বিচিত্র পলিটিক্স

বিচিত্র পলিটিক্স Bandarban, Chittagong

25/07/2025

আমরা নাকি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইনা। বা ক্ষমতায় আসলেও শক্তিশালী দল হিসাবে যেন না আসে সেই চেষ্টা করতেছি।

যারা বিএনপি না করে তারা তো সেইটাই চাইবে। তারা চাইবে বিএনপির বদলে হয় তার দল ক্ষমতায় আসুক বা তার পছন্দের দল ক্ষমতায় আসুক, বা আসতে পারলেও বিএনপির আসন সঙ্খ্যা যেন কমে। এইটাই ডেমোক্রেটিক রাজনীতির স্পিরিট। এইটাই বিরোধী দলের কাজ। এইটাকে ষড়যন্ত্র বলার কী আছে? ডেমোক্রেটিক রাজনীতির স্পিরিটকে ষড়যন্ত্র বলতো তো হাসিনা। বিএনপি কি আরেকটা বাকশাল চাচ্ছে?

বিএনপির কর্মী সমর্থকদের চাওয়া হচ্ছে আমরা সবাই বিএনপিকে সাপোর্ট করি, বিএনপি যেন ক্ষমতায় আসে চ্যালচ্যালাইয়া, পোচুর সিট পায় সংসদে। মামার বাড়ির আবদার আরকি।

বিএনপিকে তার জনপ্রিয়তার পরীক্ষা দিয়েই ক্ষমতায় আসতে হবে। বিএনপির নির্বাচনী বৈতরণি পার হওয়াটা হয়ে উঠবে এক বড় চ্যালেঞ্জ। এমন চ্যালেঞ্জ বিএনপি আগে কখনো ফেইস করে নাই।

25/07/2025

যৌনকর্মীদের পাবলিকের ট্যাক্সের দুই কোটি টাকা দেয়া হইছে। ক্যান? কোন কারণ নাই। ইচ্ছা হইছে দিছে। যদি এমন হইতো যে অসন্মানের পেশা থেকে বাইর করে আইনা পুনর্বাসনের জন্য এই টাকা দেয়া হচ্ছে, কোন দোকান বানায়ে দেয়া, সেলাই মেশিন কিনে দেয়া ইত্যাদির জন্য এই টাকা দেয়া হচ্ছে, জনগন একটা কারণ পাইতো। কিন্তু সেটার জন্য দেয়া হইতেছে না। বা যদি এমন হতো দরিদ্র নারী কর্মীদের সাহায্য করা হবে, তাইলে তো পাথর ভাঙ্গে যারা তাদের টাকাটা দেয়া উচিৎ ছিলো। কর্মীরা ভালো কাজ করলে প্রতিষ্ঠান তাদের এক্সট্রা বোনাস দেয়। এইটা কি এক্সট্রা বোনাস? নাকি বাঙ্গু সুশীলেরা মাঝে মাঝে মাগনা সার্ভিস নিছিলো তাই সরকার সেইটার কম্পেন্সেশন দিতেছে?

এরা যে কী করে কেন করে কোন জাস্টিফিকেশন নাই। কোন পাব্লিক একাউন্টেবিলিটি নাই।

25/07/2025

আজকের ট্রেইলার,,,,

24/07/2025

আমি একজন ব্রিটিশ
আমি কখনোই বাংলাদেশী ছিলাম না এবং বাংলাদেশী নয়

টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাতনী

28/11/2023
Happy time
13/10/2023

Happy time

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বিচিত্র পলিটিক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিচিত্র পলিটিক্স:

Share