Md Shahidul Islam

Md Shahidul Islam জীবনের গতিটা সবসময় ভুলের দিকেই রাখুন কেননা ভুল মানেই নতুন একটা শিক্ষা..!

ভেবেছিলাম অল্প কিছুর অভাবে কিছু যায় আসে নাহ্..তারপর দেখি বুকে কিসের যেন যন্ত্রণা,,আমি হয়তো এই অল্প কিছুর অভাবে মারা যা...
06/08/2025

ভেবেছিলাম অল্প কিছুর অভাবে কিছু যায় আসে নাহ্..তারপর দেখি বুকে কিসের যেন যন্ত্রণা,,আমি হয়তো এই অল্প কিছুর অভাবে মারা যাবো..!

25/02/2025

হয়তো এটাই হবে শেষ অভিমান।। এরপর অন্যকে না বুঝিয়ে নিজেকে বুঝিয়ে নিবো..!

 #অমর  #একুশে  #বই  #মেলা বই মেলা শুরু হবে আর ঘুরা ঘুরি আর বই কিনা হবে না তা তো হয় না।।তাই ঘুরারির সাথে কিছু ফটোও অ্যাল...
08/02/2025

#অমর #একুশে #বই #মেলা

বই মেলা শুরু হবে আর ঘুরা ঘুরি আর বই কিনা হবে না তা তো হয় না।।তাই ঘুরারির সাথে কিছু ফটোও অ্যালবাম করে নিলাম।। অবশ্যই বই কিনিনি শেষের দিকে কিনবো কিপ্টামি করে..!

29/11/2024

coming🥺

27/11/2024

শিক্ষিত হি'ন্দুরা চি'ন্ময়ের মুক্তি চায়, অশিক্ষিত হি'ন্দুরাও চি'ন্ময়ের মুক্তি চায়। ই'সকন হি'ন্দুরা চি'ন্ময়ের মুক্তি চায়, নন-ই'সকন হি'ন্দুরাও চি'ন্ময়ের মুক্তি চায়। দ্যাট ইজ হি'ন্দু স্পিরিট। এই একতাই তাদের বড় করে তোলে।

হি'ন্দুরা জানে যে—চি'ন্ময় দো'ষী হোক কিংবা নির্দোষ হোক, প্রথমে চি'ন্ময়কে নিজেদের বৃত্তে আগলে রাখতে হবে। চি'ন্ময়কে মু'সলমানের হাতে তুলে দেওয়া যাবে না। চি'ন্ময়ের দো'ষের কারণে কোনোভাবেই যেন মু'সলিমরা বেনিফিটেড না হয় সেদিকে প্রত্যেকটি হি'ন্দু সজাগ রয়েছে। এটাই হি'ন্দু ইউনিটি, যা হি'ন্দুত্ববাদকে মজবুত করেছে।

এবার দেখা যাক মু'সলমানরা কী করে :

ধরুন কোনো হু'জুর গ্রে'প্তার হলো। মু'সলমানরা ওই হু'জুরের তিল পরিমাণ দোষকে তাল আকারে প্রচার করবে। এভাবে নিজেদের ঘুঁটি তারা হি'ন্দুদের হাতে তুলে দেবে, হি'ন্দুদের বেনিফিটেড করবে। তাছাড়া হু'জুর বিরোধিতা এক প্রকার স্মার্টনেস হিসেবে দাঁড়িয়েছে বিগত ১৫ বছরে। ফলে হু'জুরের সাপোর্ট করে মু'সলমানরা নিজেকে ক্ষ্যাত প্রমাণ করতে চায় না।

খেয়াল করে দেখবেন, কোনো শা'হবাগীই কোনো অভিযুক্ত হি'ন্দুকে এককভাবে দোষারোপ করে না। যখন কোনো হি'ন্দু কোনো একটি অন্যায় করে, তখন শা'হবাগীরা মু'সলমানের সঙ্গে অ্যাডজাস্ট করে হি'ন্দুত্ববাদের সমালোচনা করে। যেমন, তারা কখনই বলবে না— 'হি'ন্দু মৌ'লবাদ খারাপ'। তারা হি'ন্দুর দো'ষটাকে লঘু করতে লিখবে— 'মৌ'লবাদ মাত্রই খারাপ, সেটা হি'ন্দুর হোক কিংবা মু'সলমানের'।

অর্থাৎ, শা'হবাগীরা কখনই কেবলমাত্র এবং শুধুমাত্র হি'ন্দুদের নি'ন্দা করে না। হি'ন্দুর নি'ন্দা করার সময়ও তারা মু'সলমানকে যুক্ত করে একটা ন্যারেটিভ দাঁড় করায়।

দু'র্ভাগ্যজনকভাবে প্রত্যেকটি শা'হবাগীই মু'সলমানের ঘরে জন্ম নিয়েছে। শা'হবাগী নিয়ন্ত্রণ করতে না পারলে হি'ন্দুত্ববাদ থেকে আপনার রেহাই নাই। এই দেশে হি'ন্দুত্ববাদ কেবল একটি খোলস, শা'হবাগী যার আত্মা।

08/10/2024

ভালো থাকুক তারা অসময়ে পাশে পেয়েও,, আমার সাথে বেঈমানি করেছে যারা..!

কোটা  সংস্কারের পক্ষে ছিলামকিন্তু মন্দির গির্জা ভাঙচুরের পক্ষে নাই।এসব যারা করছে তাদের আগে ধরুন।
05/08/2024

কোটা সংস্কারের পক্ষে ছিলাম
কিন্তু মন্দির গির্জা ভাঙচুরের পক্ষে নাই।
এসব যারা করছে তাদের আগে ধরুন।


এতদিন ঘুমিয়ে থাকা বুদ্ধিজীবীরা এখন তাজা হয়ে উঠছেন,,প্রোফাইলে বিজয়ের ঘোষণা দিচ্ছেন। কিছুক্ষণের মদ্ধে হয়ত মুক্তিযোদ্ধার সা...
05/08/2024

এতদিন ঘুমিয়ে থাকা বুদ্ধিজীবীরা এখন তাজা হয়ে উঠছেন,,প্রোফাইলে বিজয়ের ঘোষণা দিচ্ছেন। কিছুক্ষণের মদ্ধে হয়ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের আবেদন করবেন..আপনাদেরও স্বাগতম..!

Address

CTG
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Md Shahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share