07/10/2025
অনেক পরিচিত বন্ধুরা ভাবে আমি নাকি অনেক change হয়ে গেছি…
আগের মতো contact এ থাকি না, মাঝে মাঝে খোঁজও নিই না,
তাই হয়তো মনে হয়—আমি এখন busy, ego চলে এসেছে,
অথবা আর আগের মতো care করি না।
but আসলে কেউ জানে না, everyday life টা কেমন যায়।
আমার ঘরে কোনো helping hand নেই—
সকালে উঠেই রান্না, পরিস্কার, বাজার, মেয়ের স্কুলে যাওয়ার প্রস্তুতি,
তারপর homework, পড়াশোনার দেখভাল…
সবকিছু manage করতে করতে দিনের অর্ধেকটা কেটে যায়।
তারপর যখন একটু time পাই, তখন চাই একটু নিজের জন্য —
একটু নীরবতা, এক কাপ চা, maybe কিছু creative work —
এই সময়টাই আমার breathing space, আমার মন শান্ত রাখার উপায়।
অনেকে ভাবে, আমি দূরে সরে যাচ্ছি —
but সত্যি কথা বললে, আমি কারও থেকে দূরে যাইনি,
আমি শুধু নিজের দায়িত্ব, ভালোবাসা আর স্বপ্নের মাঝে একটা balance খুঁজে নিচ্ছি।
যারা একই পথে আছে—family, child, আর নিজের dream একসাথে manage করছে—
তারা জানে এই struggle টা কেমন।
এটা distance না, এটা একধরনের silent growth,
যেখানে প্রতিটা ছোট কাজের মধ্যেই ভালোবাসা, পরিশ্রম আর sacrifice লুকানো থাকে।
so যদি আমি regular করে খোঁজখবর নিতে না পারি, please ভুল বোঝো না…
আমি এখনও একই মানুষ,
শুধু এখন আমার priority গুলো একটু আলাদা—
আমার ছোট্ট family,
আর আমার নিজের সেই ছোট্ট creative world,
যেটা আমায় প্রতিদিন একটু করে inspire করে বাঁচতে🌸