
01/08/2025
🌙 রাতের নিঃশব্দে প্রার্থনা...
اللّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ، وَعَمَلِي مِنَ الرِّيَاءِ
🕋 বাংলা অনুবাদ:
হে আল্লাহ! আমার অন্তরকে নিফাক (কপটতা) থেকে এবং আমার আমলকে রিয়া (লোক দেখানো) থেকে পবিত্র করুন।
🤲 একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হোক আমাদের সব কাজ ও ইবাদত।
নেক আমলের পেছনে যেন থাকে শুধুই খালিস নিয়ত।
🕌 চলুন, আমরা নিজেদের অন্তর পরিশুদ্ধ করি এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করি।
#ইসলামিকদোয়া #নেকআমল #রিয়ারচেয়ে_নিয়ত_শুদ্ধ #আল্লাহকে_ভালোবাসি