MIROL মিরল

MIROL মিরল This is my official page.
(62)

Here I will share my lifestyle, vlogs, travel and favourite site. বাবা মায়ের রাজপুত্র আর ভাই-বোনের ছায়া আমি। আত্মীয়দের কান্ডারী, সমাজের পথিক আর দেশের মানচিত্র আমি। প্রজন্মের স্রোত আমি আর হবু বউয়ের অর্ধাঙ্গ। তথাপি ধর্মের সাধক।

চুপচাপ বসে থাকার চেয়ে সময় পেলে ঘুরাঘুরি করুন, এতে ক্লান্তি দূর হয়।
14/07/2025

চুপচাপ বসে থাকার চেয়ে সময় পেলে ঘুরাঘুরি করুন, এতে ক্লান্তি দূর হয়।

14/07/2025

আগে চাইতাম নিজেকে বুঝাইতে,
আর এখন মন চাই
নিজেকে কোপাইতে।

পাহাড়ের সুখ সাগরে পাওয়া যায় না।  তবুও আবর্জনার স্তূপে ঢেউর খেলা দেখতে আসি৷ যদি কখনো আবর্জনার স্তূপে সাগর বিলীন হয়ে যায় এ...
13/07/2025

পাহাড়ের সুখ সাগরে পাওয়া যায় না। তবুও আবর্জনার স্তূপে ঢেউর খেলা দেখতে আসি৷
যদি কখনো আবর্জনার স্তূপে সাগর বিলীন হয়ে যায় এই সংশয়ে।

ধন্যবাদ! গ্রাম থেকে  ফ্রেশ ফল পাঠানোর জন্য।।
12/07/2025

ধন্যবাদ! গ্রাম থেকে ফ্রেশ ফল পাঠানোর জন্য।।

টাইপ করে দেখুন  T _ T শেষে কেঁদে ফেলবেন।
09/07/2025

টাইপ করে দেখুন T _ T
শেষে কেঁদে ফেলবেন।

কারোর আসার কথা ছিল না, তাই কেউ আসে নি।
08/07/2025

কারোর আসার কথা ছিল না, তাই কেউ আসে নি।

জন্মগতভাবে অপরিচিত হলেও আমরা ভাই বোনের ন্যায় একে অপরের পরিপূরক।
06/07/2025

জন্মগতভাবে অপরিচিত হলেও আমরা ভাই বোনের ন্যায় একে অপরের পরিপূরক।

কামড় যেহেতু দিছেন তবে আরও একটু ওপরে দিলেন না কেন🫣🤭( ক্লিক: ছাকাল, চট্টগ্রাম )
05/07/2025

কামড় যেহেতু দিছেন
তবে আরও একটু ওপরে দিলেন না কেন🫣🤭
( ক্লিক: ছাকাল, চট্টগ্রাম )

হৃদপিণ্ড সতেজ ও সচল রাখার জন্য মাঝে মধ্যে ঘুরাঘুরি করা আবশ্যক।
04/07/2025

হৃদপিণ্ড সতেজ ও সচল রাখার জন্য মাঝে মধ্যে ঘুরাঘুরি করা আবশ্যক।

ফুলের সৌন্দর্য ফুলের সুবাসে,আরমানুষের সৌন্দর্য  তার চরিত্রে।
04/07/2025

ফুলের সৌন্দর্য ফুলের সুবাসে,
আর
মানুষের সৌন্দর্য তার চরিত্রে।

সেই মিষ্টি।
26/06/2025

সেই মিষ্টি।

বউ হতে হলে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল হতে শিখো।স্বামী সারাদিন বকাবকি করলেও বলবেস্যার আপনি শান্ত হোন বিষয়টি আমি দেখছি।
25/06/2025

বউ হতে হলে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল হতে শিখো।
স্বামী সারাদিন বকাবকি করলেও বলবে
স্যার আপনি শান্ত হোন
বিষয়টি আমি দেখছি।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIROL মিরল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share