King Of Chittagong

King Of Chittagong Tamim Iqbal Khan is real King of Chittagong

The cure for anything is salt water.As like sweat,tears or the sea.
05/11/2024

The cure for anything is salt water.
As like sweat,tears or the sea.

31/10/2024

প্রতি ঘন্টায় দুইবারের বেশি যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কতটা বিরক্তিকর ভাবুন তো,
বাসায় ছোট বাচ্চা আছে,বাড়িতে বয়স্ক মা আছে, ওনাদের জন্য অবশ্যই বিদ্যুৎ এর প্রয়োজন আছে,
দয়া করে বিদ্যুৎ এর সংকট দ্রুত সমাধান করুন।

28/10/2024

হেরে গিয়ে হারিয়ে যাওয়া মানে, আমি ব্যার্থ সেটা সবার কাছে প্রমাণ করে দেওয়া,
হেরে গিয়ে নতুন করে আবার জিততে শেখার মধ্যে নিজের যোগ্যতার বিচার করা যায়,
এবং আমি যে জিততে পারি সেটা প্রমাণ করাও যায়।
হতাশ হওয়া যাবে নাহ কোন ভাবেই, যেখান থেকে শেষ মনে করি আমরা ,একটু খুঁজে দেখবেন সেখানেই নতুন করে শুরু করার রাস্তা কোথাও নাহ কোথাও আল্লাহ দিয়ে রেখেছেন, শুধু আপনার আমার একটু রাস্তাটা খুজে নিতে হবে,
খুঁজে নিতে পারলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ।
শুভ রাত্রি।

27/10/2024

Good Morning

ফরচোন ববরিশাল এর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ওপেনার ব্যাটার, নাফিজ ইকবাল খান।
13/10/2024

ফরচোন ববরিশাল এর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ওপেনার ব্যাটার, নাফিজ ইকবাল খান।

Wonderful 🤔
12/10/2024

Wonderful 🤔

সারাজীবন তাদের মুখ থেকে শুনে এসেছি ধর্ম যার যার উৎসব সবার এমন ধারণাটা ভুল,সেটা যদি সত্যি ধরেও নি,তাহলেও এই প্রসঙ্গের সাথ...
10/10/2024

সারাজীবন তাদের মুখ থেকে শুনে এসেছি ধর্ম যার যার উৎসব সবার এমন ধারণাটা ভুল,সেটা যদি সত্যি ধরেও নি,তাহলেও এই প্রসঙ্গের সাথে কোন ভাবেই এক হতোনা,,
কেননা আমার নামাজের সময় মসজিদে যদি কেউ এসে বলে দুই মিনিট সময় দেন আমাদের পূজা-অর্চনা শেষ করে চলে যাবো,
কিংবা আজকের এই ঘটনা যদি উল্টো মুসলমানদের বিরুদ্ধে ভারতে হতো আপনারা এতোক্ষণে লং মার্চ টু দিল্লি বলে মিছিল শুরু করে দিতেন,,কি দিতেন নাহ?
আমি অবশ্যই সেই মিছিলে অংশ নিতাম,কারণ আমার ইসলামের সম্মানের প্রশ্নে কোনো আপোষ নেই,
তাহলে তারা কেনো এতো বড় অপমান সহ্য করে এসব দেখতে হবে,,তারা কি এই দেশের নাগরিক নন?
আপনারা ক্ষমতা পাওয়ার আগে যেভাবে নিজেদের প্রেজেন্ট করছেন,মনে তো হচ্ছে ক্ষমতা পেলে হিন্দুদের দেশ থেকেই বিতাড়িত করবেন।
দয়া করে আর অস্বীকার করিয়েন নাহ,বি এন পি এর খেয়ে-দেয়ে আর কাজ নেই পাঞ্জাবি টুপি পড়ে পূজায় এসে এইভাবে গজলের নাম করে ভণ্ডামি করবে,হেফাজতের করার ইচ্ছে থাকলে সেটা তারা বিগত সময় গুলোতে করে দেখাতো,তারা আগে যেহেতু করেনি,সেহেতু এটা ক্লিয়ার ম্যাসেজ এই কাজটা ছাত্র-শিবিরের ছেলেরাই করেছেন।
আর আপনারা চাইলে ছাত্রলীগ বলে চালাই দিতে পারেন।
কারণ এখন যা কিছু হবে সব তো ছাত্রলীগের পুলাপাইনরাই করবে তাইনা?
লজ্জা থাকলে জাতির সামনে এসে ক্ষমা চান।
এই দেশটা সবার,সবাইকে স্বাধীনতা উপভোগ করতে দেন।

সারা জাহানের যিনি মালিক, তিনি যাকে সম্মানিত করেছেন,ওনাকে অসম্মানিত করার ক্ষমতা কারো নেই,প্রিয় নবীর প্রতি সম্মান মুখে নয়,...
05/10/2024

সারা জাহানের যিনি মালিক, তিনি যাকে সম্মানিত করেছেন,ওনাকে অসম্মানিত করার ক্ষমতা কারো নেই,
প্রিয় নবীর প্রতি সম্মান মুখে নয়,বরং অন্তরে ধারণ করে রাখতে হয়।
ইসলাম শান্তির ধর্ম, শান্তির বাণী পৌঁছে দিতে বলা হয়েছে আমাদের সকল মুসলিম ভাই-বোনদের,,ইসলামের নাম বিক্রি করে ইসলামের অপব্যবহার করতে বলা হয়নি,কিন্তু তারা বিভিন্ন নামে-বেনামে ইসলামের অপব্যবহার করেই চলেছে।

এরা ইসলামের প্রতিনিধিত্ব করেনা,এরা ইসলামের অপব্যবহার করছে কেবল,, এখন যে বা যাহারা এদের এই কালো পতাকা নিয়ে মিছিল করছে সেট...
05/10/2024

এরা ইসলামের প্রতিনিধিত্ব করেনা,এরা ইসলামের অপব্যবহার করছে কেবল,,
এখন যে বা যাহারা এদের এই কালো পতাকা নিয়ে মিছিল করছে সেটা কোথা থেকে নির্দেশনা আসছে সেটা আমরা জানি,
সম্বয়নকদের ১০৮ জন যদি জামাত শিবিরের হয় তাহলে বোঝার উপেক্ষা রাখেনা এটা তাদের দেওয়া নির্দেশনা,
আর সেটা বাস্তবায়ন করছে কিছু পাগলের দল,এরা আবার কেউ কেউ বি এন পি এর রাজনীতিও করে,,
এদের বোঝা উচিত কোনটা কিসের ভিত্তিতে হচ্ছে।
নবীর জন্য প্রতিবাদ করতে বাংলাদেশে এবারই প্রথম কালো কালিমাময় পতাকা ব্যবহার করতে,,কেনো নবীর জন্য প্রতিবাদ করতে কি কোন পতাকার প্রয়োজন আছে?
আমরা যারা সুন্নীদের পক্ষে আমরা কখনো দেখিনি এমন কোন দৃশ্য।
একটা নিষিদ্ধ সংগঠন এর পতাকা নিয়ে লাফালাফি করা আর বোকার মতো কাজ করা একই বিষয়।
গত কয়েক বছরে কোন জঙ্গী জেল থেকে বের হতে পারেনি, গত দুই মাসে অন্তত শ'খানেক জঙ্গী জেল থেকে ছাড়া পেয়েছে,, কি কারণে পেয়েছে? কেনো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জানেন কেউ?
মুখে মাইজভান্ডারি আর হাতে যদি নিষিদ্ধ সংগঠন এর পতাকা নিয়ে স্লোগান দেন নারায়ায়ে-তাকবির আল্লাহ আকবর তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে তাই নয় কি?
আর আপনারা নিজেদের অবস্থান ক্লিয়ার করুন,,
আপনি সম্বনয়ক, আপনি ছাত্রদল, আপনি আবার ছাত্র শিবিরের সেটা শুনতে কেমন দেখায়,,
মনে রাখবেন সম্বনয়ক আপনাকে দিয়ে তার কাজ সেরে ফেলছে, এখন সে তার নিজের দল গোছানো নিয়ে ব্যস্ত,
হুদাই তার আশা কইরেন নাহ,নিজের দলের ব্যানার নিয়ে খুশি থাকেন।

Address

Chittagong
4214

Website

Alerts

Be the first to know and let us send you an email when King Of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share