19/06/2025
একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প পর্ব(১)
বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি ।
“তুমি ভুল ছিলে” যদি আমাকে এতোটাই ভালোবাসতে তাহলে কেনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো, জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে।
আর আমি নাহয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম, তোমার প্রিয়জনের জন্য, আমার একটাই মিনতি তার সাথে এমন কোন গল্প শুরু করো না, যার শেষ তুমি না করতে পারো “ভালো থেকো তুমি” ইতি তোমার প্রাক্তন ।
পর্ব(২)
ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না, যে এখনো তোমায় আমি বোকার মতো “ভালোবাসি” ভীষণ ভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যইতো তোমার থেকে রুপে, গুণে, চরিত্রে, ব্যবহারে, হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও, গ্রহণ করতে পারি না আর ইচ্ছে হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি।
বন্ধুদের সাথে দিব্বি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু, রাগ করলে সরি বলেনা তারা, বলে বাড়ি এসে মারবো কিন্তু, না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা ।
এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম, ভাবতেই অবাক লাগে কতোটা বোকা ছিলাম আমি, ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না।
আমি চাইনা আমাদের আর কখনো দেখা হোক, আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে, আর কখনো এটা চিন্তাও করো না, যে আমি ভালো নেই, আমি আমাকে নিয়ে খুব ভালো আছি।
এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রাক্ষা করতে হয়না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয়না, এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি, এখন সব সময় মুখে একটা মৃদু হাঁসি থাকে।
পর্ব(৩)
আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে, কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন, কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন, যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না, আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না।
#৩৮৬পৃষ্ঠা