Alor Jhilik - আলোর ঝিলিক

Alor Jhilik - আলোর ঝিলিক Wake up to the sound of life

10/07/2025

বাবা-মায়ের ঋণ কখনো শোধ করা যায় না...
এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন—
এমন সময় আমরা যাচ্ছি, যেখানে কিয়ামতের পদধ্বনি স্পষ্ট!
ভালোবাসা, ত্যাগ আর অবহেলার বাস্তব চিত্র—সবই চোখে আঙুল দিয়ে দেখায় এটা।

দেখুন, ভাবুন… তারপর নিজেকে প্রশ্ন করুন।
#আলোর_ঝিলিক #বাবামায়ের_অধিকার #কিয়ামতের_নিকটতা

তুমি দিয়েছো জন্ম থেকে সব,অথচ অবাধ্যতায় সরে গেছি হে রব।পরের দখলে ক্লান্ত এ দেহ, বিষণ্ন এ মন,ফিরে আসার আর্তি জেগে ওঠে প্রত...
09/07/2025

তুমি দিয়েছো জন্ম থেকে সব,
অথচ অবাধ্যতায় সরে গেছি হে রব।

পরের দখলে ক্লান্ত এ দেহ, বিষণ্ন এ মন,
ফিরে আসার আর্তি জেগে ওঠে প্রতিক্ষণ।

ইয়্যাকা নাঅ'বুদু ওয়া ইয়্যাকা নাস্‌তাঈন —
শুধু তোমারই ইবাদত করি, সাহায্য চাও শুধু তোমারই কাছে। 🤲✨

#আলোর_ঝিলিক #তওবা #ইবাদত #রবের_প্রেমে_ফিরে #ইসলামিক_পোস্ট

08/07/2025

শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায়?

আমরা সবাই চাই আমাদের সন্তান হোক ভালো মানুষ, হোক দীনদার, আল্লাহভীরু।
কিন্তু শুধুমাত্র চাওয়া দিয়ে কি সেটা সম্ভব?
না, সন্তানের মতো পবিত্র একটি আমানতকে গড়তে লাগে উত্তম প্যারেন্টিং।

অথচ আজকের সমাজে ৯০% বাবা-মা জানেন না কীভাবে সন্তানকে দ্বীনদার বানাতে হয়।
জ্ঞানহীন এই অভিভাবকত্বে তারা ভালো ফল আশা করেন—যেটা বাস্তবে হয় না!

🎥 ভিডিওটি বিশেষ করে সব বাবা-মা ও যারা ভবিষ্যতে বাবা-মা হবেন—তাদের জন্য অপরিহার্য।
আল্লাহ আমাদের উত্তম প্যারেন্ট হওয়ার তাওফিক দিন,
যেন সন্তানরাই আমাদের আখিরাতের পুঁজি হয়, ইনশাআল্লাহ। 🤲

#প্যারেন্টিং #দীনদার_সন্তান #আলোর_ঝিলিক #আখিরাতের_সম্পদ

07/07/2025

হারাম কখনো শান্তি দিতে পারে না!
না হারাম টাকা, না হারাম সম্পর্ক।
বাইরে থেকে যতই রঙিন মনে হোক, ভেতরে শুধু অশান্তি আর অনিরাপত্তা।
হালালেই আছে প্রকৃত প্রশান্তি।
যেখানে আল্লাহর সন্তুষ্টি, সেখানেই হৃদয়ের শান্তি।
চেষ্টা করি হালালকে আঁকড়ে ধরতে—
এই দুনিয়ায়ও, আখিরাতেও।

হালাল পথই বরকতের পথ।
#আলোর_ঝিলিক #হালাল_জীবন #প্রশান্তি_চাই #ইসলামিক_বার্তা

শেষরাতের এক ভালোবাসার প্রহর...ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী। আর সামনের গাড়িতে—চিরঘুমে শায়িত তাঁর প্রিয়তমা স্...
06/07/2025

শেষরাতের এক ভালোবাসার প্রহর...

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী। আর সামনের গাড়িতে—চিরঘুমে শায়িত তাঁর প্রিয়তমা স্ত্রী।

জানাজার সময় ছিল রাত ৯টা।
কিন্তু তিনি চাননি অন্ধকারে স্ত্রীকে বিদায় দিতে।
কারো কাছে বলতেও পারছিলেন না,
"ওকে আর একটু থাকতে দাও… আমি এখনো ওকে দেখতে চাই।"

সবার বিদায়ের পর,
গভীর রাতজুড়ে তিনি একাই বসে ছিলেন স্ত্রীর পাশে—
নীরব প্রহর গুণে, চোখে অশ্রু আর মনে অদৃশ্য কথা:
"তুমি একা না, আমি আছি। এখনো আছি।"

এই ভালোবাসার সাক্ষী রইল রাত, নীরবতা আর সেই একফালি আলো।
মৃত্যু সবকিছুর শেষ নয়—ভালোবাসা সত্য হলে, তা অমর হয়।

তিনি ভাগ্যবতী, কারণ এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন—
যিনি তাঁকে জীবনে ভালোবেসেছেন,
এবং মৃত্যুর পরেও ছেড়ে যাননি।

আমরা সবাই চাই এমন কাউকে...
যিনি শুধু জীবনের পথেই নয়,
মৃত্যুর পরেও আমাদের পাশে থাকবেন।

#ভালোবাসা_অমর #শেষবিদায় #আলোর_ঝিলিক

{ জীবনকে আলোকিত করার এক সাহসী গল্প }১৯ বছর বয়স—যেখানে অনেকেই জীবনের দিশা খুঁজে পায় না,সেই বয়সেই এক তরুণ পিতা হয়ে উঠেছেন।...
05/07/2025

{ জীবনকে আলোকিত করার এক সাহসী গল্প }
১৯ বছর বয়স—যেখানে অনেকেই জীবনের দিশা খুঁজে পায় না,
সেই বয়সেই এক তরুণ পিতা হয়ে উঠেছেন।
অপারেশন থিয়েটারে সদ্যপ্রসূত সন্তানকে বুকে জড়িয়ে ধরে তুলেছেন এক স্মরণীয় মুহূর্তের ছবি।
জানা গেছে, তিনি পটিয়ার এক মাদরাসার ছাত্র।

এই ছবি শুধু একটি মুহূর্ত নয়—এটা এক পূর্ণতার নাম।
একটা দায়িত্ব নেওয়ার সাহস।
একটা নতুন জীবনের সূচনা।

আমরা বছরখানেক আগে এমনই একটি ছবি দেখেছিলাম আরবে—
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোর নবজাতক সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল ক্যামেরার সামনে।
ছবিটি ভাইরাল হয়েছিল। আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে।

ইসলাম আমাদের শেখায়—বিয়ে সময়মতো হওয়া উচিত।
যখন মন-দেহ-আত্মা প্রস্তুত হয়, তখনই সেটি হোক।
এমন বয়সেই বিয়ে হলে যৌবন সুরক্ষিত থাকে, মন পবিত্র থাকে, জীবন পূর্ণতা পায়।

একবার শাইখ আলি তানতাবিকে জিজ্ঞেস করা হয়েছিল,
“বিয়ের বয়স কখন?”
তিনি বলেছিলেন,
“তুমি মানুষকে কখন খেতে বলো? যখন সে ক্ষুধার্ত হয়।
তেমনি, মানুষ বিয়ে করবে তখনই, যখন তার মনে যৌনক্ষুধা জাগে।
ক্ষুধা মিটে গেলে খাওয়ার তো আর মানে নেই।”

সময়মতো দায়িত্ব নেওয়া মানুষগুলোই সমাজে আলোর ঝিলিক হয়ে ওঠে।
তাদের গল্পগুলো আমাদের ভাবতে শেখায়,
বাঁচতে শেখায়,
ভালোবাসতে শেখায়।

#আলোর_ঝিলিক
#বিয়ের_সঠিক_বয়স
#জীবন_যেভাবে_হোক_সুন্দর
#দায়িত্ববান_তরুণ
#আলোর_গল্প

04/07/2025

এমন এক দীপ্ত কণ্ঠের সাহসী খতিবই তো আমরা চেয়েছিলাম।
তিনি শুধু ইমাম নন—তিনি আমাদের নেতা, আমাদের সাহস।
জাতীয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যেভাবে হক্ব কথা বললেন,
তা দেখেই বুঝি—একজন খতিব কতটা বিচক্ষণ ও নির্ভীক হতে পারেন।

আব্দুল মালেক হাফি. — এ জাতির গর্ব।
আল্লাহ আমাদের ইমামকে হিফাযত করুন, রহমত বর্ষণ করুন।
আমীন।

🔸 এই খতিবের কথা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে শেয়ার করুন।
🔸 আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না।

একটা সকাল আসুক...একটা এমন সকাল,যে সকালটার পর আর কোনো অশান্তি, দুঃখ কিংবা কষ্ট না থাকে জীবনে।যেখানে সূর্যের আলো শুধু আলো ...
29/06/2025

একটা সকাল আসুক...
একটা এমন সকাল,
যে সকালটার পর আর কোনো অশান্তি, দুঃখ কিংবা কষ্ট না থাকে জীবনে।

যেখানে সূর্যের আলো শুধু আলো নয়—
হোক সান্ত্বনার পরশ, হৃদয়ে প্রশান্তির স্রোত।
যে সকাল যেন হয় নতুন এক দিগন্তের দরজা—
ভালোবাসা, নিরাপত্তা আর আল্লাহর অশেষ রহমতের দিকে খোলা।

আমাদের জীবনের প্রতিটি ভোর
হোক এমনই এক আশীর্বাদময় সকাল দিয়ে শুরু।

আল্লাহুম্মা আমীন 🤍
#আলোর_ঝিলিক
#নতুন_সকাল
#শান্তির_প্রার্থনা

28/06/2025

শুধু সময় আর হায়াতের অপচয়..!
মাঝেমধ্যে মনে হয়—আমরা কেবলই দিন পার করছি,
জীবনের প্রকৃত উদ্দেশ্য যেন ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে।
বুঝে না বুঝে সময়কে হারাচ্ছি,
আর হায়াতকে—অপচয় করছি।
☺️❤️‍🩹

আল্লাহ আমাদের হেদায়েত দিন, সময়কে বুঝে চলার তাওফিক দিন।
🤲

#নিজেকে_নিয়ে_চিন্তা #সময়ের_মূল্য #হায়াতের_হিসাব

আমি জানি না এটি কোন জেলার উদ্যোগ —তবে একথা বলতে দ্বিধা নেই, এটি নিঃসন্দেহে এক অসাধারণ ও অনুকরণীয় উদ্যোগ।এ রকম কাজগুলোই ...
26/06/2025

আমি জানি না এটি কোন জেলার উদ্যোগ —
তবে একথা বলতে দ্বিধা নেই, এটি নিঃসন্দেহে এক অসাধারণ ও অনুকরণীয় উদ্যোগ।
এ রকম কাজগুলোই সমাজে আলো জ্বালায়, ভালোবাসা ছড়ায় 💚

আলোর পথে এমন উদ্ভাবনী চিন্তা আরও ছড়িয়ে পড়ুক — সেটাই কামনা।
#ভালোবাসার_উদ্যোগ #আলোর_ঝিলিক

সালাম জানাই তাদেরযারা তাদের সন্তানের অল্প বয়সেই বিয়ের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন,তাদের পাশে থাকেন,তাদের পছন্দকে সম্মান করে...
25/06/2025

সালাম জানাই তাদের
যারা তাদের সন্তানের অল্প বয়সেই বিয়ের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন,
তাদের পাশে থাকেন,
তাদের পছন্দকে সম্মান করেন।
এদের মতো মানুষদের কারণেই সমাজে ভালোবাসা, নিরাপত্তা আর সমঝোতার আলো এখনো জ্বলছে।
#সম্মান #ভালোবাসা #পরিবার #আস্থা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Jhilik - আলোর ঝিলিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alor Jhilik - আলোর ঝিলিক:

Share