
06/08/2025
হিংসার লেশমাত্র মাত্র তাঁর মধ্যে ছিল না । একদিন মিত্র ও ঘোষের অফিসে বসে আছেন । অন্য একজন প্রখ্যাত সাহিত্যিকও আছেন সেখানে । দূরে এক জেলা থেকে কয়েকজন যুবক সেই সাহিত্যিককে নিতে এসেছে। তাদের সাহিত্য সভার সভাপতি হবেন এমন কথাই আগে থেকে ঠিক হয়ে আছে । এই সাহিত্যিক তাদের জিজ্ঞাসা করলেন কিভাবে যাওয়া হচ্ছে । সেই যুবকদের একজন বলল ট্রেনের দ্বিতীয় শ্রেণীতে করে তাঁকে নিয়ে যাবেন।
সে কথা শুনে সাহিত্যিক মশাই একদম নাকচ করে দিবেন তার যাওয়ার ব্যাপারটা । তিনি প্রথম শ্রেণি ছাড়া যাবেন না । কিন্তু প্রথম শ্রেণীতে নিয়ে যাওয়ার মত অর্থ উদ্যোক্তাদের নেই । তারা খুব বিপদে পড়ল । অত্যন্ত কাকুতি মিনতি করতে লাগল এবং জানালো তিনি না গেলে অত্যন্ত বিপদে পড়বে তারা । খুব যত্ন করে নিয়ে যাওয়া হবে, কোন অসুবিধা তার হবে না । সকলে তার জন্য অপেক্ষা করছে । কিন্তু সাহিত্যিক অনড় । এত বলা সত্বেও না যাওয়াতে অসহায় মুখে তারা স্থান ত্যাগ করল ।
এক মিনিট পরে বিভূতিভূষণ তাদের পেছনে পেছনে গেলেন পা চালিয়ে । তাদের ধরে ফেলে জিজ্ঞাসা করলেন আমি গেলে হবে ? আমার দ্বিতীয় শ্রেণি হলেই চলবে।
বিভূতিভূষণের সাধারণ পোশাক দেখে ওদের খুব শ্রদ্ধা হয়নি। ওরা জিজ্ঞাসা করল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না । বিভূতিভূষণ বললেন আমার একটা বইয়ের নাম হয়তো আপনারা শুনেছেন । পথের পাঁচালী। ছেলেগুলি চোখ দিয়ে উঠে বললেন আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে সকলে তাকে প্রণাম করে বলল আপনি যাবেন এ তো আমাদের পরম সৌভাগ্য। ওই সাহিত্যিকের নাম করে বললো ভাগ্যিস উনি গেলেন না আপনাকে পেলে তো সকলেই ধন্য হয়ে যাবে ।
মহা আনন্দে তারা বিভূতিভূষণকে নিয়ে যাত্রা করল ।
তথ্য : পিতা নোহসি (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং পুত্রবধূ মিত্রা বন্দোপাধ্যায়ের কলমে কৌতূহল জাগানো স্মৃতিকথা "পিতা নোহসি")
=================
তারাদাস বন্দোপাধ্যায় তাঁর পিতা বিভূতিভূষণের জীবনী লিখেছিলেন বেলুড়মঠের "উদ্বোধন " পত্রিকায় ধারাবাহিক আকারে। সেই অসাধারণ লেখনী মুগ্ধ করেছিল অগণিত মানুষকে। অদৃষ্টের পরিহাসে দীর্ঘ অসুস্থতার পরে লেখকের প্রয়াণ ঘটে লেখা সমাপ্ত হওয়ার আগেই। তাঁর আরও কিছু বলবার ছিল লেখার ও ছিল। অবশেষে মিত্রা বন্দোপাধ্যায় সেই দুরূহ কাজটি সম্পন্ন করলেন। প্রকাশিত হল পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং পুত্রবধূ মিত্রা বন্দোপাধ্যায়ের কলমে কৌতূহল জাগানো স্মৃতিকথা "পিতা নোহসি"। প্রাণের লেখককে নিয়ে এমন স্মৃতি মিশ্রিত চমৎকার জীবনকথা হাতে পেয়ে যে কেউ আপ্লুত হবেন একথা বলাই বাহুল্য।