যের সাথে সিঙ্কে পৃথিবীকে অনুসরণ করছে, যাকে অনেকে দ্বিতীয় চাঁদ বলে।
A small asteroid (3753 Cruithne) follows Earth’s orbit around the Sun, sometimes called Earth’s “second moon.”

4. দিন আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে
কোটি কোটি বছর আগে একটি দিনের দৈর্ঘ্য ছিল প্রায় ১৮ ঘণ্টা। চাঁদের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীর হচ্ছে, ফলে প্রতি ১০০ বছরে দিনে প্রায় ১.৭ মিলিসেকেন্ড যোগ হয়।
Millions of years ago, a day was about 18 hours long. Due to the Moon’s effect, Earth’s rotation is slowing, adding about 1.7 milliseconds to the day every 100 years.

5. পৃথিবীর পানির বেশিরভাগ মিষ্টি নয়
পৃথিবীর মোট পানির ৯৭% সমুদ্রের লবণাক্ত পানি, আর মাত্র ৩% মিষ্টি পানি — এর বেশিরভাগ বরফ আকারে জমে আছে।
About 97% of Earth’s water is salty ocean water, and only 3% is fresh water — most of it locked in ice.

6. পৃথিবী সবসময় “স্পেস ডাস্ট” খাচ্ছে
প্রতিদিন প্রায় ৪৪ টন মহাজাগতিক ধূলিকণা পৃথিবীতে পড়ে।
Every day, about 44 tons of cosmic dust falls onto Earth.

7. পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা সমুদ্রের নিচে
Mariana Trench-এর সবচেয়ে গভীর অংশ Challenger Deep প্রায় ১১ কিলোমিটার গভীর — যা এভারেস্ট পর্বতের উচ্চতার থেকেও বেশি গভীর।
The deepest point on Earth, Challenger Deep in the Mariana Trench, is about 11 km deep — deeper than Mount Everest is tall.

🐱 ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাদের প্রতি দয়া ও ভালো আচরণ করার পরামর্শ দিয়েছেন রাসূলুল্লাহ ...
08/08/2025

🐱 ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাদের প্রতি দয়া ও ভালো আচরণ করার পরামর্শ দিয়েছেন রাসূলুল্লাহ ﷺ। এখানে কয়েকটি সহিহ হাদিস দেওয়া হলো—
ইংলিশ সহ দিলাম।

---

১. বিড়াল অপবিত্র নয়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> "বিড়াল অপবিত্র নয়। তারা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে।"
(সুনান আবু দাউদ, হাদিস: 75; তিরমিজি, হাদিস: 92)

Translation:
The Messenger of Allah ﷺ said:

> "Cats are not impure. They are among those who go around among you."
(Sunan Abu Dawood, Hadith: 75; Tirmidhi, Hadith: 92)

---

২. বিড়ালের বাকি পানি পবিত্র
হযরত কাবশা বিনতে কাব ইবন মালিক (রা.) বর্ণনা করেন:

> "আবু কাতাদা (রা.) বিড়ালকে পানি পান করতে দিলেন এবং তারপর ঐ পানি দিয়ে ওযু করলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘এগুলো (বিড়াল) অপবিত্র নয়। তারা তোমাদের মাঝে ঘুরে বেড়ায়।’"
(সুনান আবু দাউদ, হাদিস: 76)

Translation:
Kabshah bint Ka‘b ibn Malik (RA) narrated:

> "Abu Qatadah (RA) let a cat drink water, then used that same water for wudu. He said: The Messenger of Allah ﷺ said, ‘They (cats) are not impure. They roam freely among you.’"
(Sunan Abu Dawood, Hadith: 76)

---

৩. প্রাণীদের প্রতি দয়া
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> "প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়া করলে তাতে সওয়াব আছে।"
(সহিহ বুখারি, হাদিস: 6009; সহিহ মুসলিম, হাদিস: 2244)

Translation:
The Messenger of Allah ﷺ said:

> "In showing kindness to every living creature, there is a reward."
(Sahih Bukhari, Hadith: 6009; Sahih Muslim, Hadith: 2244)

Chat gtp কে চাঁদ এবং পৃথিবিবী সম্পর্কে জিজ্ঞেস করলাম, সে আমাকে ছবি সহ উত্তর দিলো।🔭 ১. চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখা যাবে?...
06/08/2025

Chat gtp কে চাঁদ এবং পৃথিবিবী সম্পর্কে জিজ্ঞেস করলাম, সে আমাকে ছবি সহ উত্তর দিলো।

🔭 ১. চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখা যাবে?

বাংলায়:
চাঁদ থেকে পৃথিবীকে দেখতে গেলে পৃথিবী অনেক বড় ও উজ্জ্বল একটা বলের মতো দেখা যাবে। কারণ পৃথিবীর আকার চাঁদের চেয়ে প্রায় ৪ গুণ বড়। চাঁদে সূর্যের আলো পড়লে পৃথিবীও সেই আলো প্রতিফলন করে, ফলে পৃথিবীটা "পূর্ণপৃথিবী" (full Earth) অবস্থায় অনেক উজ্জ্বল দেখাবে, এমনকি চাঁদে দাঁড়িয়ে আপনি পত্রিকা পড়ার মতো আলো পাবেন শুধু পৃথিবীর আলোতে!

পৃথিবী রঙিন দেখাবে — সবুজ (জঙ্গল), নীল (সমুদ্র), সাদা (মেঘ/বরফ) মিলে অনেক বেশি প্রাণবন্ত মনে হবে।

In English:
From the Moon, Earth will look like a large, bright ball — about 4 times bigger than how the Moon looks from Earth. Because Earth reflects more sunlight, it appears even brighter. You’d see Earth in full color: blue oceans, green forests, and white clouds — it would look alive and constantly changing.

---

🌌 ২. চাঁদে দাঁড়িয়ে চারদিকে তাকালে নিজেকে শুন্যে মনে হবে?

বাংলায়:
হ্যাঁ, অনেকটা তাই! কারণ চাঁদে বাতাস নেই, গাছ নেই, বাড়িঘর নেই, কোনো আকাশের নীল রঙ নেই। আকাশ পুরোপুরি কালো, কারণ চাঁদে বায়ুমণ্ডল না থাকায় আলো ছড়িয়ে পড়ে না।

চাঁদের ভূমি পাহাড়ি, ধুলোময় ও ফ্যাকাশে ধূসর রঙের — অনেকটা একঘেয়ে। চারদিকে তাকালে শুধু পাথর আর গর্ত দেখতে পাবে। সেজন্য চাঁদে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি একা একটা শুন্য, নিঃস্তব্ধ, নিঃপ্রাণ জগতে আছেন।

In English:
Yes, you would feel like you're in a void. The Moon has no air, no trees, no buildings, and no blue sky. The sky is completely black, even in the daytime, because there's no atmosphere to scatter sunlight. The landscape is gray, rocky, and dusty. You’d feel like you’re standing in a vast, silent emptiness.

---

🏞️ ৩. পৃথিবীর মতো সমতল মনে হবে কি?

বাংলায়:
চাঁদেও অনেকটা সমতল জায়গা আছে, তবে পাহাড়-গর্তও প্রচুর। কিন্তু যেহেতু বাতাস নেই, দৃষ্টির মধ্যে কোনো ঝাপসা ভাব আসেনা, তাই দূরের জিনিস খুব স্পষ্ট দেখা যায়। এতে জায়গাটা অনেক বেশি খালি মনে হয়।

পৃথিবীতে আমরা যতটা "ভরাট" পরিবেশে অভ্যস্ত (আকাশ, গাছ, লোকজন, দালান), চাঁদে সেইসব না থাকায় সবকিছু অনেক বেশি ফাঁকা, নীরব, শূন্য আর অচেনা মনে হবে।

In English:
The Moon has flat plains, but it also has many craters and hills. Since there’s no air, everything looks sharply clear — even far away objects. This makes the place feel wide, empty, and surreal. Unlike Earth, where we’re used to a filled, colorful environment, the Moon feels silent, empty, and lifeless.

---

✅ সংক্ষেপে (Summary):

বিষয় চাঁদে কেমন

পৃথিবী কেমন দেখায় বড়, উজ্জ্বল, রঙিন
চারপাশ কেমন লাগে শুন্য, ফাঁকা, নিঃস্তব্ধ
জায়গা কেমন দেখায় সমতল + পাহাড় গর্ত, ধূসর

---

আর কোনো জিজ্ঞাসা থাকলে জানিও — মহাকাশের মতো বিস্ময়কর জিনিস নিয়ে আলোচনা করতে সবসময় ভালো লাগে।
Let me know if you'd like an image of how Earth looks from the Moon too!

সংসারে শান্তির জন্য মাঝেমধ্যে ৩+৩ = ৭ মেনে নিতে হয়, সেটা AI ও পরামর্শ দিচ্ছে😁😁😁😁😭😭😭
29/06/2025

সংসারে শান্তির জন্য মাঝেমধ্যে ৩+৩ = ৭ মেনে নিতে হয়, সেটা AI ও পরামর্শ দিচ্ছে😁😁😁😁😭😭😭

31/05/2025

দেশের যেই অবস্থা। BNP যেইভাবে নির্বাচন নির্বাচন করতেছে। দেশের জন্য কিছু করবে বলে মনে হয়না।

27/05/2025

জীবনে কত বন্ধু আসলো আর গেলো। কেউ সজ্ঞি হইলোনা।

আমার ১০ হাজার প্লাস ফলোয়ার। তবুও আমাকে মনিটাইজেশন সেট আপ কেন দিচ্ছেনা। কেউ বলতে পারেন। 😭😭😭
15/05/2025

আমার ১০ হাজার প্লাস ফলোয়ার। তবুও আমাকে মনিটাইজেশন সেট আপ কেন দিচ্ছেনা। কেউ বলতে পারেন। 😭😭😭

এসি মেকানিকের কাজ শিখলে এখন মরুভূমিতে সান্ডা ধরা লাকতোনা
15/05/2025

এসি মেকানিকের কাজ শিখলে এখন মরুভূমিতে সান্ডা ধরা লাকতোনা

14/05/2025

পেইজ থেকে স্টার গিফট করবো কিভাবে। কেউ কি জানেন

Address

Feni Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rayhanツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category