
16/08/2025
রিসেন্ট ইস্যু😥😥😥কেয়া মা**র কেস😥😥
আমি বলবো কেয়ার স্বামী সিফাতের কোন দোষ নাই। দোষ হচ্ছে কেয়ার বাবা মায়ের😡😡। এই খুন একদিনের ঝগড়ায় হয়নি,,তার আগে বহুবার ঝগড়া, মিমাংসা, মানিয়ে নেয়া,মেনে নেয়া এই সব কষ্টের সিড়িগুলো কেয়াকে নিশ্চয় পার করতে হয়েছে😥😥
তখন বাবা মা কোথায় ছিলো। কেন একটা মেয়েকেই সব মেনে নিতে হবে? কেন শুধু একটা মেয়েই সব মানিয়ে নিবে। এই অসুস্থ চিন্তা ধারার জন্য ই আজকে কেয়া নেই।
শুধু কি কেয়া,,,কেয়ার মত এ রকম হাজার হাজার কেয়া প্রতিদিন খুন হচ্ছে। আমি মনে করি এগুলোর জন্য বাবা মাই দায়ী।
মেয়ে বিয়ে দিয়ে কিছু কিছু বাবা মায়েরা একদম গা ছেড়ে দেয়😡😡😡মনে করে দ্বায়িত্ব শেষ। আরে মেয়ে বিয়ে দিলে দায়িত্ব শেষ হয়না আমি তো মনে করি মেয়ে বিয়ে দিলে দায়িত্ব আরো বাড়ে।
বাবা মায়েরা আরো সতর্ক হওয়া উচিত। মেয়েকে যদি শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে হয় তাহলে এ রকম সংসার দরকার নেই।
সংসারে ঝামেলা, স্বামী স্ত্রী ঝগড়া এগুলো থাকবে,,তবে এগুলোর সাথে কেউ অত্যাচার কে এক চোখে দেখবেন না,, ঝগড়া আর অত্যাচার এক জিনিস না।
যে ঝগড়া স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিটাতে পারে না,, বাহিরের লোক লাগে সমাধানের জন্য তাহলে মনে রাখবেন সেটা আর সংসার থাকে না।