21/07/2025
এই প্রাণহানির ১০০ ভাগ দায় রাষ্ট্রের। এসব আলবাল বিমান দুনিয়ার আর কোন দেশে চলে না।
যু'দ্ধ করার জন্য কেনা বিমানের এমনই হাল যে নিজের দেশের মানুষের উপরই ভাই'ঙ্গা পড়ে। এটাই তো প্রথম না।
এর আগেও এই মডেলের বিমানে ট্রেনিং করতে যাইয়া দুইজন পাইলট নিহত হইসিল।
সেইদিন যদি এই দুইজন পাইলটের জীবনের দাম দেওয়া হত, তাহলে হয়তো আজ এই বাচ্চাগুলোরে ম'রতে হত না। বাট দেওয়া হয় নাই। হবেও না।
দুইদিন পর সবাই সবকিছু ভুইলা যাবে।
আমার আপনার টাকা দিয়ে ভাঙারি কিনে হাজার কোটি টাকার দুর্নীতি করা হবে। দুর্নীতিবাজদের ছেলে মেয়েরা আমার আপনার টাকা নিয়ে কানাডা পড়তে যাবে।
আর সেই ভাঙারি বিমান স্কুলের উপর পইড়া আমাদের সন্তানরা পু'ড়ে যাবে, ম'রে যাবে। কারো কিচ্ছু যাবে আসবে না। শালার দুনিয়ায় বাকি দেশগুলো অন্তত নিজের মানুষকে বাঁচতে দেয়।
আর আমরা এমন একটা দেশে জন্মাইছি, যেই দেশ আমাদের এমনকি স্কুলেও মাইরা ফালানোর যোগাড় যন্ত্র করে রাখে।
অথচ এই দেশের মানুষের রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু চাওয়া ছিল না। না আমরা সিংগাপুর হতে চেয়েছি, না আমরা ইউরোপের নাগরিক সুবিধা চেয়েছি।
এ দেশের মানুষ তো শুধুই একটু বাঁচতে চেয়েছিলো...