Life Preview of A-R-M

Life Preview of A-R-M এলোমেলো জীবনের গোছালো গল্প

খাবার টা সুন্দর করে পরিবেশন করলে  কিন্তু আয়েশ করে পাত পেরে খাওয়া যায়।খাবারের থালিতে একটা জিনিস কিন্তু আমি না ভেজেই দিয়ে ...
09/09/2025

খাবার টা সুন্দর করে পরিবেশন করলে কিন্তু আয়েশ করে পাত পেরে খাওয়া যায়।

খাবারের থালিতে একটা জিনিস কিন্তু আমি না ভেজেই দিয়ে দিয়েছি।

সেটা কি বলুন দেখি....?

09/09/2025

দিনটি শুরু হোকপ্রার্থনা দিয়ে।

08/09/2025

এভাবে কিন্তু মন্দ লাগবে না...

08/09/2025

মোবাইলের ব্রাইটনেস টা বাড়িয়ে দেখুন....

স্কুল খালি হয়ে গেলো।বেল বাজতে-বাজতে শেষ টুংটাও থেমে গেছে অনেকক্ষণ হলো।সে তখনও বসে ছিল—ছোট্ট শিশু, কন্যা, একা,বইয়ের ব্যাগ...
08/09/2025

স্কুল খালি হয়ে গেলো।
বেল বাজতে-বাজতে শেষ টুংটাও থেমে গেছে অনেকক্ষণ হলো।
সে তখনও বসে ছিল—
ছোট্ট শিশু, কন্যা, একা,
বইয়ের ব্যাগটি পায়ের কাছে রেখে,
বসে ছিল,
এবং তাকাচ্ছিলো পথটির শেষ প্রান্তের দিকে শূন্য দৃষ্টিতে।

ওখানে কেউ নেই,
না শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী-পাঠিনী, না তার বাড়ির কেউ, পথচারীও না,
শুধুমাত্র সে,... এবং তার পাশ দিয়ে যাওয়া একজন পুলিশ অফিসার।

অফিসার চলে যেতে পারতেন,
ভেবে নিতে পারতেন: 'এটা আমার কাজ না।'
কিন্তু তিনি গেলেন না।

দাঁড়ালেন।
দাঁড়িয়ে রইলেন,
শিশুটির পাশে,
চুপচাপ,
ঢাল।
কোনো প্রশ্ন নয়, কৌতূহল নয়, তাড়া নয়।
শুধু দাঁড়িয়ে থাকা,... যতোক্ষণ শিশুকন্যার ঘরের কেউ নিরাপদে নিয়ে যেতে আসছে না তাকে।

এই পৃথিবীতে— যেখানে দুঃসংবাদ আলোর গতির আগে ছোটে—
এই ছোট্ট, প্রায় অদৃশ্য, ঘটনাটির হতে পারতো— 'মানুষ'।

ইউনিফর্ম হিরো বানায় না,
হিরো সেই ইউনিফর্ম পরিহিতের হৃদয়।

ধন্যবাদ মানুষেরা—
যারা দাঁড়াতে জানেন;
যারা রক্ষক হতে জানেন চুপচাপ, অদৃশ্যেও;
যারা জানেন— কোন কাজটি মানুষের।

এই পৃথিবী এমন 'মানুষ' খুঁজে চলেছে, চিরকাল।...

CP

Blood Moon capture by Samsung Galaxy S24 Ultra Date : 07-09-2025Photos from parul chakma didi.
08/09/2025

Blood Moon capture by Samsung Galaxy S24 Ultra Date : 07-09-2025

Photos from parul chakma didi.

07/09/2025

বসার কোন জায়গাই পেলাম না, এটা কোন কথা!

বেগুন,যার আছে অনেক গুন, এই গুনের ভাবে এখন বাড়িয়ে দিয়েছে দাম,তাই বলে কি খাওয়া ছেড়ে দিবো....না না, বাজার থেকে তুলে নিয়ে ভা...
07/09/2025

বেগুন,

যার আছে অনেক গুন,

এই গুনের ভাবে এখন বাড়িয়ে দিয়েছে দাম,

তাই বলে কি খাওয়া ছেড়ে দিবো....

না না,

বাজার থেকে তুলে নিয়ে ভালো করে ধুঁয়ে ফালা ফালা করে কেটে সাজিয়ে নিলাম।

আর কি কি দেয়া যায় বলেন......

এখানে টাকায় কত টাকা হতে পারে!??😇🥰 ফেইসবুকের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে স্বপ্ন পূরণ!! 😍 আসলেই কি সহজ!? কি এক  কন্টেন্ট ম...
07/09/2025

এখানে টাকায় কত টাকা হতে পারে!??😇🥰 ফেইসবুকের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে স্বপ্ন পূরণ!! 😍 আসলেই কি সহজ!? কি এক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাইকে ;সবাই ভাবছে এখন শুধু কন্টেন্ট বানাবো আর লাখ লাখ টাকা জমা হবে। 🫠 অনেকে আবার নিজেদেরকে স্বঘোষিত ছেলিব্রিটি থুক্কু সেলিব্রিটি খ্যাতি দিয়ে দিচ্ছে। 😅
কিন্তু ভেতরে যে সদরঘাট অবস্থা!!😀 আগে যে পরিমান আর্নিং হতো তার ছিটেফোঁটা ও নেই এখন। সবাইকে একচেটিয়া কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে বাট আর্নিং কমিয়ে দিয়েছে।তাই যারা ফেইসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আবেক আপ্লুত হয়ে লেখাপড়া চাকরি ব্যবসা সব ছেড়ে ফেইসবুকে আর্নিং করে টাকা কামাবেন ভাবছেন তারা এ ভুল মোটেও করবেন না।আগে লেখাপড়া ;চাকরি; ব্যবসা তারপর পার্ট টাইম কন্টেন্ট মনিটাইজেশনকে আর্নিং সোর্স হিসেবে ভাবতে পারেন।
By the way;; এটাচ্ করা ছবিটার ডলারগুলো কার জানিনা।আমি জাস্ট for attention এর জন্য দিলাম।এটা দেখে আবার আমার হেটার্সরা বিচার করতে বসবেন না যে অমুকের বউ ; অমুকের মেয়ে ফেইসবুক থেকে টাকা কামিয়ে কোটিপতি। 😅 আর নজর ও দিয়েননা!! আপনাদের নজর কাজ করে তাই আমার রিয়েল ডলার আর্নিং স্ক্রিনশটটা দিলাম না আর কি!! 🤪😜

chakraborty didi

ছুটির দিনে বাঙালি মানেই বিশেষ আয়োজন। আর মেন্ডাটরি খাবার হিসেবে মাংস না থাকলেই নয়।তেলে ঝালে লবনে ঝাজালো স্বাদে পাতলা ঝোলে...
06/09/2025

ছুটির দিনে বাঙালি মানেই বিশেষ আয়োজন।

আর মেন্ডাটরি খাবার হিসেবে মাংস না থাকলেই নয়।

তেলে ঝালে লবনে ঝাজালো স্বাদে পাতলা ঝোলে মাংস খেতে কিন্তু সেই স্বাদ।

ছবিতে তেমন ভাবেই রান্না করা ঝাল ঝাল মাংসের পাতলা ঝোলের সাথে আছে ধোঁয়া ওঠা গরম ভাত।

ব্যাস হয়ে গেল রাতের খাবার।

মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে খাওয়া ছাড়া আর কোন কাজই ভালো করে করবার পারি না।😄

06/09/2025

হন্তদন্ত পটিয়সী একি করল!

আজকে সকালে বৃষ্টির পর  weather টা খুব সুন্দর থাকায় আমি৯:৩০ এর দিকে একটু হাটতে বের হই। আমার বাসা যেহেতু শ্যামলীতে সেহেতু ...
06/09/2025

আজকে সকালে বৃষ্টির পর weather টা খুব সুন্দর থাকায় আমি
৯:৩০ এর দিকে একটু হাটতে বের হই। আমার বাসা যেহেতু শ্যামলীতে সেহেতু আমি হাটতে হাটতে মোহাম্মদপুরের দিকে আগাই। রাস্তায় খুব একটা মানুষ ছিলো না। কিছুক্ষন হাটার পর যখন আমি ring road এ entry করি তখন আমি notice করি যে আমাকে কিছু বখাটে ছেলে follow করছে। আমি আমার হাটার speed বাড়াই। ঠিক তখনি পিছন থেকে একটা ছেলে এসে আমর সামনে দাঁড়ায় আর আমাকে বলে "কি আপু এত সকালে একা একা কোথায় যান? " ততক্ষণে বাকি ছেলে গুলো আমাকে ঘেরাও করে ফেলে। আমি শান্তভাবে উত্তর দেই "হাটতে বের হইসি, আমার পথ থেকে সরে দাড়ান।"
তখনি তাদের মধ্যে একজন বলে "খালি হাতে আপনারে কিভাবে ছাইরা দেই আপা? দেখি কি আছে আপনার কাছে বাইর করেন!"
আমি এবার ধমক দিয়ে বলি "সরে দাঁড়ান নাহলে আমি চিল্লাতে বাধ্য হবো" ঠিক তখনি কেও একজন ধারালো কিছু দিয়ে আমার বাম হাতে আঘাত করে। কি দিয়ে সেটা খেয়াল করিনি। তারা আমাকে আরো কিছু করার আগেই আমি তাদের ধাক্কা দিয়ে দৌড় দেই। তখন আমার জামার হাতা ধরে একজন টান দিয়ে আটকানোর try করে but সেটা ছিড়ে যাওয়ায় আর আটকাতে পারেনা। আমি দৌড়াচ্ছি তারাও আমাকে ধাওয়া করছে। বেশি খানিক্ষণ দৌড়ানোর পর আমি আদাবর থানার কাছে এসে পড়ি and একটা police jeep এর কাছে গিয়ে পড়ে যাই। আমাকে ২ জন police প্রায় সাথে সাথে উঠতে help করে। Police দেখে বখাটে ছেলে গুলোর মধ্যে সবাই পালিয়ে গেলেও যেই ছেলেটা আমাকে আঘাত করেছিলো তাকে police ধরে ফেলে। এরপর আমাকে একজন police রিকশায় উঠিয়ে দেয় then আমি ১১ টার দিকে বাসায় ফিরি। এই post টা দেওয়ার main reason is to create awareness about women's safety. So the girls that are in my friend list please be safe, always carry a pepper spray or anything that can protect you from the evil guys out there.
(লেখা Sumaiya Afrin)

Address

Chittagong
1212

Telephone

+8801533317634

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Preview of A-R-M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Preview of A-R-M:

Share