Afrin Niaz

Afrin Niaz Be happy for this moment !! This moment is your life
(1)

Our promise is that we will bring you only the best and most innovative products, and the most up-to-date skincare trends, tips and tricks .

একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঘরটা 🌸গুছানোর সময় পুরনো কিছু জিনিস বের হচ্ছে—কিছু ছবি, কিছু ছোটখাটো স্মৃতি। মজার লাগে, কত কি...
24/09/2025

একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঘরটা 🌸

গুছানোর সময় পুরনো কিছু জিনিস বের হচ্ছে—কিছু ছবি, কিছু ছোটখাটো স্মৃতি। মজার লাগে, কত কিছু জমে থাকে অজান্তে।

সবকিছু একদিনে হয়ে যায় না—জীবনও যেমন একদিনে গোছানো যায় না।
আজ একটা শেলফের ধুলো ঝেড়ে রাখলাম, কালকে হয়তো কাপড়ের আলমারি ঠিক করবো।
ছোট ছোট বদলগুলো মিলে ধীরে ধীরে ঘরটা যেন আবার নিঃশ্বাস নিতে শিখছে। 🌿✨

গুছানোর সময় মনে হলো, জীবনের গুছিয়ে নেওয়াও আসলে এমনই।
একটু সাহস, একটু ধৈর্য, আর একটু সময় দিলে অগোছালো দিনগুলোও একসময় সুন্দর হয়ে ওঠে💕

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
23/09/2025

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

I will cherish this home always… it holds countless memories close to my heart !!!💕Even as life moves on and new places ...
11/09/2025

I will cherish this home always… it holds countless memories close to my heart !!!💕

Even as life moves on and new places await, this house will forever live inside me. Because memories don’t stay in walls—they stay in the heart. And this heart will always whisper back, "This was home."🫶

পুরানো বাসা ছেড়ে নতুন বাসায় ওঠা—শুনলেই যেন মনে হয়, এ এক উচ্ছ্বাসের যাত্রা।নতুন দরজায় প্রথমবার চাবি ঘোরানোর মুহূর্তে যে ত...
22/08/2025

পুরানো বাসা ছেড়ে নতুন বাসায় ওঠা—শুনলেই যেন মনে হয়, এ এক উচ্ছ্বাসের যাত্রা।
নতুন দরজায় প্রথমবার চাবি ঘোরানোর মুহূর্তে যে তাজা গন্ধ, নতুন বারান্দা থেকে প্রথমবার আকাশের দিকে তাকানো, খালি ঘরে পায়ের শব্দে যে হালকা প্রতিধ্বনি—সব মিলিয়ে মনে হয়, জীবন যেন একদম নতুন খাতা খুলে দিয়েছে।

কিন্তু… নতুন খাতায় লিখতে বসার আগেই মনটা হঠাৎ ঘুরে যায় পুরোনো পাতাগুলোর দিকে।
মনে পড়ে, পুরোনো বাসার সেই বারান্দা—যেখানে ভোরবেলায় চায়ের কাপে ধোঁয়া উড়তো, আর সন্ধ্যায় আলো-অন্ধকারের খেলায় শহরটাকে অন্য রঙে দেখা যেত।
মনে পড়ে, বৃষ্টির দিনে জানালার পাশে বসে চুপচাপ জল পড়ার শব্দ শোনা, বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় গল্প আর হাসিতে ভরা রাতগুলো।
আর সেই দেয়াল—যেখানে হয়তো ছোট ছোট আঁচড় লেগে ছিল, তবুও সেখানে জমে ছিল আমাদের প্রতিটা দিনের গল্প।

বাসা বদল মানে ঠিকানা বদল, কিন্তু স্মৃতির তো কোনো ডাকঘর নেই।
ওরা থেকে যায়—মনের গোপন ঘরে, ছবির অ্যালবামে, আর মাঝে মাঝে হঠাৎ পাওয়া গন্ধে বা সুরে।
নতুন বাসা যতই সুন্দর হোক, পুরোনো বাসার সেই নরম, উষ্ণ স্মৃতিগুলো সবসময়ই হৃদয়ের কোণে আলতো করে টান দিয়ে যায়… ঠিক যেন বলে ওঠে,
“আমরা কিন্তু এখানেই আছি।”

মানুষের জীবনে “উপকার” করা একটা খুবই সুন্দর আমল। আমরা যখন কারো জন্য কিছু করি—একটা ছোট সহায়তা, একটা দোয়া, বা কোনো প্রয়োজনে...
18/08/2025

মানুষের জীবনে “উপকার” করা একটা খুবই সুন্দর আমল। আমরা যখন কারো জন্য কিছু করি—একটা ছোট সহায়তা, একটা দোয়া, বা কোনো প্রয়োজনে পাশে দাঁড়াই—সেই কাজ আল্লাহর কাছে গুণ হিসেবে জমা হয়। আল্লাহ কাউকে তাঁর পথে করা কোনো আমলের প্রতিদান কখনোই বৃথা যেতে দেন না।

কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন আমরা নিজের উপকারকে শর্ত বানাই।
মানে—
“আমি তো তোমার জন্য এটা করেছি, তাই তোমাকে আমার কথাই মানতে হবে।”
“আমি তোমার উপকার করেছি, তাই তুমি সবসময় আমার ইচ্ছামতো চলবে।”

তখন সেই উপকারটা আর নিখুঁত থাকে না, বরং লেনদেনের মতো হয়ে যায়।

👉 উপকার যদি আল্লাহর জন্য হয়, তবে তার পুরস্কার শুধু তাঁর কাছেই আশা করতে হবে।
👉 উপকার যদি মানুষের প্রশংসা বা নিয়ন্ত্রণের জন্য হয়, তবে তার ভেতর থেকে “নেক আমল”-এর সৌন্দর্য হারিয়ে যায়।

শেষকথা হলো—
“উপকার মানে কারো জীবনকে সহজ করা, তার উপর মালিকানা দাবী করা নয়।
যে উপকার শর্তহীন হয়, সেটাই আল্লাহর কাছে কবুল হয়।”

জীবনে সবসময় কিছু মানুষ বলবে—“I’m your well-wisher.”কিন্তু যখন তুমি সত্যিই কোনো সফলতা পাও, তখন তাদের চোখেই লুকিয়ে থাকে আস...
16/08/2025

জীবনে সবসময় কিছু মানুষ বলবে—
“I’m your well-wisher.”

কিন্তু যখন তুমি সত্যিই কোনো সফলতা পাও, তখন তাদের চোখেই লুকিয়ে থাকে আসল উত্তর।

শব্দ দিয়ে তারা কখনো প্রকাশ করবে না—
কোনো সরাসরি হিংসা, কোনো অপমান, কিছুই না।
কিন্তু তাদের চোখে-মুখে পড়ে যায়— একটা চাপা অস্বস্তি ,
No direct jealousy, no words…
just একটা forced smile, awkward silence,
আর চোখের এক ঝিলিক—
সব clearly announce করবে—
“তোমার growth আমি accept করতে পারছি না।”

কষ্টের হলেও—this is reality.
Not everyone will celebrate you,
not everyone will be proud of you.

So remember—
True well-wishers will glow in your happiness 🌿✨
And the rest?
Let their expressions be your motivation😊

বাইরে যাওয়া, অনেক মানুষের মাঝে থাকা, hangout-plans—এইসব কিছুর সাথে আমার সবসময় একটা distance ছিল।আমি একদম introvert না,...
08/08/2025

বাইরে যাওয়া, অনেক মানুষের মাঝে থাকা, hangout-plans—এইসব কিছুর সাথে আমার সবসময় একটা distance ছিল।
আমি একদম introvert না, but একটা point এর পর আমার মন চায় নিজের জায়গায় ফিরে যেতে—in my own quiet little shell.

ছোটবেলা থেকেই I was a bit different.
বন্ধু ছিল, আছে, গল্প-আড্ডা ভালো লাগত,
but regular outing, constant crowd, everyday plan-making—never really felt like “me”.

আর যেদিন থেকে আমার মেয়ে এসেছে,
life টা যেন পুরোই বদলে গেল।
একটা সময় literally আমি নিজেকে গুটিয়ে ফেলেছিলাম।
Not out of sadness or isolation, but because I found a strange kind of peace in that quietness.

মনে আছে—অনেক রাতে ওকে ঘুম পাড়িয়ে, আমি নিজের সঙ্গে কথা বলতাম।
সবাই যখন ঘুরতে যায়, plan post করে, stories দেয়—
মনেমনে ভাবতাম, “Am I missing out?”

কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখলাম—
আমার শান্তি যেখানে, আমার ভালো লাগার জায়গা ও সেখানেই।
Not everyone needs the same kind of life to feel alive.

একটা সময় ছিল যখন নিজেকে একটু আলাদা, একটু disconnected মনে হতো।
But now, I completely own that version of me.

Yes, আমি খুব বেশি বাইরে যাই না।
Yes, আমার পৃথিবীটা আমার মেয়ে, আমার ছোট ছোট routine, আর আমার কিছু quiet passion-এর ভেতরেই আবদ্ধ।

And this version of life—simple, soft, slow, soulful—
I wouldn’t trade it for anything else.

With the famous beautiful one of my favorite makeup artist Beyond Beauty Natasha🥰❤️
04/12/2024

With the famous beautiful one of my favorite makeup artist Beyond Beauty Natasha🥰❤️

Address

Mehedibag
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin Niaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afrin Niaz:

Share

Our Story

Our promise is that we will bring you only the best and most innovative products, and the most up-to-date skincare trends, tips and tricks .