
24/09/2025
একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঘরটা 🌸
গুছানোর সময় পুরনো কিছু জিনিস বের হচ্ছে—কিছু ছবি, কিছু ছোটখাটো স্মৃতি। মজার লাগে, কত কিছু জমে থাকে অজান্তে।
সবকিছু একদিনে হয়ে যায় না—জীবনও যেমন একদিনে গোছানো যায় না।
আজ একটা শেলফের ধুলো ঝেড়ে রাখলাম, কালকে হয়তো কাপড়ের আলমারি ঠিক করবো।
ছোট ছোট বদলগুলো মিলে ধীরে ধীরে ঘরটা যেন আবার নিঃশ্বাস নিতে শিখছে। 🌿✨
গুছানোর সময় মনে হলো, জীবনের গুছিয়ে নেওয়াও আসলে এমনই।
একটু সাহস, একটু ধৈর্য, আর একটু সময় দিলে অগোছালো দিনগুলোও একসময় সুন্দর হয়ে ওঠে💕