Organic Beauty by nishi

Organic Beauty by nishi মেকআপ রিলেটেড সব ডিটেলস জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

রিসেন্ট ইস্যু😥😥😥কেয়া মা**র কেস😥😥আমি বলবো কেয়ার স্বামী সিফাতের কোন দোষ নাই। দোষ হচ্ছে কেয়ার বাবা মায়ের😡😡। এই খুন একদিনের ...
16/08/2025

রিসেন্ট ইস্যু😥😥😥কেয়া মা**র কেস😥😥
আমি বলবো কেয়ার স্বামী সিফাতের কোন দোষ নাই। দোষ হচ্ছে কেয়ার বাবা মায়ের😡😡। এই খুন একদিনের ঝগড়ায় হয়নি,,তার আগে বহুবার ঝগড়া, মিমাংসা, মানিয়ে নেয়া,মেনে নেয়া এই সব কষ্টের সিড়িগুলো কেয়াকে নিশ্চয় পার করতে হয়েছে😥😥
তখন বাবা মা কোথায় ছিলো। কেন একটা মেয়েকেই সব মেনে নিতে হবে? কেন শুধু একটা মেয়েই সব মানিয়ে নিবে। এই অসুস্থ চিন্তা ধারার জন্য ই আজকে কেয়া নেই।
শুধু কি কেয়া,,,কেয়ার মত এ রকম হাজার হাজার কেয়া প্রতিদিন খুন হচ্ছে। আমি মনে করি এগুলোর জন্য বাবা মাই দায়ী।
মেয়ে বিয়ে দিয়ে কিছু কিছু বাবা মায়েরা একদম গা ছেড়ে দেয়😡😡😡মনে করে দ্বায়িত্ব শেষ। আরে মেয়ে বিয়ে দিলে দায়িত্ব শেষ হয়না আমি তো মনে করি মেয়ে বিয়ে দিলে দায়িত্ব আরো বাড়ে।
বাবা মায়েরা আরো সতর্ক হওয়া উচিত। মেয়েকে যদি শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে হয় তাহলে এ রকম সংসার দরকার নেই।
সংসারে ঝামেলা, স্বামী স্ত্রী ঝগড়া এগুলো থাকবে,,তবে এগুলোর সাথে কেউ অত্যাচার কে এক চোখে দেখবেন না,, ঝগড়া আর অত্যাচার এক জিনিস না।
যে ঝগড়া স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিটাতে পারে না,, বাহিরের লোক লাগে সমাধানের জন্য তাহলে মনে রাখবেন সেটা আর সংসার থাকে না।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
08/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

30/07/2025

এখন যে পরিমাণ ডিভোর্স হয় আগে এ রকম ছিলো না। আগের মেয়েরা ছিলো ঘর বন্ধি আর এখন মেয়েদের যোগ্যতা আছে তাই এখন আর মুখ বুঝে কেউ মেনে নেয় না।

29/06/2025

゚viralシfypシ゚

12/02/2025

পিকনিক

12/01/2025

গ্যাস ছাড়া দুইদিন🫡🫡

12/01/2025

আম ফুলে ঘ্রাণ 🙂🙂

কি করলো শাড়িটারে😡😡😡জামদানী শাড়ী আমাদের দেশের ঐতিহ্য। আর সে ইজ্জত ডুবাই দিলো😡😡😡শাড়ী একজন নারীর খুব ভালোবাসার একটা জিনিস, ...
04/12/2024

কি করলো শাড়িটারে😡😡😡
জামদানী শাড়ী আমাদের দেশের ঐতিহ্য। আর সে ইজ্জত ডুবাই দিলো😡😡😡
শাড়ী একজন নারীর খুব ভালোবাসার একটা জিনিস, কম বেশি আমরা সবাই শাড়ি পছন্দ করি, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন স্টাইলে শাড়ি পরি যেমন : ঢালা, লেহেঙ্গা স্টাইল, নরমাল কুচি শাড়ি ইত্যাদি।
কিন্তু এ স্টাইলের শাড়ি বাপ দাদা চোদ্দ গুষ্টির আমলে ও কেউ পরেনি। এভাবে শাড়ি পরে সে শাড়ির অপমান করেছে। 😡😡😡😡
সবার প্রথম আমরা বাঙালি, সে একজন বাংলাদেশী।
আমাদের কালচার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছে।
ওয়েস্টার্ন পড়ে সব ওপেন থাকুক কিংবা বিকিনি দেখাক তাতে আমার কিংবা আমাদের কোন সমস্যা নাই, কোন কিছু যাবে আসবে না কিন্তু সে গোটা নারী জাতির ইমোশনে আঘাত করেছে,,,
আমি দৃঢ়তার সাথে, তার এমন স্টাইল এ শাড়ী পড়াকে প্রতিবাদ করলাম। আমি মুক্ত চেতনার মানুষ তবে এতটা নয় যে নোংরামি কে বাহ বাহ দিবো।

এটলিস্ট আমার দেশের ঐতিহ্য কে এত ছোট করার অধিকার তার নেই।

30/11/2024

আসলেই শৈশব টা এখন খুব মিস করি😢

গরুর মাংস খাওয়া গরীবের জন্য একটা স্বপ্ন।  চাইলেই কিন্তু গরীব মানুষ গরুর মাংস খেতে পারে না, আর তাদের স্বপ্ন টা স্বপ্নই থে...
03/11/2024

গরুর মাংস খাওয়া গরীবের জন্য একটা স্বপ্ন। চাইলেই কিন্তু গরীব মানুষ গরুর মাংস খেতে পারে না, আর তাদের স্বপ্ন টা স্বপ্নই থেকে যায় কিন্তু এবার স্বপ্ন শপ নিয়ে এলো গরীবের গরুর মাংস খাওয়ার স্বপ্ন পূরণের উদ্যোগ। 😊😊😊😊
আমার কাছে ব্যপার টা ভালোই লেগেছে।

28/10/2024

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Beauty by nishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share