
09/06/2025
যেখানে আপনার মূল্য নেই, অসম্মানিত হতে হয় না চাইলেও টক্সিক মানুষগুলোর সামনে বার বার আসতে হয়, যারা আপনাকে ছোট করার জন্য বারবার ওদের লেভেলে নিয়ে দাঁড় করায়,,,, চোখ বন্ধ করে সে মানুষগুলো থেকে সরে আসুন।
গুরুত্বের বোঝাপড়া না হলে দূরত্ব বাড়িয়ে তুলুন।
নিজেকে সবসময় সস্তা ও সহজ লভ্য করবেন না।
আপনার নিজেকে আগে নিজের ভালবাসতে হবে, সম্মান করতে হবে, নিজের সাথে নিজের বোঝা পড়াটা সঠিক হতে হবে।
সব সময় আবেগ দিয়ে নয় বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন।
দিন শেষে জীবন খুব সুন্দর। আলহামদুলিল্লাহ।