26/10/2025
উহঃ ভগবান🙏🙏
১০ মিনিটের কত মূল্য আজকে স্বয়ং বুঝলাম!
সময়ের অভাবে এতোদিন BPSC নন ক্যাডেট - এ আবেদন করা হয়নি । আবেদনের শেষ দিন ছিল আজকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ৬টার মধ্যে আবেদন কমপ্লিট এবং পেমেন্ট দিতে হবে। ১ মিনিট ওভার হলে আর আবেদন করা যাবে না। তখন পেমেন্টও এক্সেপ্ট হবে না। এতোদিন আবেদন করবো করবো বলে অফিসের কাজের চাপে আর আবেদন করার কথা মনে ছিল না। বন্ধু রিটন আমাকে আজকে মনে করিয়ে না দিলে আবেদন করা হতো না। আজকে খুব তাড়াহুড়ো করে ৫:৫১ মিনিটে আমি আবেদন কমপ্লিট করলাম আর আমার প্রিয় বন্ধু রিটন মনি ত্রিপুরা আমার আবেদনের অপেক্ষায় ছিল খাগড়াছড়িতে। চট্টগ্রাম থেকে আমার আবেদন শেষ হওয়ার সাথে সাথেই সে তার মোবাইল থেকে আবেদন ফি পেমেন্ট পাঠাবে।
কারণ আমার টেলিটক সিম নাই।
আবেদন শেষ করে ৫:৫১মিনিটে আমি ইউজার আইডি পাঠিয়েছি।
সাথে সাথে বন্ধু পেমেন্ট কমপ্লিট করেছে ৫:৫২ মিনিটে।
বন্ধুর ১ মিনিটও দেরি হল না। Just Now তে পেমেন্ট দিয়ে আবেদন সাকসেসফুল করে দিয়েছে। আর ৩মিনিট দেরি হলে ৫:৫৫ মিনিটে সার্ভার/আবেদনের লিংক Error হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
প্রকৃত বন্ধুরা এমনি হয়।
আমি আবেদন কমপ্লিট করেছি চট্টগ্রামে বসে আর সে আমার জন্য বসে আছে খাগড়াছড়িতে। তার এমারজেন্সি অনেক কাজ ছিল তবুও আমার অপেক্ষায় কোথাও যায় নাই। মোবাইলের দিকে নজর দিয়ে বসে আছে আমি কখন একটা সংকেত দেব এই আশায়।
অপ্রয়োজনীয় ও স্বার্থপর ১০০ জন বন্ধু থাকার চেয়ে প্রকৃত বন্ধু ১ জন থাকাই শ্রেয়।
তবে এমন আরও আছে। কলেজ, অনার্স, মাস্টার এর বন্ধুরাই শ্রেষ্ঠ। ওরাও খুব বিশ্বস্ত বন্ধু।
ধন্যবাদ বন্ধু রিটন💗❤️❤️