Arfat Gallery

Arfat Gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arfat Gallery, Digital creator, hathazari, Chittagong.

20/03/2025

তাদের কথাগুলোর উত্তর ১৪'শ বছর আগে দেওয়া শেষ..!!
তারা হ^`ত্য|****ক|রী..💔

27/08/2024

দশ বছর কান্না করার পর আল্লাহ দিয়েছিল পুত্র।
উদ্ধার করতে গিয়ে দেখি ভেসে আছে কাতল মাছের মতো।
~ফেনির এক বাবা

24/08/2024

assalamualaikum

28/01/2024
☘️ নব তরুণ ব্লাড ব্যাংক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-(2023)☘️🔺এই শীতের দিনে কত মানুষই ছুটে যাবে শীতবস্ত্র কেনার জ...
05/12/2023

☘️ নব তরুণ ব্লাড ব্যাংক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-(2023)☘️

🔺এই শীতের দিনে কত মানুষই ছুটে যাবে শীতবস্ত্র কেনার জন্যে,কিন্তূ যে দিন এনে দিন খায়,নুন আনতে পান্তা ফুরায় সে কি করবে!‼️

সেই উদ্দেশ্যকে সামনে রেখে অসহায় দরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।

নব তরুণ ব্লাড ব্যাংক পরিবারের সদস্য,উপদেষ্ঠা মন্ডলি ও শুভাকাঙ্ক্ষী সহ সকল শ্রেণি পেশার মানবিক ভাইদের সার্বিকভাবে সহযোগিতায় এগিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

"Revenge of Nature" বলতেও কিছু নেই👎যারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কে...
03/12/2023

"Revenge of Nature" বলতেও কিছু নেই👎

যারা কপালে করে সুখ নিয়ে এসেছে, তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়েই যাক না কেন, দিনশেষে তারা অনেক ভালো & সুখেই থাকে🙂
আর, যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন, দিনশেষে তারাই বারবার ঠকে,কষ্ট পায়🙂

03/12/2023

😍😍😍যারা নিয়মিত রক্ত দানে আগ্রহী তারা দৈনন্দিন খাবার তালিকায় যা রাখবেন।😍😍😍
👉বেশি বেশি ডাব খাওয়ার চেষ্টা করবেন।
👉বেশি বেশি রশ জাতীয় ফ্রূট খাবেন, বিশেষ করে মালটা।
👉পুষ্টিকর খাবার খাবেন,বিশেষ করে ছোট মাছ।
শাক-সবজি বেশি খাবেন, বিশেষ করে লাল শাক।
👉সর্বশেষ পরিমিত পানি পান করবেন।
👉প্রতিদিন খাবার তালিকায় একটি করে সিদ্ধ ডিম অবশ্যই রাখতে হবে।
👉পরিমান মতো ঘুম ঠিক রাখার চেষ্টা করি এবং চার মাস এর অন্তর না হওয়ার আগে রক্ত বিনিময় করার চেষ্টা না করি।
#আমাদের_জীবনের_প্রতিটাপদক্ষেপ_ই_হোক_মানবকল্যাণের_নামান্তর

02/12/2023

৯ টা ৩৮ মিনিট এ ভূমিকম্প।😥

মহান বীর দেশ ও জনগণের সেবক রক্ত যোদ্ধা মানবতার ডাকে সাড়া দিয়ে প্রিয় MD Ebrahim khalil ভাইয়ের ২ তম বারের মতো ( A+ পজেটিপ ...
01/12/2023

মহান বীর দেশ ও জনগণের সেবক রক্ত যোদ্ধা মানবতার ডাকে সাড়া দিয়ে প্রিয় MD Ebrahim khalil ভাইয়ের ২ তম বারের মতো ( A+ পজেটিপ ) লাল ভালোবাসা উপহার দিলেন।

30/11/2023

#আপনি_কি_জানেন?

আপনাদের কারণে আজ থ্যালাসেমিয়া শিশু টি বেঁচে থাকার স্বপ্ন দেখে। আপনাদের কারণেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিটি রঙিন স্বপ্ন দেখে, আপনাদের কারণে সম্ভাব্য ডেলিভারি মা-বোন নিশ্চিন্তে থাকে। যারা নিজেদের টাকা খরচ করে-নিজের মূল্যবান সময় নষ্ট করে কোনো না কোনো রোগীর জীবন বাঁচাতে রক্ত ম্যানেজ করে দিচ্ছেন।

সকল রক্তযোদ্ধাদের জানাই স্যালুট আপনি প্রত্যেক টা রোগীর কাছে স্বপ্নের হিরো, নিঃস্বার্থে ও স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে যারা জড়িয়ে আছেন আপনাদের জন্য অপরিসীম ভালোবাসা ও শুভকামনা।

বেঁচে থাকুক মানবতা জয় হোক রক্তদাতারা

মানুষ লৌকিকতায় ব্যস্ত, ফেসবুকে স্বামী স্ত্রীর পারসোনাল মোমেন্ট শেয়ার না করলে শান্তি পায় না, বউয়ের সৌন্দর্য মানুষকে দেখাত...
29/11/2023

মানুষ লৌকিকতায় ব্যস্ত, ফেসবুকে স্বামী স্ত্রীর পারসোনাল মোমেন্ট শেয়ার না করলে শান্তি পায় না, বউয়ের সৌন্দর্য মানুষকে দেখাতেই হবে । আপনাদের দেখে কেউ বরকতের দুয়া করে না । কমেন্টে ওয়াও নাইছ ইত্যাদি লিখে আর মজা নেয়। মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে ।
কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায় ।
অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায় ।
খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয় ।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর । কেননা নজরের প্রভাব সত্য।’ [ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮]

বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। [মুসলিম, হাদিস : ৫৫১২]

Address

Hathazari
Chittagong
5832

Alerts

Be the first to know and let us send you an email when Arfat Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arfat Gallery:

Share