Afrin Niaz

Afrin Niaz Be happy for this moment !! This moment is your life
(1)

Our promise is that we will bring you only the best and most innovative products, and the most up-to-date skincare trends, tips and tricks .

মিলনের ছন্দে সে আপনও রঙ্গে সেরঙ্গিয়েছো যে কোন মায়ায়আলো আঁধারিতে মনের ও জোনাকিছুটে চলে যে তার এই ছায়ায় এ মন জানে শুধু তোম...
19/10/2025

মিলনের ছন্দে সে আপনও রঙ্গে সে
রঙ্গিয়েছো যে কোন মায়ায়

আলো আঁধারিতে মনের ও জোনাকি
ছুটে চলে যে তার এই ছায়ায়

এ মন জানে শুধু তোমারই রং
এ মন জানে শুধু তোমারই গান

তুমি রঙ বোঝো, আমি শব্দ বোঝি। আমরা একসাথে হলে হয়তো একটা গল্প লিখে ফেলতে পারি— যেখানে রঙেরও সুর থাকবে !!!💕

এই ছোট্ট বারান্দাটাই এখন আমার therapy corner🍂🍃
16/10/2025

এই ছোট্ট বারান্দাটাই এখন আমার therapy corner🍂🍃

আমি মনে করি—নিজের mind peace রাখার জন্য সবচেয়ে important জিনিস হলো Boundaries।আমি শিখেছি—সব জায়গায় থাকা দরকার নেই, আর সব...
15/10/2025

আমি মনে করি—নিজের mind peace রাখার জন্য সবচেয়ে important জিনিস হলো Boundaries।
আমি শিখেছি—সব জায়গায় থাকা দরকার নেই, আর সব conversation-e involve হওয়াও দরকার নেই।

Toxic মানুষের energy subtle ভাবে আমাদের mood আর mental calmness কে affect করে। প্রথমে হয়তো harmless মনে হয়, কিন্তু ধীরে ধীরে তাদের gossip, complain আর negativity আমাদের thoughts-ও pollute করে।

তাই আমি এখন consciously ঠিক করে নিয়েছি—where to give my time and energy, আর কোথায় না।
কোনো gossip আমার কাছে attractive লাগে না, আর যারা এই বিষয়ে busy থাকে, তাদেরকে আমি খুব সুন্দরভাবে avoid করি।

কারণ আমার life-এ একটাই goal—peaceful থাকা, positive থাকা, আর নিজের growth-e focus করা। 🌿💛

এই page টা আমার একদম নিজের passion দিয়ে শুরু করা।একটা সময় শুধু ইচ্ছা ছিল — নিজের ভালো লাগাগুলো, creative কাজগুলো আর ছো...
13/10/2025

এই page টা আমার একদম নিজের passion দিয়ে শুরু করা।
একটা সময় শুধু ইচ্ছা ছিল — নিজের ভালো লাগাগুলো, creative কাজগুলো আর ছোট ছোট ভাবনাগুলো share করব এমন একটা জায়গা তৈরি করার। তখন জানতাম না যে একদিন এই page টা আমার জীবনের এতটা important অংশ হয়ে উঠবে।

আজ যখন দেখি — এই ছোট্ট page টা monetization পেয়েছে,
মনটা যেন একটু থেমে যায় কৃতজ্ঞতায়। 🌸
এটা হয়তো খুব বড় achievement না,
কিন্তু আমার জন্য এটা প্রমাণ —
যে ভালোবাসা দিয়ে করা কাজ একদিন না একদিন ফল দেয়ই।

এই journey টা একা কখনো possible হত না।
প্রতিবার যখন কেউ একটা like, comment বা share করে, আমি সত্যিই feel করি— কেউ না কেউ এই content টা মন থেকে connect করেছে। আর সেই connection টাই আমার biggest reward। 🌸

তাই আজকে শুধু একটা কথা বলতে চাই —
যারা এতদিন পাশে ছিলে, ধন্যবাদ।
আর যারা নতুন, তোমরাও এই পরিবারের অংশ হয়ে যাও।
Like, follow & share করে inspire করো, কারণ তোমাদের প্রত্যেকটা support আমার পরের creation এর পেছনে একটা নতুন উৎসাহ যোগায়।

Thanks to all of you — তোমরা ছাড়া এই journey টা possible হতো না! 🫶

11/10/2025

Cooking may not be my passion, but I pour my love into every meal for my family💕

Life সবসময় easy না…কখনো সব কিছু blur লাগে, কখনো মনে হয়—nothing’s working out.তবু মন চায়, সব কিছুর মাঝেও সুন্দর কিছু খুঁজ...
09/10/2025

Life সবসময় easy না…
কখনো সব কিছু blur লাগে, কখনো মনে হয়—nothing’s working out.
তবু মন চায়, সব কিছুর মাঝেও সুন্দর কিছু খুঁজে নিতে।

Life টা আসলে সহজ সরল মনে করতে পারাটা খুব tough…
কারণ everyday আমরা stress, expectation আর comparison এর মধ্যে ঘুরে যাই।
এই hustle এর মধ্যে শান্তি খুঁজে পাওয়া, small moments appreciate করা—এটা একটা art.

আমি শিখছি—
simple একটা morning light কেমন করে mind কে calm করে, a cup of tea কেমন করে heart soft করে দেয়,
আর নিজের সাথে একটুখানি সময়—
কীভাবে pure peace দিতে পারে।

হয়তো আমি এখনো শেখার পথে,
but আমি চাই লাইফকে সহজ উপায়ে, gratitude দিয়ে দেখতে-যেখানে flaws আছে, but তাতেই আছে beauty,
যেখানে pain আছে, but তাতেও আছে growth.

আমি এই imperfect life টাকেই ভালোবাসতে শিখছি,
just the way it is—
softly, slowly, and beautifully💕

Life কখনোই perfect হবে না,
এই imperfect life টাকেই softly ভালোবাসতে শিখতে হবে—
patience, love আর gratitude দিয়ে🌸

09/10/2025

Peace at home, Peace in the world !!!🌸🌿🩵

অনেক পরিচিত বন্ধুরা ভাবে আমি নাকি অনেক change হয়ে গেছি…আগের মতো contact এ থাকি না, মাঝে মাঝে খোঁজও নিই না,তাই হয়তো মনে...
07/10/2025

অনেক পরিচিত বন্ধুরা ভাবে আমি নাকি অনেক change হয়ে গেছি…
আগের মতো contact এ থাকি না, মাঝে মাঝে খোঁজও নিই না,
তাই হয়তো মনে হয়—আমি এখন busy, ego চলে এসেছে,
অথবা আর আগের মতো care করি না।

but আসলে কেউ জানে না, everyday life টা কেমন যায়।
আমার ঘরে কোনো helping hand নেই—
সকালে উঠেই রান্না, পরিস্কার, বাজার, মেয়ের স্কুলে যাওয়ার প্রস্তুতি,
তারপর homework, পড়াশোনার দেখভাল…
সবকিছু manage করতে করতে দিনের অর্ধেকটা কেটে যায়।

তারপর যখন একটু time পাই, তখন চাই একটু নিজের জন্য —
একটু নীরবতা, এক কাপ চা, maybe কিছু creative work —
এই সময়টাই আমার breathing space, আমার মন শান্ত রাখার উপায়।

অনেকে ভাবে, আমি দূরে সরে যাচ্ছি —
but সত্যি কথা বললে, আমি কারও থেকে দূরে যাইনি,
আমি শুধু নিজের দায়িত্ব, ভালোবাসা আর স্বপ্নের মাঝে একটা balance খুঁজে নিচ্ছি।

যারা একই পথে আছে—family, child, আর নিজের dream একসাথে manage করছে—
তারা জানে এই struggle টা কেমন।
এটা distance না, এটা একধরনের silent growth,
যেখানে প্রতিটা ছোট কাজের মধ্যেই ভালোবাসা, পরিশ্রম আর sacrifice লুকানো থাকে।

so যদি আমি regular করে খোঁজখবর নিতে না পারি, please ভুল বোঝো না…
আমি এখনও একই মানুষ,
শুধু এখন আমার priority গুলো একটু আলাদা—
আমার ছোট্ট family,
আর আমার নিজের সেই ছোট্ট creative world,
যেটা আমায় প্রতিদিন একটু করে inspire করে বাঁচতে🌸

Address

Mehedibag
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin Niaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afrin Niaz:

Share

Our Story

Our promise is that we will bring you only the best and most innovative products, and the most up-to-date skincare trends, tips and tricks .