শান্তির ধর্ম ইসলাম

শান্তির ধর্ম ইসলাম যদি সফলতা অর্জন করতে চান নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন, সফলতা আসবে ইনশাআল্লাহ �,����

18/08/2025

আলহামদুলিল্লাহ চুম্মা আলহামদুলিল্লাহ

আপনি কি জানেন, ভাদা আওয়ামী লীগ কিভাবে পার পেয়ে যাচ্ছে?কেন কিছু কিছু মানুষ এখনো বামপন্থী, শাহবাগীদের সাথে সুর মিলিয়ে বলে ...
18/08/2025

আপনি কি জানেন, ভাদা আওয়ামী লীগ কিভাবে পার পেয়ে যাচ্ছে?

কেন কিছু কিছু মানুষ এখনো বামপন্থী, শাহবাগীদের সাথে সুর মিলিয়ে বলে যে হাসিনার আমলে ভাল ছিল?

এর দুইটা কারণ:

(১) তাদের অজ্ঞতা;

(২) আমাদের ভুল স্ট্র‍্যাটেজি ও দায়িত্বজ্ঞানহীনতা।

এখানে, ২য় পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের অনেকে এটাকে হালকাভাবে নেই।

প্রতিদিন পত্রিকায় আওয়ামী অপশাসন, টাকা পাঁচার ও দুর্নীতিসহ বহু ক্রাইমের খবর প্রকাশিত হচ্ছে।

কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় এসব হাইলাইটস করে প্রচার করছি না।

বিএনপি, জামায়াত, এনসিপি, এমনকি আওয়ামী বিরোধী জনপ্রিয় ফেবু এক্টিভিস্টদের মধ্যেও এসব খবর সামনে নিয়ে আসার ব্যাপারে আগ্রহ দেখি না।

এতি কি ক্ষতি হচ্ছে?

এতে আওয়ামী লীগের ভয়ংকর সব পাপাচারের কথা চাপা পড়ে যাচ্ছে; সাধারণ মানুষ সেসব জানতে পারছে না।

এতে করে আওয়ামীদের পাপাচারকে পরোক্ষভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে।

যেহেতু সাধারণ মানুষ পত্রিকা পড়ে না, তাই এসব খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে নিয়ে আসা খুবই জরুরী।

কিন্তু দুর্ভাগ্য এটাই যে রাজনীতিবিদরা তো বটে, বেশিরভাগ অনলাইন এক্টিভিস্টও এই কাজটা করছে না।

যাই হোক, সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, বাংলাদেশ থেকে অর্থ পাচাঁর করে বাম-আওয়ামীরা বিদেশে যে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছে তার মধ্যে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ( Central Intelligence Cell).

CIC এর পরিচালক আহসান হাবিব বলেছেন, "What we have uncovered so far is just the tip of the iceberg" (এই পর্যন্ত আমরা যতটুকুর সন্ধান পেয়েছে তা হচ্ছে বরফখন্ডের চূড়া; অর্থাৎ পাঁচার করা টাকায় গড়া সম্পদের ক্ষুদ্র একটা অংশ)

এত বড় একটা খবর অথচ কারো টাইমলাইনে এটা নিয়ে তেমন কোন আলোচনা নেই।

যাই হোক, এভাবেই সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে নিজেদের স্বর্গরাজ্য গড়ে তুলেছে বাম, আওয়ামীরা।

পৃথিবীর সভ্য কোন দেশ হলে, এদের জনসমক্ষে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হতো।

গুম, খুন, ধর্ষণের কথা যদি বাদও দেই, শুধুমাত্র দুর্নীতি এবং সাগরসম টাকা পাঁচার করে দেশকে ফোকলা বানিয়ে ফেলার কারণে হলেও বাম আওয়ামীদের বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করা উচিত।

17/08/2025
17/08/2025
17/08/2025
ইনশাআল্লাহ 💪🇧🇩🇧🇩
17/08/2025

ইনশাআল্লাহ 💪🇧🇩🇧🇩

17/08/2025
সাবধান ভাইয়েরা,,,শালির হাতের মিস্টি সরবত খেয়ে নিজের ক্ষতি করবেন না,
17/08/2025

সাবধান ভাইয়েরা,,,
শালির হাতের মিস্টি সরবত খেয়ে নিজের ক্ষতি করবেন না,

17/08/2025

এই ডকুমেন্টারি যে করছে লাল সালাম,,,

17/08/2025

শিবির উড়ে এসে জুড়ে বসা কোন সংগঠন নয়,,,

17/08/2025

ইতিহাস বিকৃতি করে কখনো নায়ক হওয়া যায় না,নয় দফা নিয়ে পরিপূর্ণ ব্যাখ্যা দিলেন ঢাবি সভাপতি এস এম ফরহাদ ভাই ♥️♥️

Address

Chittagong

Telephone

+971503096827

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির ধর্ম ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শান্তির ধর্ম ইসলাম:

Share