
01/08/2023
জিপিএ ৫ পেয়েছেন ৩৩ জন এসএসসিতে চাঁদগাওয়ে সাফল্যের শীর্ষে সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয়। চাদগাঁও থানার একমাত্র বালক বিদ্যালয় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রতিষ্ঠিত সানোয়ার ইসলাম বালক প্রতিবারের মতো এবারও প্রায় শতভাগ পাস সহ ৩৩- জন জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল মনছুর চৌধুরী বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জাহেদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে সার্বিক তত্ত্বাবধান ও নিয়মিত তদারকির ফলে সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয় এবারও ভালো ফলাফল লাভ করেছে। ২০২৩ সালে ১৩৯ জন শিক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে মোট ৬৭ জন মধ্যে ২৯ জন জিপিএ-৫, ৩৫ জনে ৩ জন। এ মাইনাসসহ শতভাগ পাস করেছে। এ ছাড়া মানবিক বিভাগে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ পেয়েছে ২৭ জন এবং এ সাইনাস পেয়েছে ৩৮ জন।