
19/04/2025
গ্রাফিক্স ডিজাইন শিখানো হয়, ২ মাস পর সরকারিভাবে সার্টিফিকেট দেয়া হয়।
বর্তমান বিশ্বে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অসীম। গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে । কারখানায় কোন পণ্য তৈরির আগে সেটি দেখতে কেমন হবে সেটির ডিজাইন করে থাকে একজন গ্রাফিক্স ডিজাইনার । এছারাও বিভিন্ন প্রয়োজনীয় কাজ যেমন ; প্যাটার্ন , আইডি কার্ড , বিজনেস কার্ড , ফোটো রিটাচ ইত্যাদি কাজ গুলো একজন গ্রাফিক্স ডিজাইনার দ্বারা সম্পাদিত হয়ে থাকে ।
তাই একজন ভাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে চাকরির পিছনে আপনার ঘুরতে হবেনা । দক্ষতা অর্জন করতে পারলে চাকরি আপনাকে খুজে নিবে । মার্কেট প্লেস গুলোতে গ্রাফিক্স ডিজাইনার দের অনেক চাহিদা রয়েছে । তাই ঘরে বসে ফ্রিলান্সিং করেও অনেক টাকা ইনকাম করা সম্ভব ।
✳️ উক্ত গ্রাফিক্স ডিজাইন কোর্সের পাঠ্যসূচিতে যেসব ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছেঃ
🟪 অ্যাডোব ফটোশপ-
💢 টুলস
💢 ল্যান্ডস্কেপ আর্ট
💢 ক্লিপিং মাস্ক
💢 বিজনেস কার্ড
💢 ফটো রিটাচ
🟪 অ্যাডোব ইলাস্ট্রেটর
💢 ব্যানার
💢 ভিজিটিং কার্ড
💢 লোগো ডিজাইন
💢 ভেক্টর
💢 টি-শার্ট ডিজাইন