৩৮৬ পৃষ্ঠা

৩৮৬ পৃষ্ঠা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৩৮৬ পৃষ্ঠা, Chittagong.

🖤 𝟯𝟴𝟲 পৃষ্ঠা 🖤
❝ প্রতিটা অনুভবের পেছনে আছে একটা গল্প... আর আমরা সেই গল্পগুলোই লিখি ❞

💔 Sad | ❤️‍🔥 Love | 😢 Emotional | 😂 Funny | 🔥 Attitude | 💋 Sexy
✍️ Short Stories, Status, Quotes & Real Feelings
📖 "𝘓𝘦𝘬𝘩𝘢𝘬: 𝘈𝘙 𝘔 𝘈𝘕 নিশু"
🔔Follow

09/07/2025

আসসালামু আলাইকুম

08/07/2025

Good morning

মূল্যবান কিছু কথা!! 🥀🥀🌸   #৩৮৬পৃষ্ঠা
01/07/2025

মূল্যবান কিছু কথা!! 🥀🥀🌸
#৩৮৬পৃষ্ঠা

30/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আমি তারেও যাইগে দিছি!!যার যাওয়ার কথা ভাবলে দেহ থেকে রুহু বাহির হইয়া আসতো🥺🥹
29/06/2025

আমি তারেও যাইগে দিছি!!
যার যাওয়ার কথা ভাবলে দেহ থেকে রুহু বাহির হইয়া আসতো🥺🥹

28/06/2025

assalamu alaikum

একটি চমৎকার ঘটনাঃএকবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর। সকলেরই প্রচণ্ড পান...
26/06/2025

একটি চমৎকার ঘটনাঃ
একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর। সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে।
পানিও শেষ! কী করা যায়? তারা নবীজীকে জানালেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা. ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। কোথাও পানি নেই। ইতিমধ্যে দেখলেন, এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উটে চড়ে যাচ্ছে। এই তো পানির সন্ধান পাওয়া গেছে! এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হলেন, যখন বুড়ি বলল- এখান থেকে পানির দূরত্ব এক দিনের রাস্তা। গতকাল এ সময় আমি পানি নিয়ে রওয়ানা হয়েছি।

কী করা যায়! অগত্যা তারা বুড়িকে বললেন, বুড়ি মা! আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন।
তারা বুড়িকে নবীজীর কাছে নিয়ে এলেন। নবীজী বুড়ির মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হল। (সেখান থেকে নবীজী মুখে একটু পানি নিলেন। সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হল।) তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হল এবং নিচের মুখ খুলে দেওয়া হল। ট্যাপের মত সেখান থেকে পানি বের হতে লাগল।
তারপর সবাইকে বলা হল, এখান থেকে পানি নাও; নিজেরা পান কর, তোমাদের বাহনজন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। দুই মশকে কতটুকু আর পানি থাকে। কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মত পানি নিল। যেভাবে আমরা কল থেকে পানি নিই। এমন কি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল!
বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে! কিন্তু তার চোখের সামনে এ দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হল। এ দেখি আজব ঘটনা!
সকলে যখন নিজ নিজ প্রয়োজন মত পানি সংগ্রহ করল, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হল। বুড়ি দেখল, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকুও কমেনি; বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে।
শক ফিরিয়ে দিলেন এবং বললেন-
تَعْلَمِينَ، مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنّ اللهَ هُوَ الّذِي أَسْقَانَا.
আপনি তো দেখছেন, আপনার পানি একটুও কমেনি; আসলে (আপনার পানির মাধ্যমে) আল্লাহ আমাদের পানি পান করালেন।
এরপর নবীজী সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তাঁর জন্য যে যা পার হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ যব- অনেক খাবার জমা হল বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হল। বুড়ি তো মহা খুশি। আমার পানিও একটু কমল না আবার পেলাম এতগুলো খাবার। মনের সুখে বুড়ি রওনা হল বাড়ির দিকে।
বুড়ি যখন বাড়িতে পৌঁছল ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল। বুড়ি তখন খুলে বলল সব। মুহাম্মাদ নামের যে লোকটা নিজ বাপ-দাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এ ঘটনা। সকলে তো শুনে তাজ্জব!
বুড়ি বলল, আল্লাহর কসম! আমার সব দেখে মনে হয়েছে, সে হয়ত পৃথিবীর সবচেয়ে বড় যাদুকর অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসূল।
এরপর থেকে মুসলিমরা ঐ বৃদ্ধার এলাকার আশপাশের এলাকায় অভিযান চালাতো কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না।
এ দেখে বুড়ি নিজ কওমকে বলল, আমার মনে হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে; তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখ, ইসলাম গ্রহণ করবে কি না। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল।
সহীহ বুখারী, হাদীস ৩৪৪

নিশুর ডায়েরি পরবর্তী গল্প আরও লম্বা হবে 💔
সেরা গল্পগুলো পেতে অবশ্যই Follow করতে ভুলো না!
Comment করে জানাও কেমন লাগছে, আর Like দিতে ভুলো না!

Hashtag:





#৩৮৬পৃষ্ঠা

23/06/2025

তোমরা কি গল্প পছন্দ কর না ?
গল্পের পোস্ট- এ কোনো রিয়েক্ট নাই🥹🥹

20/06/2025

Good Morning

একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প পর্ব(১)বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা ...
19/06/2025

একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প পর্ব(১)

বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি ।

“তুমি ভুল ছিলে” যদি আমাকে এতোটাই ভালোবাসতে তাহলে কেনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো, জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে।

আর আমি নাহয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম, তোমার প্রিয়জনের জন্য, আমার একটাই মিনতি তার সাথে এমন কোন গল্প শুরু করো না, যার শেষ তুমি না করতে পারো “ভালো থেকো তুমি” ইতি তোমার প্রাক্তন ।

পর্ব(২)

ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না, যে এখনো তোমায় আমি বোকার মতো “ভালোবাসি” ভীষণ ভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যইতো তোমার থেকে রুপে, গুণে, চরিত্রে, ব্যবহারে, হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও, গ্রহণ করতে পারি না আর ইচ্ছে হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি।

বন্ধুদের সাথে দিব্বি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু, রাগ করলে সরি বলেনা তারা, বলে বাড়ি এসে মারবো কিন্তু, না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা ।

এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম, ভাবতেই অবাক লাগে কতোটা বোকা ছিলাম আমি, ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না।

আমি চাইনা আমাদের আর কখনো দেখা হোক, আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে, আর কখনো এটা চিন্তাও করো না, যে আমি ভালো নেই, আমি আমাকে নিয়ে খুব ভালো আছি।

এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রাক্ষা করতে হয়না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয়না, এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি, এখন সব সময় মুখে একটা মৃদু হাঁসি থাকে।

পর্ব(৩)

আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে, কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন, কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন, যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না, আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না।
#৩৮৬পৃষ্ঠা

বাদশাহ আদেশ দিলেন, অপরাধীর প্রাণদণ্ড হওয়া উচিত। লোকটিকে শূলে চড়াও।বাদশাহ’র আদেশ অমান্য করে কে! লোকটিকে ধরে – বেঁধে নিয...
16/06/2025

বাদশাহ আদেশ দিলেন, অপরাধীর প্রাণদণ্ড হওয়া উচিত। লোকটিকে শূলে চড়াও।

বাদশাহ’র আদেশ অমান্য করে কে! লোকটিকে ধরে – বেঁধে নিয়ে আসা হল শূলে চড়ানোর জন্যে।

লোকটা কাতর অনুনয়-বিনয় করল। কিন্তু বাদশাহ অনড়। লোকটা বুঝল, বাঁচবার তার কোনো আশা নেই। তখন সে বাদশাহ’র উদ্দেশে গালাগালি শুরু করল। হাত-পা ছুড়ে চিৎকার করতে লাগল। বাদশাহ বসে আছেন বেশ দূরে। লোকটির চিৎকার-চেঁচামেচির কোনো অর্থ তিনি বুঝতে পারলেন না। পাশে-বসা একজন সভাসদকে তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কী বলতে চায়?

সভাসদ দেখলেন ভারি বিপদ! সত্য বললে বাদশাহ হয়তো ভয়ানক রেগে যাবেন। তাই তিনি বললেন– বাদশাহ, লোকটি বলছেঃ যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে সে সকলের শ্রদ্ধা অর্জন করে। আমিও তো সকলের শ্রদ্ধা অর্জন করতে চাই।

বাদশাহ লোকটির কথা শুনে খুব খুশি হলেন। বললেন, ওকে মুক্ত করে দাও।

পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক সভাসদ।

প্রথম সভাসদের ওপর তার ছিল ভারি রাগ। সে তাড়াতাড়ি বললঃ বাদশাহ, ঐ সভাসদ মিথ্যা কথা বলছে। লোকটা আপনাকে গালাগালি দিচ্ছে। একে মুক্ত করা উচিত নয়।

এই সভাসদের কথা শুনে বাদশাহ বেশ উত্তেজিত হলেন। রাগ করলেন তিনি। সভাসদের দিকে তাকিয়ে বললেন—ওর মিথ্যাকথা অনেকগুণে ভালো। কারণ ও মিথ্যা বলছে একটা লোকের প্রাণরক্ষার জন্যে আর তুমি সত্য কথা বলছ দুটো লোকের ক্ষতি করার জন্যে। তাহলে আমি কার কথা শুনব? ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য।

বাদশাহ’র কথা শুনে সভাসদরা ধন্য ধন্য করতে লাগল।


#386

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৩৮৬ পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share