Asiful Alam Sajib

Asiful Alam Sajib JUNIOR COMMISSIONED OFFICER (JCO)
Bangladesh Navy
BSC in Mechanical Engineer. Diploma in Mechanical Engineer. Diploma in Aeronautical Engineer.

Flight Service Inspector. Flight QC & Safety Inspector.

30/11/2025

    #বোয়ালখালী
29/11/2025

#বোয়ালখালী

25/11/2025
24/11/2025

“গায়রাত” (غَيْرَة) শব্দটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। এটি অর্থ নিজ ধর্ম, ইমান, পরিবার, স্ত্রী, সন্তান, সম্মান ও মর্যাদা রক্ষার ঈমানী জাগ্রত অনুভূতি, যা মানুষকে হারাম থেকে দূরে রাখতে সহায়তা করে। এটি রাগ নয়, বরং সম্মান রক্ষা করার ঈমানি সেন্টিমেন্ট।

নিচে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত:

---

✅ গায়রাত কি? (ইসলামী পরিভাষায়)

গায়রাত হলো—
👉 হারাম থেকে দূরে থাকা এবং নিজের পরিবারকে হারাম হতে বাঁচানোর জন্য হৃদয়ের ঈমানি কষ্ট, অস্বস্তি ও সজাগতা।
👉 আল্লাহ হারাম কাজ অপছন্দ করেন—এ বিশ্বাস থেকেই গায়রাতের জন্ম।
👉 স্ত্রীর পর্দা, পরিবারের পবিত্রতা, নিজের ইমান—সবকিছু রক্ষার গভীর ঈমানি অনুভূতি।

---

📖 কোরআনের আলোকে গায়রাত

🔹 ১. নিজের পরিবারকে হারাম থেকে বাঁচানো

➡ আল্লাহ বলেন:
“হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারবর্গকে আগুন থেকে রক্ষা করো।”
—সূরা আত-তাহরীম 66:6

➡ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন,
পরিবারকে হারাম থেকে রক্ষা করার যে প্রবল চেষ্টাকে ‘গায়রাত’ বলা হয়।

---

📖 হাদিসের আলোকে গায়রাত

🔹 ২. আল্লাহরও “গায়রাত” আছে

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“আল্লাহর গায়রাত আছে। আর আল্লাহর গায়রাত তখন প্রকাশ পায়, যখন বান্দা এমন কাজ করে যা তিনি হারাম করেছেন।”
—সহিহ বুখারি (হা. 5221), সহিহ মুসলিম

🔸 অর্থ:
যে কাজগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো দেখে আল্লাহ অসন্তুষ্ট হন।
আর মুসলমানেরও সেই হারামকে অপছন্দ করা—গায়রাতের অংশ।

---

🔹 ৩. গায়রাত ইমানের অংশ

রাসুল ﷺ বলেছেন:
“তোমরা আল্লাহকে সবচেয়ে বেশি গায়রাতওয়ালা হিসেবে জানো। আর আমিই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গায়রাতওয়ালা।”
—সহিহ মুসলিম

➡ বোঝায়—
▪ হারাম কাজ দেখে কষ্ট পাওয়া
▪ পরিবারের ইজ্জত রক্ষা করা
▪ স্ত্রী-সন্তানের চরিত্র নিয়ে উদাসীন না থাকা
—এগুলো সব ইমানের শক্তির নিদর্শন।

---

🔹 ৪. যার গায়রাত নেই তার কাছে ইমান দুর্বল

রাসুল ﷺ বলেছেন:
“তিন ব্যক্তি জান্নাতে যাবে না… তাদের মধ্যে একজন হচ্ছে— যার গায়রাত নেই।”
—সহিহ নাসাঈ (সহিহ সনদে)

অর্থ:
যে ব্যক্তি পরিবারকে হারাম থেকে বাঁচাতে চেষ্টা করে না, তার ইমান দুর্বল।

---

🕌 ইসলামে গায়রাতের ধরন

✔ ১. ঈমানি গায়রাত

হারাম-পাপ দেখলে কষ্ট পাওয়া, আল্লাহর অবাধ্যতা অপছন্দ করা।

✔ ২. পারিবারিক গায়রাত

স্ত্রী-সন্তানের পর্দা, আচরণ, সম্পর্ক সম্পর্কে সজাগ থাকা।

✔ ৩. সমাজিক গায়রাত

সমাজে নষ্টামি, অশ্লীলতা, ফিতনা—এগুলো নিরুৎসাহিত করা।

---

❌ গায়রাত মানে অন্ধ রাগ বা হিংসা নয়

▪ অত্যাচার করা নয়
▪ সন্দেহে পরিবারকে কষ্ট দেওয়া নয়
▪ অহেতুক নিয়ন্ত্রণ করা নয়

বরং—
👉 হারাম থেকে বাঁচানোই সত্যিকারের গায়রাত।

゚viralシalシ

Address

Bangladesh
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asiful Alam Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share