05/07/2025
{ জীবনকে আলোকিত করার এক সাহসী গল্প }
১৯ বছর বয়স—যেখানে অনেকেই জীবনের দিশা খুঁজে পায় না,
সেই বয়সেই এক তরুণ পিতা হয়ে উঠেছেন।
অপারেশন থিয়েটারে সদ্যপ্রসূত সন্তানকে বুকে জড়িয়ে ধরে তুলেছেন এক স্মরণীয় মুহূর্তের ছবি।
জানা গেছে, তিনি পটিয়ার এক মাদরাসার ছাত্র।
এই ছবি শুধু একটি মুহূর্ত নয়—এটা এক পূর্ণতার নাম।
একটা দায়িত্ব নেওয়ার সাহস।
একটা নতুন জীবনের সূচনা।
আমরা বছরখানেক আগে এমনই একটি ছবি দেখেছিলাম আরবে—
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোর নবজাতক সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল ক্যামেরার সামনে।
ছবিটি ভাইরাল হয়েছিল। আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে।
ইসলাম আমাদের শেখায়—বিয়ে সময়মতো হওয়া উচিত।
যখন মন-দেহ-আত্মা প্রস্তুত হয়, তখনই সেটি হোক।
এমন বয়সেই বিয়ে হলে যৌবন সুরক্ষিত থাকে, মন পবিত্র থাকে, জীবন পূর্ণতা পায়।
একবার শাইখ আলি তানতাবিকে জিজ্ঞেস করা হয়েছিল,
“বিয়ের বয়স কখন?”
তিনি বলেছিলেন,
“তুমি মানুষকে কখন খেতে বলো? যখন সে ক্ষুধার্ত হয়।
তেমনি, মানুষ বিয়ে করবে তখনই, যখন তার মনে যৌনক্ষুধা জাগে।
ক্ষুধা মিটে গেলে খাওয়ার তো আর মানে নেই।”
সময়মতো দায়িত্ব নেওয়া মানুষগুলোই সমাজে আলোর ঝিলিক হয়ে ওঠে।
তাদের গল্পগুলো আমাদের ভাবতে শেখায়,
বাঁচতে শেখায়,
ভালোবাসতে শেখায়।
#আলোর_ঝিলিক
#বিয়ের_সঠিক_বয়স
#জীবন_যেভাবে_হোক_সুন্দর
#দায়িত্ববান_তরুণ
#আলোর_গল্প