27/09/2025
আদিবাসী ভাই বোনেরা আপাততঃ নাচানাচি, খানাপিনা, রংঢং ভিডিও, পিক, শুভ সকাল, বিকাল, রাত এসব পোস্ট করা থেকে বিরত থাকুন।
আবেগ ও বিবেককে কন্ট্রোল করুন।
পরিস্থিতি খারাপ! এখন এসব পোস্ট করে নিজের বিচারবুদ্ধিকে কলুষিত করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো করার সময় পাবেন।
খাগড়াছড়িতে আমাদের আদিবাসী বোনকে দলবদ্ধ ভাবে ধর+ষ+ণ, ভাইদেরকে কু**পিয়ে আহত, লুটপাট, বুদ্ধ মন্দিরে হামলা এবং অগ্নি সংযোগ করা হচ্ছে।
প্রয়োজনে আপনার কলম ধরুন, রাজপথে নামুন৷ এসব করতে না পারলে ফেসবুকে সত্যি ঘটনা তুলে ধরুন, সচেতনতা গড়ে তুলুন, প্রতিবাদ মিছিল প্রচার করুন।
ধর++ষকের ঠিকানা পার্বত্যে হবে না। ধর++ষকের ঠিকানা এই পাহাড়ে হবে না।
নূন্যতম মনুষ্যত্ব বোধ থাকলে ধর++ষকের শাস্তির দাবিতে কঠোর থেকে কঠোর আন্দোলন, সমাবেশ, প্রতিবাদ মিছিলে যোগ দিন। প্রয়োজনে আসামির শাস্তির দাবিতে হরতাল কর্মসূচি দিন। দলে দলে যোগ দিন এসব কর্মসূচিতে।
তবে খেয়াল রাখুন, রাষ্ট্রদ্রোহি ও দেশ বিরোধী কার্যকলাপ যেন না হয়।
তবে এই যৌক্তিক প্রতিবাদকে পার্বত্যের সেটেলার বাঙালিরা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করবে।
অলরেডি আজকে ধর+ষককে বাচানোর জন্য, তার পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে হামলা করেছে। আদিবাসী ভাই বোন, ছাত্র ছাত্রী অনেকে আহত হয়েছে। অনেক জনকে পায়ে ও পিঠে কু**পিয়ে জখম করেছে।
ধিক্কার জানাই!
এই ঘটনার সাথে জড়িত এবং ধর++ষকের শাস্তির দাবি জানাই।