Jinnat Khan

Jinnat Khan Baby lover ❤️
kids lover😘
Ahura baby he is always little cute
Lots of love for him from my heart ❤️
(4)

07/08/2025

“ভালো মা হতে গিয়ে ক্লান্ত এক মা… আমি কি একটু থামতে পারি না?”একজন মা যখন শিশুর জন্য রাতভর জেগে থাকে, সকালে ক্লান্ত শরীর নিয়েও রান্নাঘরে দাঁড়ায়, দুপুরে আবার ঘুম না দিয়েই খেলনা গুছায়—তখন তিনি কেবল মা নন।তখন তিনি হচ্ছেন এক নিঃশব্দ যোদ্ধা, যার ক্লান্তির কোনো ভাষা নেই।তবে, এই যোদ্ধারও হৃদয় আছে।এই মায়েরও কান্না পায়।এই মায়েরও কখনো মনে হয়—“আর পারছি না।”“শুধু একটুখানি নিঃশ্বাস নিতে চাই, কেউ যেন কিছু না বলে।”আমরা সবাই চাই, শিশুকে ভালবাসায় বড় করব।চিৎকার করব না, ধমক দেব না, কখনো রাগ দেখাব না।কিন্তু একটা পর্যায়ে এসে—যখন শিশুর কান্না থামছে না, ঘরের কাজের শেষ নেই, ঘুম হয়নি অনেকদিন, নিজের খাবারও সময়মতো খাওয়া হয়নি—তখন সেই ‘ভালো মা’ নিজেই ভেঙে পড়েন।তখন হয়ত নিজের অজান্তেই আপনি চিৎকার করে ফেলেন। ধমক দেন।তারপর গভীর আত্মগ্লানিতে ডুবে যান। ভাবেন,“আমি তাহলে খারাপ মা?”না, আপনি খারাপ মা নন।আপনি একজন মানুষ।একজন ক্লান্ত, পরিশ্রান্ত, দায়িত্বের ভারে নুয়ে পড়া মা।আজকাল অনেক মায়েই ভুগছেন এক বিশেষ ধরনের চাপের মধ্যে, যাকে বলা হয় Sensory Overload।যেখানে শব্দ, আলো, শিশুর কান্না—সবকিছু অসহনীয় মনে হয়।তখন মনে হয়,“কারো কোনো কথা না শুনি…এই ঘর, এই দায়িত্ব, এই পৃথিবী—সব কিছু থেকে একটু দূরে যাই…”এটা অস্বাভাবিক নয়। এটা আপনি একা অনুভব করছেন না।একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি প্রায়ই দেখি,এই সমাজ শুধু শিশুর যত্ন নিয়ে ভাবে—কিন্তু সেই শিশুর পেছনে যিনি আছেন, সেই মা’টির ভেতরে কী ঝড় বইছে, সেটা কেউ দেখে না।🔹 মা হিসেবে আপনি ঘুম ঠিকভাবে পান না।🔹 সময়মতো খেতে পারেন না।🔹 নিজের শরীর বা মানসিক শান্তির দিকে ফিরেও তাকাতে পারেন না।আর সেই জায়গা থেকেই জন্ম নেয় স্ট্রেস, উদ্বেগ, ক্লান্তি, এবং অপরাধবোধ।আমাদের সমাজ ভুল করে যখন ভাবে,“ভালো মা” মানেই নিঃস্বার্থ, চিরধৈর্য, সবসময় হাসিখুশি।আমি বলি—ভালো মা মানে একজন যিনি নিজেকে বোঝেন, নিজের ক্লান্তি স্বীকার করেন, এবং নিজের যত্ন নিতে শিখছেন।তাই আজ যদি আপনি খুব ক্লান্ত থাকেন,আজ যদি আপনার মুখে হাসি না থাকে,আজ যদি আপনি একটু রাগ করে ফেলেন—তবুও আপনি একজন ভালো মা।🌿 নিজের প্রতি একটু দয়া রাখুন।🌿 যত্ন নিন নিজের ঘুম, খাবার, মনের।🌿 সময় লাগলে সাহায্য চান—এটা দুর্বলতা নয়, এটা সাহস।কারণ শিশুর সবচেয়ে বড় প্রয়োজন একটি সুস্থ, শান্ত মায়ের।আর সে মা হচ্ছেন আপনি। আপনি, যিনি চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন।Written by presented by picture by

06/08/2025

❤️

ওনাদের মত শিল্পী সব ঘরে ঘরে আছেন
06/08/2025

ওনাদের মত শিল্পী সব ঘরে ঘরে আছেন

সারাদিন কত বকাঝকা করি, কখনো কখনো রেগেও উঠি—নিজের চাপ, চিন্তা, আর ক্লান্তি যেন ওর ওপরই ঝরে পড়ে…কিন্তু যখন রাতে ঘুমিয়ে থাক...
03/08/2025

সারাদিন কত বকাঝকা করি, কখনো কখনো রেগেও উঠি—
নিজের চাপ, চিন্তা, আর ক্লান্তি যেন ওর ওপরই ঝরে পড়ে…
কিন্তু যখন রাতে ঘুমিয়ে থাকা এই নিষ্পাপ মুখটা দেখি,
মনে হয়—আমি কি ঠিক করলাম?
এই ছোট্ট মানুষটা তো শুধুই আমার ভালোবাসা চায়।
তখন নিজের ওপরই রাগ হয়, মনটা কেমন যেন ভারী হয়ে আসে।
এই মুখটা দেখলেই মনে পড়ে—আমি ওর পুরো পৃথিবী…
আর ও? ও তো নিখুঁত ভালোবাসা ছাড়া কিছুই জানে না। 🥺💔💤

মা-বাবা হওয়া সহজ নয়,
কিন্তু ওদের চোখে আমরা সব। 💕

Mashaa Allha
03/08/2025

Mashaa Allha

মা-বাবা হিসেবে আপনার মেয়ে সন্তানকে একটু বেশিই   সুখে রাখার চেষ্টা করবেন। কারণ, আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় ত...
31/07/2025

মা-বাবা হিসেবে আপনার মেয়ে সন্তানকে একটু বেশিই সুখে রাখার চেষ্টা করবেন। কারণ, আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে, হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না। সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না। তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।🥀🥀

আমার প্রতিদিন এর রুটিন
30/07/2025

আমার প্রতিদিন এর রুটিন

"আপনি ভাবলেন কি করে, যে আপনাকে মন থেকে ভালোবাসে না, সে আপনার সন্তানকে ভালোবাসবে?যার গাছই পছন্দ না, সে কীভাবে সেই গাছের ফ...
25/07/2025

"আপনি ভাবলেন কি করে, যে আপনাকে মন থেকে ভালোবাসে না, সে আপনার সন্তানকে ভালোবাসবে?
যার গাছই পছন্দ না, সে কীভাবে সেই গাছের ফল পছন্দ করবে?"

অনেক সময় আমরা ভুল করে ধরে নিই—
যারা আমাদের ‘আত্মীয়’, তারা নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায়।
কিন্তু সত্যিটা খুব কঠিন।
যে মানুষ আপনাকে দেখতে পারে না, আপনার হাসি সহ্য করতে পারে না—
সে কখনোই আপনার সন্তানের জন্য ভালো কিছু চাইবে না।

সন্তান তো আপনারই রক্ত-মাংস।
আপনার চোখ, আপনার স্বভাব, আপনার অস্তিত্ব গাঁথা তার মধ্যে।
আপনার প্রতি ঘৃণা যার মনে, সে সন্তানের ভালো চাইবে কেন?

হয়তো তারা সামনে এসে গায়ে হাত বুলিয়ে বলবে—
“আহারে বাচ্চাটা কত্তো মিষ্টি!”
কিন্তু পেছনে গিয়ে আপনার সন্তানের অনিষ্ঠ ই কামনা করবে।

এইসব মুখোশধারী মানুষদের থেকে সাবধান হোন।
কারণ এই ভুয়া ভালোবাসা আসলে বিষের মতো।
ধীরে ধীরে আপনার সন্তানকে ভুল বার্তা দেয়, ছোট করে, ভেতর থেকে ভেঙে ফেলে।আপনার সন্তানের অনিষ্ঠ ছাড়া তারা আর কিছুই চায় না এটা মাথায় রাখবেন

সন্তানকে যদি সত্যিকারের নিরাপদ রাখতে চান,
তাহলে তাকে এমন মানুষদের ছায়া থেকে দূরে রাখুন
যারা আপনাকেই ভালো চোখে দেখে না।

কারণ, যে গাছকে ঘৃণা করে—
সে কখনোই চায় না গাছটা ফল দিক।

22/07/2025

সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার কী জানেন?তা কোনো খেলনা, দামি জামা কিংবা আধুনিক শিক্ষা নয়।একজন সন্তানের জন্য সবচেয়ে বড়, ...
22/07/2025

সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার কী জানেন?
তা কোনো খেলনা, দামি জামা কিংবা আধুনিক শিক্ষা নয়।

একজন সন্তানের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান উপহার হলো—
✨ তার বাবা ও মায়ের মধ্যে ভালোবাসা, সম্মান আর সুস্থ সম্পর্ক। 💖
যেখানে বাবা-মা একে অপরকে শ্রদ্ধা করে, ভালোবাসে—
সেখানে সন্তান পায় নিরাপত্তা, ভালোবাসা, আর জীবনের মূল শিক্ষাগুলো। 🌱
এই সম্পর্কটাই তাকে আত্মবিশ্বাসী মানুষ হতে শেখায়,
যে মানুষটা পৃথিবীর যেকোনো ঝড় সামলাতে পারে মাথা উঁচু করে। 🌍🕊️

তাই যদি সত্যিই আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে চান—
তাহলে প্রথম উপহারটা হোক—
❤️ একটা ভালোবাসায় ভরা, শান্তিপূর্ণ পরিবার। 🏡🌸

22/07/2025

সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার কী জানেন?তা কোনো খেলনা, দামি জামা কিংবা আধুনিক শিক্ষা নয়।একজন সন্তানের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান উপহার হলো—✨ তার বাবা ও মায়ের মধ্যে ভালোবাসা, সম্মান আর সুস্থ সম্পর্ক। 💖যেখানে বাবা-মা একে অপরকে শ্রদ্ধা করে, ভালোবাসে—সেখানে সন্তান পায় নিরাপত্তা, ভালোবাসা, আর জীবনের মূল শিক্ষাগুলো। 🌱এই সম্পর্কটাই তাকে আত্মবিশ্বাসী মানুষ হতে শেখায়,যে মানুষটা পৃথিবীর যেকোনো ঝড় সামলাতে পারে মাথা উঁচু করে। 🌍🕊️তাই যদি সত্যিই আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে চান—তাহলে প্রথম উপহারটা হোক—❤️ একটা ভালোবাসায় ভরা, শান্তিপূর্ণ পরিবার। 🏡🌸

Cutie ❤️
23/12/2023

Cutie ❤️

Address

Chittagong

Telephone

+8801874942177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jinnat Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share