MIROL মিরল

MIROL মিরল This is my official page.
(62)

Here I will share my lifestyle, vlogs, travel and favourite site. বাবা মায়ের রাজপুত্র আর ভাই-বোনের ছায়া আমি। আত্মীয়দের কান্ডারী, সমাজের পথিক আর দেশের মানচিত্র আমি। প্রজন্মের স্রোত আমি আর হবু বউয়ের অর্ধাঙ্গ। তথাপি ধর্মের সাধক।

গুইমারাতে ধর++ষণ বিরোধী এবং ধর++ষকদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ স্বরুপ আজকের শান্তিপূর্ণ অবরোধে সেনা++বাহিনী অতর্কিত গও...
28/09/2025

গুইমারাতে ধর++ষণ বিরোধী এবং ধর++ষকদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ স্বরুপ আজকের শান্তিপূর্ণ অবরোধে সেনা++বাহিনী অতর্কিত গওওলি বর্ষণ করেছে।
এটি আদিবাসী মারমা ছাত্রীকে বাঙালি সেটেলারদের সংঘবদ্ধ ধর++ষণ করার প্রতিবাদ।
সবাই সতর্ক থাকুন।

গুইমারাতে অবরোধ চলমান। ধর++ষকের বিচার ও গ্রেফতারের দাবিতে এবং গতকাল আদিবাসী ভাইদের ওপরে হা++মলার প্রতিবাদ।
28/09/2025

গুইমারাতে অবরোধ চলমান। ধর++ষকের বিচার ও গ্রেফতারের দাবিতে এবং গতকাল আদিবাসী ভাইদের ওপরে হা++মলার প্রতিবাদ।

28/09/2025

হ**রতালের সঠিক কারণ ও তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই। কিন্তু আপনাকে কেন, আমরা কাউকে কিছু করবো না আর করিনা। সেটেলার বাঙালিরাই গায়ে পড়ে ম!র!ম!রি করতে আছে।

27/09/2025

আদিবাসী ভাই বোনেরা আপাততঃ নাচানাচি, খানাপিনা, রংঢং ভিডিও, পিক, শুভ সকাল, বিকাল, রাত এসব পোস্ট করা থেকে বিরত থাকুন।

আবেগ ও বিবেককে কন্ট্রোল করুন।
পরিস্থিতি খারাপ! এখন এসব পোস্ট করে নিজের বিচারবুদ্ধিকে কলুষিত করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো করার সময় পাবেন।
খাগড়াছড়িতে আমাদের আদিবাসী বোনকে দলবদ্ধ ভাবে ধর+ষ+ণ, ভাইদেরকে কু**পিয়ে আহত, লুটপাট, বুদ্ধ মন্দিরে হামলা এবং অগ্নি সংযোগ করা হচ্ছে।

প্রয়োজনে আপনার কলম ধরুন, রাজপথে নামুন৷ এসব করতে না পারলে ফেসবুকে সত্যি ঘটনা তুলে ধরুন, সচেতনতা গড়ে তুলুন, প্রতিবাদ মিছিল প্রচার করুন।
ধর++ষকের ঠিকানা পার্বত্যে হবে না। ধর++ষকের ঠিকানা এই পাহাড়ে হবে না।

নূন্যতম মনুষ্যত্ব বোধ থাকলে ধর++ষকের শাস্তির দাবিতে কঠোর থেকে কঠোর আন্দোলন, সমাবেশ, প্রতিবাদ মিছিলে যোগ দিন। প্রয়োজনে আসামির শাস্তির দাবিতে হরতাল কর্মসূচি দিন। দলে দলে যোগ দিন এসব কর্মসূচিতে।

তবে খেয়াল রাখুন, রাষ্ট্রদ্রোহি ও দেশ বিরোধী কার্যকলাপ যেন না হয়।
তবে এই যৌক্তিক প্রতিবাদকে পার্বত্যের সেটেলার বাঙালিরা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করবে।
অলরেডি আজকে ধর+ষককে বাচানোর জন্য, তার পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে হামলা করেছে। আদিবাসী ভাই বোন, ছাত্র ছাত্রী অনেকে আহত হয়েছে। অনেক জনকে পায়ে ও পিঠে কু**পিয়ে জখম করেছে।

ধিক্কার জানাই!
এই ঘটনার সাথে জড়িত এবং ধর++ষকের শাস্তির দাবি জানাই।

ধ*র+ষণের ঘটনা প্রশাসনের নিরব ভূমিকা। পাহাড়ে ধ*র+ষণের প্রতিবাদ হয় আর প্রশাসন দমিয়ে রাখে।  সমতল চোখ বন্ধ করে উল্টো রাষ্ট্র...
27/09/2025

ধ*র+ষণের ঘটনা প্রশাসনের নিরব ভূমিকা। পাহাড়ে ধ*র+ষণের প্রতিবাদ হয় আর প্রশাসন দমিয়ে রাখে।
সমতল চোখ বন্ধ করে উল্টো রাষ্ট্র ষড়যন্ত্র বলে অপপ্রচার করে।

সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা উচিত। কোন পক্ষই যেন উস্কানিমূলক আচরণ না করে। ধরষণের শাস্তি সবারই কাম্য৷
27/09/2025

সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা উচিত। কোন পক্ষই যেন উস্কানিমূলক আচরণ না করে।
ধরষণের শাস্তি সবারই কাম্য৷

27/09/2025

I got over 6,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

স্বপ্ন!  কিন্তু বাস্তব নহে
26/09/2025

স্বপ্ন! কিন্তু বাস্তব নহে

Happy Friday
26/09/2025

Happy Friday

25/09/2025

তাখ্রুং ন্ চায়া, হিনকাই চাদি হিনৌ,,
চাগৈ নাইখাই কাবাখা ফ্লে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIROL মিরল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share