(স্বপ্ন-ঘুড়ি) মানে নিজের মনের লালিত ইচ্ছা আর স্বপ্ন গুলোকে কাজে লাগিয়ে নতুন উদ্যেগ ও উদ্যম নিয়ে নতুন দিগন্তের হাওয়ায় নিজেকে সংগ্রামী ঘুড়ির মতো এগিয়ে নিয়ে যাওয়া,যেনো আকাশপানে মুক্ত বিহঙ্গের ন্যায় নিজের আত্মপ্রকাশের সুযোগে সদা তৎপর থাকা যায়।
প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন -ঘুড়ি থাকা উচিত,নিজেকে নীল দিগন্তের একজন দীপ্তমান প্রতীক হিসেবে পরিচিত করার,ঠিক তেমনি এটি আমার নতুন একটি পদক্ষেপ ক্ষুদ্
র একজন উদ্যেক্তা আমি,নিজে একজন ছোটো খাটো উদ্যেক্তা হয়ে নিজের আত্মনির্ভরশীল হওয়ার সাথে সাথে পরিবারের সবার অনুপ্রেরণায় নতুন পথ চলা শুরু করলাম। আমি চট্টগ্রামের মেয়ে , মনিষা। মানুষের জীবনে একটি নতুন পরিচয় গঠন করা যেমন সোজা না তেমনি অসম্ভব ও না তাই নিজেকে গঠন করার চেষ্টায় আছি।আমি কারো প্রতিপক্ষ হতে চাইনা বা কারোর ক্ষতি করার ইচ্ছা নেই।বন্ধু ও বোন হয়ে এগিয়ে চলতে চায় সবার সাথে।
★দয়া করে কেউ অন্যের চামচ CID বা খবর সংগ্রহের বার্তাবাহক হয়ে মিষ্টিছুড়ির মনোভাব নিয়ে পরিবারে যুক্ত হওয়ার চিন্তাভাবনা করবেন না,কারণ আমি পরিবারে মিষ্টিমধুর সম্পর্ক চায়,কুরুচিপূর্ণ বাক্য নয়,তাদের মধ্যে কুরুক্ষেত্র চায় না, তাই শকুনি মামা ও মন্তরা মাসির দরকার নেয়।অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাটির জন্য,কারণ আমি দ্বন্ধ চাইনা,শান্তি চায় তার জন্য।
সবার সহোযোগিতা কামনা করে স্বপ্ন-ঘুড়ি পরিবারের সদস্য হিসেবে থাকার জন্য আশা প্রকাশ ও অনুরোধ জানাচ্ছি।ব্যতিক্রম কিছু করতে চাইলে অনেক বাঁধা আসবে, বাঁধা ডিঙিয়ে যে এগিয়ে যায় সফলতা তার কাছে মাথা নত করবেই।
সবাই অনুগ্রহপূর্বক গ্রুপে স্বপ্ন-ঘুড়ি পরিবারে যুক্ত হয়ে যান লাইক দিয়ে এবং শেয়ার + ইনবাইট দিয়ে বাকিদেরও যুক্ত করুন।