MIROL মিরল

MIROL মিরল This is my official page.
(62)

Here I will share my lifestyle, vlogs, travel and favourite site. বাবা মায়ের রাজপুত্র আর ভাই-বোনের ছায়া আমি। আত্মীয়দের কান্ডারী, সমাজের পথিক আর দেশের মানচিত্র আমি। প্রজন্মের স্রোত আমি আর হবু বউয়ের অর্ধাঙ্গ। তথাপি ধর্মের সাধক।

পাকিস্তানকে ভারত পানি দিতে চাই না, কিন্তু আফগানিস্তান কেন দিবে না।।
26/10/2025

পাকিস্তানকে ভারত পানি দিতে চাই না, কিন্তু আফগানিস্তান কেন দিবে না।।

আমি আমার মতো।বযস বাড়ছে? বাড়ুক। বুড়ো হচ্ছি?  হউক।মোটো হচ্ছি? হউক।চোখের নিচে কালো দাগ পড়ছে?পড়ুক।বন্ধুরা হারিয়ে যাচ্ছে?  যা...
26/10/2025

আমি আমার মতো।
বযস বাড়ছে? বাড়ুক।
বুড়ো হচ্ছি? হউক।
মোটো হচ্ছি? হউক।
চোখের নিচে কালো দাগ পড়ছে?
পড়ুক।
বন্ধুরা হারিয়ে যাচ্ছে? যাক।
সবাই বিয়ে করে ফেলেছে?
করুক।
হলো তো? তবুও বলি আমি আমার মতো।

26/10/2025

উহঃ ভগবান🙏🙏
১০ মিনিটের কত মূল্য আজকে স্বয়ং বুঝলাম!
সময়ের অভাবে এতোদিন BPSC নন ক্যাডেট - এ আবেদন করা হয়নি । আবেদনের শেষ দিন ছিল আজকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ৬টার মধ্যে আবেদন কমপ্লিট এবং পেমেন্ট দিতে হবে। ১ মিনিট ওভার হলে আর আবেদন করা যাবে না। তখন পেমেন্টও এক্সেপ্ট হবে না। এতোদিন আবেদন করবো করবো বলে অফিসের কাজের চাপে আর আবেদন করার কথা মনে ছিল না। বন্ধু রিটন আমাকে আজকে মনে করিয়ে না দিলে আবেদন করা হতো না। আজকে খুব তাড়াহুড়ো করে ৫:৫১ মিনিটে আমি আবেদন কমপ্লিট করলাম আর আমার প্রিয় বন্ধু রিটন মনি ত্রিপুরা আমার আবেদনের অপেক্ষায় ছিল খাগড়াছড়িতে। চট্টগ্রাম থেকে আমার আবেদন শেষ হওয়ার সাথে সাথেই সে তার মোবাইল থেকে আবেদন ফি পেমেন্ট পাঠাবে।
কারণ আমার টেলিটক সিম নাই।

আবেদন শেষ করে ৫:৫১মিনিটে আমি ইউজার আইডি পাঠিয়েছি।
সাথে সাথে বন্ধু পেমেন্ট কমপ্লিট করেছে ৫:৫২ মিনিটে।
বন্ধুর ১ মিনিটও দেরি হল না। Just Now তে পেমেন্ট দিয়ে আবেদন সাকসেসফুল করে দিয়েছে। আর ৩মিনিট দেরি হলে ৫:৫৫ মিনিটে সার্ভার/আবেদনের লিংক Error হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

প্রকৃত বন্ধুরা এমনি হয়।
আমি আবেদন কমপ্লিট করেছি চট্টগ্রামে বসে আর সে আমার জন্য বসে আছে খাগড়াছড়িতে। তার এমারজেন্সি অনেক কাজ ছিল তবুও আমার অপেক্ষায় কোথাও যায় নাই। মোবাইলের দিকে নজর দিয়ে বসে আছে আমি কখন একটা সংকেত দেব এই আশায়।
অপ্রয়োজনীয় ও স্বার্থপর ১০০ জন বন্ধু থাকার চেয়ে প্রকৃত বন্ধু ১ জন থাকাই শ্রেয়।
তবে এমন আরও আছে। কলেজ, অনার্স, মাস্টার এর বন্ধুরাই শ্রেষ্ঠ। ওরাও খুব বিশ্বস্ত বন্ধু।
ধন্যবাদ বন্ধু রিটন💗❤️❤️

শুভ সকাল / Good Morning....
26/10/2025

শুভ সকাল / Good Morning....

25/10/2025

কারোর পছন্দ হলে বলিস

কাছে আসার গল্পগুলো স্বপ্নের মতো হয় না।।
25/10/2025

কাছে আসার গল্পগুলো স্বপ্নের মতো হয় না।।

অভিনন্দন ও শুভকামনা নেত্রী দলিনা ত্রিপুরা। তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। আগামীর দিনগুলোতে এভাবে সারাজীবন এক সাথে থাকুক...
24/10/2025

অভিনন্দন ও শুভকামনা নেত্রী দলিনা ত্রিপুরা। তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। আগামীর দিনগুলোতে এভাবে সারাজীবন এক সাথে থাকুক এই আশীর্বাদ করি।।

24/10/2025

প্রজাপতি পার্ক, চট্টগ্রাম।

ঘুরাঘুরি
24/10/2025

ঘুরাঘুরি

23/10/2025

Good night.
আজকের রাতটা ছিল অভিজ্ঞতার রাত।

গভীর রাত। এখন ২:১২ বাজে। ঘুম আসছে না। কি হয়েছে এর উত্তর কেউ জানে না। আজ বৃহস্পতিবার ২৩-১০-২৫
23/10/2025

গভীর রাত। এখন ২:১২ বাজে। ঘুম আসছে না। কি হয়েছে এর উত্তর কেউ জানে না। আজ বৃহস্পতিবার ২৩-১০-২৫

ফ্রী থাকলে যা করি।।
23/10/2025

ফ্রী থাকলে যা করি।।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIROL মিরল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share