Deep Pain

Deep Pain https://www.facebook.com/minhazuddin.manik
প্রচুর ঘুরতে হবে,বিন্দাস লাইফ।আলহামদুলিল্লাহ www.facebook.com/minhazuddin.manik

মানুষ ভালোবাসার জন্য তুরস্ক থেকে চলে আসে আর তুমি ৩০কি.মি দূর  থেকে আসতে পার না প্রিয় 🙂
08/11/2024

মানুষ ভালোবাসার জন্য তুরস্ক থেকে চলে আসে আর তুমি ৩০কি.মি দূর থেকে আসতে পার না প্রিয় 🙂

26/10/2024

শিল্পী আকিব

23/10/2024

ক্ষমতা হোক দায়িত্বের দড়িতে
বাধাঁ।দু'হাত,দু'পা বিবেকের ও শান্তির পথ চলা। প্রতিনিধিত্ব হোক পবিত্রতার
প্রতিচ্ছবিতে ঘেড়া।মনের উধারতা নিয়ে গিয়ে নিয়ে যাওয়া। নেতা হোক
ন্যায় নীতিতে সমৌজ্জল।অন্যায় কে মাথায় না তুলার মতো। নির্দেশণা
হোক বিবেদ আর বৈষম্যহীন। দল হোক
দেশের স্বপক্ষে। রাজনীতি হোক
উন্নয়নমুখী_____
আমরাও উন্নয়নের মহা সড়কে আবদ্ধ
হতে চাই, একটি সুন্দর ও সফল রাষ্ট্র
প্রতিষ্টার লক্ষ্যে।যারা দ্বারা জাতির কল্যান সাধিত হয়।

14/09/2024

স্মৃতিগুলোকে যদি কোথাও ছুঁড়ে দিতে পারতাম!
তাহলে হয়তো স্বস্তিতে দিনগুলো কাটতো ।
স্মৃতিগুলো আজ আমাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে রেখেছে ।
আমি শ্বাস -প্রশ্বাসেও হিমশিম টের পায়,
অথচ একটা সময় ছিল কতো আনন্দের,
সে কতো যে মধুর মুহুর্ত ..........
আজ আহত পাখির মতো ঘুরেফিরে যাচ্ছে হৃদয়পটে!
আজ আমি এমন এক অবস্থায় আছি,
তোমার সাথে কাটানো অল্প কিছু স্মৃতিময় দিনগুলো কাউকে বলতে পারছি না।

কথা ছিল ............
দূরে থেকেও জীবনে সবকিছুই দু’জনে ভাগাভাগি করে নিবো,
কিন্তু ............
আজ আমি কেনো একা ভাগাভাগি করবো,
বলো???
তুমি যদি আজ শান্তিতে থাকো,
তাহলে আমাকেও বলে দাও শান্তিতে থাকার সূত্র?
তুমি যদি আর নাই আসো,
তাহলে তোমার স্মৃতিগুলো নিয়ে অন্তত আমাকে মুক্তি দাও।
সময়:-১৪/৯/২০২৪

২৫ আগস্ট ২০২৪ রবিবার সকালবেলা হতে দিনব্যাপী:চিকিৎসা ক্যাম্প: ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুন্দরপুর নাজির আলি মসজিদ ও মাদরাসা ...
25/08/2024

২৫ আগস্ট ২০২৪ রবিবার সকালবেলা হতে দিনব্যাপী:
চিকিৎসা ক্যাম্প: ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুন্দরপুর নাজির আলি মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ সহায়তা কার্যক্রম।

ব্যবস্থাপনায়: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডার শরিফ।

ক্যাম্প: সুয়াবিল বারমাসিয়া উচ্চ বিদ্যালয়বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ সহায়তা কার্যক্রম।...
25/08/2024

ক্যাম্প: সুয়াবিল বারমাসিয়া উচ্চ বিদ্যালয়
বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ সহায়তা কার্যক্রম।

আয়োজনে: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।

 #বন্যার্তদের জন্য দুপুরের রান্না করা খাবারের প্রস্তুতি 🌐 হককুল ইবাদ💠 মাইজভাণ্ডার দরবার শরিফ 'গাউসিয়া হক মনজিল' প্রতিষ্ঠ...
25/08/2024

#বন্যার্তদের জন্য দুপুরের রান্না করা খাবারের প্রস্তুতি

🌐 হককুল ইবাদ
💠 মাইজভাণ্ডার দরবার শরিফ 'গাউসিয়া হক মনজিল' প্রতিষ্ঠিত 'মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ' এর ব্যবস্থাপনায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফটিকছড়ি অঞ্চলের বন্যায় উপদ্রুত পানিবন্দি মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি।

রাত ১২: 25 মিনিটপূর্ব মন্দাকিনীর শেষ প্রান্তের বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন দিচ্ছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক ক...
24/08/2024

রাত ১২: 25 মিনিট
পূর্ব মন্দাকিনীর শেষ প্রান্তের বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন দিচ্ছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সেবক টিম।

রাত ১১: ৩০ মিনিটবারমাসিয়া সিকদার পাড়ার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সেবক...
24/08/2024

রাত ১১: ৩০ মিনিট
বারমাসিয়া সিকদার পাড়ার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সেবক টিম।

সুয়াবিলের বেতুয়ারকুল ও টেকের দোকান এলাকায় ত্রাণ বিতরণ করছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সেবক টিম।
24/08/2024

সুয়াবিলের বেতুয়ারকুল ও টেকের দোকান এলাকায় ত্রাণ বিতরণ করছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সেবক টিম।

Address

Gopal Ghata, Fatikchhari
Chittagong
4353

Telephone

+8801821565197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deep Pain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deep Pain:

Share

Category