Free Knowledge

Free Knowledge A page where we share Knowledge,Books,Skills, Essential News to grow up your knowing capacity.

06/04/2025

বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০৫
বিদেশে উচ্চশিক্ষা: ১ বছর আগে থেকে ২৫ টি প্রস্তুতি - MUST
Dr-Ashiqur Rahman,

বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়া মানে শুধু ভিসা ও টিকিটের ব্যবস্থা করা নয়, এটি একটি সুপরিকল্পিত প্রক্রিয়া যার জন্য কমপক্ষে ১ বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। মনে রাখবেন, একটি সফল প্রস্তুতিই পারে আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে। নিচের ২৫টি পয়েন্ট আপনাকে ধাপে ধাপে গাইড করবে:

ডকুমেন্ট প্রস্তুতি:
1. পাসপোর্ট
o পাসপোর্ট করা না থাকলে দ্রুত পাসপোর্ট করে ফেলুন। বিস্তারিত দেখুন এখানেঃ https://www.epassport.gov.bd/
o পাসপোর্ট করার সময় অবশ্যই সকল একাডেমিক সার্টিফিকেটের এবং সেই অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা এবং অন্যান্য তথ্য নির্ভুল প্রদান করে পাসপোর্ট করুন।
o পাসপোর্ট করা থাকলে পাসপোর্টের মেয়াদ সম্পর্কে সচেতন হোন; নূন্যতম ২ বছর মেয়াদ হাতে রেখে উচ্চশিক্ষার আবেদন প্রস্তুতি শুরু করুন।
o আপনার পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড এবং জন্মসনদে সকল তথ্য সবসময় একই রাখুন। উদাহরণ সরূপঃ আপনার স্থায়ী ঠিকানা যদি কুমিল্লা হয়, তবে সকল জায়গায় একই ঠিকানা ব্যবহার করুন। কোনরকম ভুল থাকলে সেটি সংশোধন করে ফেলুন; দ্রুত। নাম কিংবা ঠিকানার গড়মিল আপনার স্কলারশিপ পাওয়া থাকলেও ভিসা আটকে দিতে পারে!

*** (আরেকদিন পাসপোর্ট এবং সার্টিফিকেটে নামসহ বিভিন্ন গড়মিল ও বিড়ম্বনা নিয়ে লিখব, ইনশাআল্লাহ)

2. নাম বিভ্রাট দূর করে সামঞ্জস্যতা নিশ্চিত করুন
o জন্ম সনদ, এসএসসি/এইচএসসি সার্টিফিকেট সহ সকল একাডেমিক সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টে নামের বানান একই রাখুন। একই meaning একই!
o কোথাও ভুল থাকলে কিংবা সামান্য এদিক-সেদিক থাকলেও(!) দ্রুত সংশোধন করুন। চেস্টা করুন পাসপোর্ট আর একাডেমিক সার্টিফিকেটের মাঝে যেটা সংশোধন করা দ্রুত এবং সহজ হবে, সেটা দ্রুত সংশোধন করতে। কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র এফিডেভিট করলেই হয়তো সামান্য গড়মিল থেকে মুক্তি দিতে পারে!
o ভিসা প্রক্রিয়ায় নাম'এর অমিলে বড় ধরনের সমস্যা হতে পারে।

(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )

3. এসএসসি/এইচএসসি সার্টিফিকেট
o সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে সারটিফাইড সার্টিফিকেট নিন।

4. বিশ্ববিদ্যালয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সার্টিফিকেট
o বিদেশে উচ্চশিক্ষায় যথাযত নিয়মে রেজিস্ট্রার অফিস থেকে সিলমোহরকৃত মেইন কপি এবং সিলমোহরকৃত একাধিক ফটোকপি সংগ্রহ করুন। কিছু কিছু এম্বাসি সিলমোহরকৃত ফটোকপি জমা রেখে দিয়ে ভিসা দিবে!

5. ডকুমেন্ট সত্যায়ন
o বিদেশে উচ্চশিক্ষায় সকল ধরনের হয়রানি দূর করা এবং অর্থ ও সময়ের অপচয় রোধ করার জন্যে বর্তমান বাংলাদেশ সরকার এই ডকুমেন্ট সত্যায়ন কাজটি অনলাইনে অল্প খরচে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে করানোর ব্যবস্থা করেছে। এখানে অনলাইনে সত্যায়নের জন্য সেবাপ্রার্থীকে প্রথমে সনদগুলো স্ক্যান করে নিতে হবে। সরকারি মাইগভডটবিডি (https://www.mygov.bd/) ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সনদগুলো আপলোড করতে হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দ্বারা সত্যায়ন ও প্রত্যয়ন হয়ে গেলে সেবাগ্রহীতা তাঁর মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন। এই বার্তা পাওয়ার পর তিনি সত্যায়ন ও প্রত্যয়ন হওয়া সনদটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। বিস্তারিতঃ https://www.youtube.com/watch?v=q7LFiRkHK0g&t=1s
(এমন সহজ একটি সিস্টেম করার জন্য ৩৬শে জুলাই পরবর্তী বর্তমান বাংলাদেশ সরকার আন্তরিক ধন্যবাদ পেতেই পারে।)

6. সকল একাডেমিক ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ
o অনুমোদিত নোটারি পাবলিক/অনুমোদিত অনুবাদক দিয়ে অনুবাদ করান এবং প্রয়োজন সাপেক্ষে নোটারি করান। ৩০ টাকার বিনিময়ে ফুটপাতে চেয়ার টেবিল নিয়ে বসে থাকা ব্যাক্তিদের দিয়ে নোটারি করে লক্ষ টাকার কষ্টার্জিত স্কলারশিপ আর উচ্চশিক্ষায় ভিসা মিস কইরেন না! অধিকাংশ এম্বাসি নোটারি সত্যায়ন ভেরিফাই করে থাকে।

🎯 একাডেমিক প্রস্তুতি:
7. CGPA উন্নয়ন
o বাকি সেমিস্টারগুলোতে/ ফাইনাল ইয়ারে ভালোভাবে ফোকাস করে সর্বোচ্চ গ্রেড নিশ্চিত করুন।
o প্রয়োজনে সুযোগ থাকা সাপেক্ষে বিভিন্ন কোর্সে ইম্প্রুভমেন্ট দিয়ে CPGA বাড়িয়ে নিন।

8. পাবলিকেশন প্রস্তুতি
o প্রফেসরের সাথে কথা বলে জার্নাল পেপার লিখুন।
o নূন্যতম IEEE/Springer কনফারেন্সে সাবমিশনের টার্গেট রাখুন এবং সেই অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করুন।

09. Self-স্কিল আপগ্রেডিং:
বিদেশে উচ্চশিক্ষায় টেকনিক্যাল স্কিল (যেকোনো সাবজেক্টের জন্য জরুরি)

o ডাটা ভিজুয়ালাইজেশন
✔ Tableau/Power BI
✔ Excel (অ্যাডভান্সড ফাংশন)
গুরুত্ব: গবেষণা পেপার ও থিসিসে ডাটা প্রেজেন্টেশনের জন্য

o প্রোগ্রামিং বেসিকস
✔ Python/R (ডাটা অ্যানালাইসিসের জন্য)
✔ MATLAB (ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য)
✔ SQL (ডাটাবেস ম্যানেজমেন্ট)
ফ্রি রিসোর্স: Codecademy (https://www.codecademy.com/), Kaggle (https://www.kaggle.com/learn)

রিসার্চ স্কিল
o একাডেমিক রাইটিং
✔ LaTeX শেখা (বিশেষ করে STEM ফিল্ডের জন্য)
✔ Zotero/Mendeley (রেফারেন্স ম্যানেজমেন্ট)
টিপ: Overleaf (https://www.overleaf.com/) ব্যবহার করে প্র্যাকটিস করুন

o রিসার্চ মেথডোলজি
✔ কোয়ালিটেটিভ & কোয়ান্টিটেটিভ রিসার্চ টেকনিক
✔ SPSS/STATA (স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস)

প্রফেশনাল স্কিল
o কমিউনিকেশন
✔ বিজনেস ইমেইল রাইটিং
✔ প্রেজেন্টেশন স্কিল (PowerPoint/Canva)
ওয়ার্কশপ: ব্রিটিশ কাউন্সিলের IELTS Speaking Club (https://www.britishcouncil.org.bd/)

o প্রজেক্ট ম্যানেজমেন্ট
✔ Trello/Asana ব্যবহার শেখা
✔ Agile মেথডোলজি বেসিকস

ল্যাঙ্গুয়েজ স্কিল
o টার্গেট করা দেশের স্থানীয় ভাষা শিখে নিতে পারেন:
✔ জার্মানির জন্য A2 লেভেল (Goethe-Institut কোর্স)
✔ ফ্রান্সের জন্য DELF A2
ফ্রি রিসোর্স: Duolingo (https://www.duolingo.com/)

o ইন্ডাস্ট্রি-স্পেসিফিক স্কিল- Examples:
ফিল্ড - স্কিল - রিসোর্স
ইঞ্জিনিয়ারিং - AutoCAD, SolidWorks - Udemy(https://www.udemy.com/)
বিজনেস - Bloomberg Terminal, Financial Modeling - Wall Street Prep (https://www.wallstreetprep.com/)
পাবলিক হেলথ - EPI Info, GIS Mapping - WHO eLearning (https://www.who.int/)

স্কিল ডেভেলপমেন্টে প্রতিদিন ১ ঘণ্টা বিনিয়োগ করুন, ১ বছরে দেখবেন ৩৬৫ ঘণ্টার বিশাল অগ্রগতি!

10. কো-কারিকুলার/এক্সট্রা কারিকুলার
o ৩ মাসে একাডেমিক রিলেভ্যান্ট কমপক্ষে ২টি ভলান্টিয়ারিং প্রোগ্রামে যোগ দিন। Coursera, Udemy, etc থেকে একাডেমিক রিলেভ্যান্ট Certification কোর্স করুন।
o সম্ভব হলে একাডেমিক রিলেভ্যান্ট ক্লাবে লিডারশিপ পজিশন নিন (ক্লাব সেক্রেটারি/ভাইস প্রেসিডেন্ট)।

ভাষা পরীক্ষা প্রস্তুতি:
11. IELTS/TOEFL রেজিস্ট্রেশন
o ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি থেকে পরীক্ষার তারিখ বুকিং করুন। বিস্তারিতঃ https://www.britishcouncil.org.bd/en

12. IELTS প্রস্তুতি প্ল্যান
o যথাযত সময় হাতে নিয়ে নিয়মত IELTS প্র্যাকটিস করুন। দৈনিক ৩-৪ ঘণ্টা প্র্যাকটিস রুটিন তৈরি করুন।
o Cambridge IELTS বই সিরিজ অনুসরণ করুন।
o সপ্তাহে ১টি ফুল লেংথ মক টেস্ট দিন।

(ঘরে বসে IELTS প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন লিখছি অন্য আরেকটি পোস্টে; খুব শিগ্রই পাবেন)

13. GRE/GMAT প্রস্তুতি (প্রয়োজন হলে)
Magoosh বা Kaplan স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারেন। ম্যাথের জন্য "Nova's GRE Math Bible" বইটি ভালো! কোচিং সেন্টারে জয়েন করতে পারেন!

14. ইংরেজি স্পিকিং ক্লাব জয়েন করুন
Toastmasters International বা স্থানীয় ইংলিশ ক্লাবে যোগ দিন।

আবেদন প্রক্রিয়া সম্পর্কিত:
15. রিকমেন্ডেশন লেটার সংগ্রহ
o কমপক্ষে ৩ জন রেফারি নির্বাচন করুন (২ জন একাডেমিক, রিলেভ্যান্ট হলে ১ জন প্রফেশনাল)।
o তাদের সাথে ১:১ মিটিং করুন।
o নিজের একাডেমিক পারফরম্যান্স সম্পর্কে জানান

16. স্টেটমেন্ট অব পারপাস (SOP) লিখুন
o ৫০০-১২৫০ শব্দের মধ্যে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক রাখুন।
o Structure: ভূমিকা (১০%); একাডেমিক ব্যাকগ্রাউন্ড (২০%); কাজের অভিজ্ঞতা (৩০%); কেন এই প্রোগ্রাম? (৩০%) এবং ভবিষ্যৎ পরিকল্পনা (১০%)

17. CV/রিজিউমে আপডেট করুন
a. Chronological ফরম্যাটে লিখুন, গবেষণা/প্রজেক্ট হাইলাইট করুন। CV-এর জন্য ইউরোপিয়ান ইউনিয়নের এনডোরস করা Europass ফরম্যাট ফলো করতে পারেন, যা সারা বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয় একসেপ্ট করে। Europass: https://europass.europa.eu/en/create-europass-cv

18. বিশ্ববিদ্যালয়/ স্কলারশিপ প্রোগ্রাম শর্টলিস্ট করুন
o নূন্যতম ১০টি ইউনিভার্সিটি/ স্কলারশিপ প্রোগ্রাম সিলেক্ট করুন। ৩টি ভাগে বাছাই করুন: Dream, Competitive, Safe।
o সাবজেক্ট, টিউশন ফি, স্কলারশিপ সুযোগ বিবেচনা করুন।

19. অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ
o যে কোন প্রোগ্রামে কিংবা স্কলারশিপে আবেদনের জন্য ইউনিভার্সিটি/ স্কলারশিপের স্পেসিফিক পোর্টাল ঘাটাঘাটি করুন; নিজেকে ওই প্রোগ্রাম আবেদনের সাথে পরিচিত করুন; বেশি বেশি। জানুন এবং শিখুন – কিভাবে সঠিক নিয়মে আবেদন করতে হয়।

আর্থিক প্রস্তুতি:
20. স্কলারশিপ রিসার্চ
o বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ অপশন চেক করুন এবং সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করুন।
o আপাতত এই দুটি আর্টিকেল পড়তে পারেনঃ ১) https://www.facebook.com/Engr.Ashiqur.Rahman/posts/9366103730121715
২) https://www.facebook.com/Engr.Ashiqur.Rahman/posts/9389018764496878

21. ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত
o কিছু কিছু দেশের ভিসা আবেদনে এবং সেলফ ফান্ডিং-এ পড়ালেখা করতে চাইলে নূন্যতম ৬ মাসের ট্রানজেকশন হিস্ট্রি রাখুন। ট্রানজেকশন হিস্ট্রি যত স্ট্রিং, ভিসা তত দ্রুত হবে! (স্কলারশিপ পেলে ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না, তবে ২-৩টি দেশে ভিসা চেকলিস্টের অংশ হিসেবে অবশ্যই জমা দিতে হবে!)

22. বাজেট প্ল্যান তৈরি
o বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে যেই দেশে উচ্চশিক্ষায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেই দেশের সেই প্রোগ্রামের রিলেভ্যান্ট টিউশন ফি, লিভিং কস্ট, ইন্সুরেন্স খরচ হিসাব করুন এবং রিলেটেড স্কলারশিপ অথবা অন্য অর্থ উপার্জনের অপশনসমূহ নিয়ে গভীর পরালেখা করুন।

ভিসা প্রস্তুতি:
23. ভিসা রিকোয়ারমেন্ট চেক
o টার্গেট দেশের এম্বাসি ওয়েবসাইট থেকে ভিসা আবেদন চেকলিস্ট চেক করে মানুষিকভাবে ভিসা রিলেভ্যান্ট প্রস্তুতি শুরু করতে পারেন।
o বিশ্ববিদ্যালয় রিকোয়ারমেন্ট অনুযায়ী স্বাস্থ্য বীমা সম্পর্কে জানুন। If needed, মেডিকেল চেকআপ/ মেডিকেল রিপোর্ট সম্পর্কে ধারনা নিতে পারেন।
o পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করার সম্পর্কে যথাযথ ধারনা নিন।

জীবন দক্ষতা উন্নয়ন:
24. রান্না শেখা শুরু করুন
o ১০টি বেসিক রেসিপি শিখে নিতে পারেন (ভাত, ডাল, সবজি ভাজি)। বিদেশে মায়ের হাতের রান্না না খেতে পারলেও যেন কিছু একটা খেয়ে বেঁছে থাকতে পারেন, সেই প্রস্তুতি থাকা উচিত!

25. ড্রাইভিং লাইসেন্স
o ড্রাইভিং শিখে নিতে পারেন। ড্রাইভিং শিখলে অবশ্যই লাইসেন্স নিয়ে নিবেন। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সও করে নিতে পারেন, যা বিদেশে গাড়ি চালাতে কাজে লাগতে পারে।

আজকের ছোট প্রস্তুতিই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি। ধৈর্য্য ও পরিশ্রমে আপনার স্বপ্ন অবশ্যই সফল হবে! এই চেকলিস্ট অনুসরণ করে আপনি একটি স্ট্রেস-ফ্রি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া নিশ্চিত করতে পারবেন বলে বিশ্বাস করি। প্রতিটি ধাপে ধৈর্য্য ও সতর্কতা অবলম্বন করুন। আপনার স্বপ্নপূরণের এই যাত্রায় শুভকামনা।
Collected

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্...
03/04/2025

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপগুলো শুধু টিউশন ফি-ই নয়, বরং যাতায়াত, আবাসন এবং অন্যান্য খরচও কভার করতে পারে। তবে মনে রাখতে হবে, এসব স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতামূলক। আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং সময়মতো আবেদন করা সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে, যেকোনো শিক্ষার্থী তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারে!

ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
https://foreign.fulbrightonline.org/

চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য) 🇬🇧
https://www.chevening.org/

DAAD স্কলারশিপ (জার্মানি) 🇩🇪
https://www.daad.de/en/

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ) 🇪🇺
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

MEXT স্কলারশিপ (জাপান)🇯🇵
https://www.studyinjapan.go.jp/en/

CSC স্কলারশিপ (চীন) 🇨🇳
https://www.csc.edu.cn/

কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
https://cscuk.fcdo.gov.uk/

গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
https://www.gatescambridge.org/

রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
https://www.rhodeshouse.ox.ac.uk/

সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড) 🇨🇭
https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড) 🇳🇱
https://www.studyinnl.org/finances/scholarships

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ 🇦🇺
https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

নিউজিল্যান্ড স্কলারশিপ 🇳🇿
https://www.studywithnewzealand.govt.nz/scholarships

অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ 🇬🇧
https://www.ox.ac.uk/clarendon

সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS) 🇸🇬
https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ 🇨🇦
https://vanier.gc.ca/

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
https://www.gatesfoundation.org/

এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
https://www.adalovelaceinstitute.org/

গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
https://www.microsoft.com/en-us/research/academic-programs/

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ 🇸🇪
https://si.se/en/apply/scholarships/

ডেনমার্ক সরকারী স্কলারশিপ 🇩🇰
https://ufm.dk/en/education/admission-and-guidance

ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ 🇫🇮
https://www.studyinfinland.fi/scholarships

নরওয়ে আর্কটিক স্কলারশিপ 🇳🇴
https://www.studyinnorway.no/scholarships

অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ 🇦🇹
https://grants.at/en/

কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP) 🇰🇷
https://www.studyinkorea.go.kr/

তাইওয়ান স্কলারশিপ 🇹🇼
https://www.taiwanembassy.org/

হংকং PhD ফেলোশিপ 🇭🇰
https://www.polyu.edu.hk/hkpf/

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ 🇲🇾
https://educationmalaysia.gov.my/scholarships/

Schwarzman Scholars Program (China) 🇨🇳
https://www.schwarzmanscholars.org/

স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ 🇺🇸
https://knight-hennessy.stanford.edu/

কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ 🇨🇦
https://www.trudeaufoundation.ca/

কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ 🇬🇧
https://www.cambridgetrust.org/

রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
https://www.rotary.org/en/our-programs/scholarships

NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
https://intern.nasa.gov/

ইউনেস্কো স্কলারশিপ
https://en.unesco.org/fellowships

গুগল ল্যান্স স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মেটা রিসার্চ স্কলারশিপ
https://research.fb.com/programs/fellowship/

টেসলা STEM স্কলারশিপ
https://www.tesla.com/careers/university

ETH Zurich Excellence Scholarship (Switzerland) 🇨🇭
https://ethz.ch/en.html

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
https://www.olympic.org/scholarships

ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
https://www.britishcouncil.org/education/women-in-stem

University of Toronto Lester B. Pearson Scholarship (Canada) 🇨🇦
https://future.utoronto.ca/pearson/

আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ নির্বাচন করুন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদনপত্র প্রস্তুত করুন। সবশেষে, অপেক্ষা করুন এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন!

©️Citation and Copyright
Shahriar Abrar Himel
Resources, Dr-Ashiqur Rahman

The Fulbright Foreign Student Program provides grants for graduate students, young professionals and artists from abroad to conduct research and study in the Un

বই আমাদের ব্রেইনকে ব্যালেন্স করতে হেল্প করে,যা  একটা মানুষের সব কিছু চেঞ্জ করে দেয়। 🌸 বই হোক আমাদের পথচলার সঙ্গী 📚
11/03/2025

বই আমাদের ব্রেইনকে ব্যালেন্স করতে হেল্প করে,যা একটা মানুষের সব কিছু চেঞ্জ করে দেয়। 🌸 বই হোক আমাদের পথচলার সঙ্গী 📚

24/02/2025

পৃথিবী বদলে দেয়া ১০০টি বই

বিশ্বের ৩৫টি দেশের লেখক, বইপ্রেমীদের মধ্যে 'বিবিসি কালচার' থেকে একটি জরিপ চালানো হয়, যেখানে জানতে চাওয়া হয়েছিলো, কোন বইগুলো প্রজন্ম থেকে প্রজন্ম, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়েছে, সমাজ বদলে দিয়েছে।
১০৮ জন লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, অনুবাদকরা ৫টি করে বই নির্ধারন করেন, যেগুলো পৃথিবী বদলে দিয়েছে। বিশ্বের ৩৩ ভাষার বই রয়েছে এর মধ্যে, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে উগান্ডা থেকে পাকিস্তানি, কলম্বিয়া থেকে চায়নার মানুষ রয়েছে, যার মধ্যে মাত্র ৫১ শতাংশ মানুষের মাতৃভাষা ইংরেজি।
এই নির্বাচনকারীদের মধ্যে ৬০ ভাগ নারী ও ৪০ ভাগ পুরুষ ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রাঞ্জ কাফকা, ভার্জিনিয়া উলফ এই লেখকদের ৩ টি করে বই স্থান পেয়েছে এই তালিকায়।
চলুন দেখে নেয়া যাক কোন বইগুলো পৃথিবী বদলে দিয়েছেঃ

১. দ্য ওডিসি (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)

২. আঙ্কল টম'স কেবিন (হ্যারিয়েট বিচার স্টো, ১৮৫২)

৩. ফ্রাঙ্কেনস্টাইন (মেরি শেলি, ১৮১৮)

৪. নাইটিন এইটি-ফোর (জর্জ অরওয়েল, ১৯৪৯)

৫. থিংস ফল অ্যাপার্ট (চিনুয়া আচেবে, ১৯৫৮)

৬. ওয়ান থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান নাইটস (বিভিন্ন লেখক, ৮ম–১৮শ শতক)

৭. ডন কিহোতে (মিগুয়েল দে সারভান্তেস, ১৬০৫–১৬১৫)

৮. হ্যামলেট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৩)

৯. ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড (গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ১৯৬৭)

১০. দ্য ইলিয়াড (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)

১১. বিলভড (টনি মরিসন, ১৯৮৭)

১২. দ্য ডিভাইন কমেডি (দান্তে আলিগিয়ারি, ১৩০৮–১৩২০)

১৩. রোমিও অ্যান্ড জুলিয়েট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৫৯৭)

১৪. দ্য এপিক অফ গিলগামেশ (লেখক অজানা, আনুমানিক খ্রিস্টপূর্ব ২২শ–১০শ শতক)

১৫. হ্যারি পটার সিরিজ (জে কে রাওলিং, ১৯৯৭–২০০৭)

১৬. দ্য হ্যান্ডমেইড'স টেল (মার্গারেট অ্যাটউড, ১৯৮৫)

১৭. ইউলিসিস (জেমস জয়েস, ১৯২২)

১৮. অ্যানিমেল ফার্ম (জর্জ অরওয়েল, ১৯৪৫)

১৯. জেন আয়ার (শার্লট ব্রন্টি, ১৮৪৭)

২০. ম্যাডাম বোভারি (গুস্তাভ ফ্লবেয়ার, ১৮৫৬)

২১. রোমান্স অব দ্য থ্রি কিংডমস (লুয়ো গুয়ানঝং, ১৩২১–১৩২৩)

২২. জার্নি টু দ্য ওয়েস্ট (উ চেং'এন, আনুমানিক ১৫৯২)

২৩. ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট (ফিয়দোর দস্তয়েভস্কি, ১৮৬৬)

২৪. প্রাইড অ্যান্ড প্রেজুডিস (জেন অস্টেন, ১৮১৩)

২৫. ওয়াটার মার্জিন (শি নাই'আন, ১৫৮৯)

২৬. ওয়ার অ্যান্ড পিস (লিও টলস্টয়, ১৮৬৫–১৮৬৭)

২৭. টু কিল আ মকিংবার্ড (হার্পার লি, ১৯৬০)

২৮. ওয়াইড সারগাসো সি (জিন রাইস, ১৯৬৬)

২৯. ঈশপ'স ফেবলস (ঈশপ, আনুমানিক খ্রিস্টপূর্ব ৬২০–৫৬০)

৩০. ক্যান্ডিড (ভলতেয়ার, ১৭৫৯)

৩১. মেডিয়া (ইউরিপিডিস, খ্রিস্টপূর্ব ৪৩১)

৩২. মহাভারত (বেদব্যাস, খ্রিস্টপূর্ব ৪র্থ শতক)

৩৩. কিং লিয়ার (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৮)

৩৪. দ্য টেল অফ গেনজি (মুরাসাকি শিকিবু, ১০২১-এর পূর্বে)

৩৫. দ্য সরোস অফ ইয়ং ওয়ের্থার (জোহান উলফগ্যাং ভন গোথে, ১৭৭৪)

৩৬. দ্য ট্রায়াল (ফ্রাঞ্জ কাফকা, ১৯২৫)

৩৭. রিমেমব্রেন্স অফ থিংস পাস্ট (মার্সেল প্রুস্ট, ১৯১৩–১৯২৭)

৩৮. উইদারিং হাইটস (এমিলি ব্রন্টি, ১৮৪৭)

৩৯. ইনভিজিবল ম্যান (রালফ এলিসন, ১৯৫২)

৪০. মবি-ডিক (হারম্যান মেলভিল, ১৮৫১)

৪১. দেয়ার আইজেস ওয়্যার ওয়াচিং গড (জোরা নীল হার্স্টন, ১৯৩৭)

৪২. টু দ্য লাইটহাউস (ভার্জিনিয়া উলফ, ১৯২৭)

৪৩. দ্য ট্রু স্টোরি অব আহ কিউ (লু সুন, ১৯২১–১৯২২)

৪৪. অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড (লুইস ক্যারল, ১৮৬৫)

৪৫ আন্না ক্যারেনিনা (লিও টলস্টয়, ১৮৭৩–১৮৭৭)

৪৬. হার্ট অব ডার্কনেস (জোসেফ কনরাড, ১৮৯৯)

৪৭. মাঙ্কি গ্রিপ (হেলেন গার্নার, ১৯৭৭)

৪৮. মিসেস ড্যালোয়ে (ভার্জিনিয়া উলফ, ১৯২৫)

৪৯. ইডিপাস দ্য কিং (সফোক্লিস, খ্রিস্টপূর্ব ৪২৯)

৫০. দ্য মেটামরফোসিস (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)

৫১. দ্য ওরেস্টেইয়া (এস্কাইলাস, খ্রিস্টপূর্ব ৫ম শতক)

৫২. সিন্ডারেলা (লেখক অজানা, তারিখ অজানা)

৫৩. হাউল (অ্যালেন গিন্সবার্গ, ১৯৫৬)

৫৪. লে মিজারেবল (ভিক্টর হুগো, ১৮৬২)

৫৫. মিডলমার্চ (জর্জ এলিয়ট, ১৮৭১-১৮৭২)

৫৬. পেদ্রো পারামো (হুয়ান রুলফো, ১৯৫৫)

৫৭. দ্য বাটারফ্লাই লাভারস (লোককাহিনী, বিভিন্ন সংস্করণ)

৫৮. দ্য ক্যানটারবরি টেলস (জিওফ্রে চসার, ১৩৮৭)

৫৯. পঞ্চতন্ত্র (বিষ্ণু শর্মা, আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০)

৬০. দ্য পোস্টহিউমাস মেমোয়ার্স অফ ব্রাস কিউবাস (হোয়াকিম মারিয়া মাচাদো দে আসিস, ১৮৮১)

৬১. দ্য প্রাইম অব মিস জিন ব্রডি (মুরিয়েল স্পার্ক, ১৯৬১)

৬২. দ্য র‍্যাগেড-ট্রাউজারড ফিলানথ্রপিস্টস (রবার্ট ট্রেসেল, ১৯১৪)

৬৩. সং অফ লাউইনো (ওকোট পি'বিটেক, ১৯৬৬)

৬৪. দ্য গোল্ডেন নোটবুক (ডোরিস লেসিং, ১৯৬২)

৬৫. মিডনাইট'স চিলড্রেন (সালমান রুশদি, ১৯৮১)

৬৬. নার্ভাস কন্ডিশনস (টসিতসি ডাংগারেমবগা, ১৯৮৮)

৬৭. দ্য লিটল প্রিন্স (অঁতোয়া দ্য সেন্ট-একজুপেরি, ১৯৪৩)

৬৮. দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা (মিখাইল বুলগাকভ, ১৯৬৭)

৬৯. রামায়ন (বাল্মিকি, খ্রিস্টপূর্ব ১১শ শতক)

৭০. অ্যান্টিগোন (সফোক্লিস, আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৪১)

৭১. ড্রাকুলা (ব্রাম স্টোকার, ১৮৯৭)

৭২. দ্য লেফট হ্যান্ড অফ ডার্কনেস (উরসুলা কে. লে গুয়িন, ১৯৬৯)

৭৩. আ ক্রিসমাস ক্যারল (চার্লস ডিকেন্স, ১৮৪৩)

৭৪. আমেরিকা (রাউল ওতেরো রাইখ, ১৯৮০)

৭৫. বিফোর দ্য ল (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)

৭৬ চিলড্রেন অফ গেবেলাওয়ি (নাগিব মাহফুজ, ১৯৬৭)

৭৭. ইল কানজনিয়েরে (পেত্রার্ক, ১৩৭৪)

৭৮. কেবরা নাগাস্ট (বিভিন্ন লেখক, ১৩২২)

৭৯. লিটল ওমেন (লুইসা মে অ্যালকট, ১৮৬৮–১৮৬৯)

৮০. মেটামরফোসেস (ওভিড, ৮)

৮১. ওমেরোস (ডেরেক ওয়ালকট, ১৯৯০)

৮২. ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান ডেনিসোভিচ (আলেক্সান্ডার সলঝেনিৎসিন, ১৯৬২)

৮৩. অরল্যান্ডো (ভার্জিনিয়া উলফ, ১৯২৮)

৮৪. রেইনবো সার্পেন্ট (আদিবাসী অস্ট্রেলীয় গল্পচক্র, সাল অজানা)

৮৫. রেভল্যুশনারি রোড (রিচার্ড ইয়েটস, ১৯৬১)

৮৬. রবিনসন ক্রুসো (ড্যানিয়েল ডিফো, ১৭১৯)

৮৭. সং অফ মাইসেলফ (ওয়াল্ট হুইটম্যান, ১৮৫৫)

৮৮. দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন (মার্ক টোয়েন, ১৮৮৪)

৮৯. দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার (মার্ক টোয়েন, ১৮৭৬)

৯০. দ্য আলেফ (হোর্হে লুইস বোর্হেস, ১৯৪৫)

৯১. দ্য ইলোকোয়েন্ট পিয়াজেন্ট (প্রাচীন মিশরীয় লোকগল্প, আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০)

৯২. দ্য এম্পেরর'স নিউ ক্লোদস (হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ১৮৩৭)

৯৩. দ্য জঙ্গল (আপটন সিনক্লেয়ার, ১৯০৬)

৯৪. দ্য খামরিয়াত (আবু নুওয়াস, ৮ম শতকের শেষ–৯ম শতকের শুরু)

৯৫. দ্য রাডেটজকি মার্চ (জোসেফ রথ, ১৯৩২)

৯৬. দ্য রেভেন (এডগার অ্যালান পো, ১৮৪৫)

৯৭. দ্য স্যাটানিক ভার্সেস (সালমান রুশদি, ১৯৮৮)

৯৮. দ্য সিক্রেট হিস্টরি (ডোনা টার্ট, ১৯৯২)

৯৯. দ্য স্নোই ডে (এজরা জ্যাক কেটস, ১৯৬২)

১০০. টোবা টেক সিং (সাদাত হাসান মান্টো, ১৯৫৫)
Collected














#পৃথিবী_পরিবর্তনকারী_বই
্রেমী
#অবশ্যপাঠ্য_বই
#পড়াশোনা_হোক_নিয়মিত
#বইপড়া_ভালবাসি
#জ্ঞানই_শক্তি
#সেরা_বই
ে_দেয়_জীবন
#বইয়ের_জগৎ
#বাংলা_বই

বি.দ্রঃ ChatGPT ব্যবহার করার আগে অবশ্যই আমাদের            it essential for your research?..... জানা উচিত! THEN Go Ahead....
24/02/2025

বি.দ্রঃ ChatGPT ব্যবহার করার আগে অবশ্যই আমাদের




it essential for your research?..... জানা উচিত! THEN Go Ahead.

গবেষণায় ChatGPT-এর কার্যকর ব্যবহার
রিয়াদ একটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী, যার গবেষণার কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। গবেষণার সঠিক দিকনির্দেশনা না পাওয়া, টাইম ম্যানেজমেন্ট এবং বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণের চাপ তাকে বিপাকে ফেলেছিল। সে তার সুপারভাইজার থেকে জানতে পারল যে ChatGPT গবেষণার জন্য একটি সহায়ক টুল হতে পারে। তবে এটি কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে তার ধারণা ছিল না। তাই রিয়াদের শিক্ষক তাকে কিছু বিষয় হাতে কলমে দেখিয়ে দিলেন।

📖 লিটারেচার রিভিউ
রিয়াদের গবেষণার বিষয় ছিল Socio-economic impacts of agricultural technology adoption। শত শত রিসার্চ পেপার রিভিউ করা তার জন্য বেশ সময়সাপেক্ষ এবং জটিল হয়ে উঠছিল। তাই সে ChatGPT তে নিম্নলিখিত কমান্ড ব্যবহার করল,
✅ Summarize recent research trends on the adoption of agricultural technology.
✅ Identify key research gaps in agricultural technology adoption studies.
ChatGPT তাকে গুরুত্বপূর্ণ ধারণাগুলো সংক্ষেপে উপস্থাপন করল, যেমন—
✔ Social and economic factors influencing the adoption of agricultural technology
✔ Policy barriers and solutions in technology adoption
✔ The role of education and training in changing farmers’ perceptions
পাশাপাশি রিয়াদ চ্যাট জিপিটিতে রিসার্চ পেপারের পিডিএফ আপলোড দিয়ে সেখান থেকে খুব সহজেই পেপারের ব্যবহার করা মেথড,মেইন ফাইন্ডিংস, লিমিটেশন সম্পর্কে খুব সহজেই ধারনা পেলো।
এর মাধ্যমে, রিয়াদ দ্রুত তার লিটারেচার রিভিউয়ের কাঠামো সাজাতে সক্ষম হল।

📑 একাডেমিক লেখালেখি
রিসার্চ পেপারের ইনট্রোডাকশন (Introduction) লিখতে গিয়ে রিয়াদ দ্বিধায় পড়ে গেল। কীভাবে শুরু করা উচিত, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন, সে বিষয়ে তার পরিষ্কার ধারণা ছিল না। তখন সে ChatGPT-তে নিচের কমান্ডগুলো ব্যবহার করল,
✅ Provide a structured guideline for writing the introduction section of a research paper.
✅ Generate an outline for an introduction on the topic: Agricultural technology adoption and its socio-economic impacts.
ChatGPT তাকে ধাপে ধাপে ব্যাখ্যা করল:
✔ Explain the research background and overall relevance
✔ Highlight existing research and identify research gaps
✔ State the research objectives and questions
✔ Discuss the potential contributions of the research
এই কাঠামোর মাধ্যমে রিয়াদ তার ইনট্রোডাকশন অংশটি আরো অর্গানাইজড করতে পারল।

📊 ডেটা এনালাইসিস ও মডেলিং
গবেষণার তথ্য বিশ্লেষণের জন্য রিয়াদ R Studio ব্যবহার করতে চেয়েছিল, তবে নির্দিষ্ট কোড নিয়ে অনিশ্চয়তায় ছিল। তখন সে ChatGPT-তে লিখল,
✅ Provide R code for running a logit regression model with explanatory variables X1, X2, and X3.
✅ Explain how to interpret the odd ratio in a logit regression model.
ChatGPT রিয়াদকে প্রয়োজনীয় কোড ও ব্যাখ্যা দিয়ে দিল। এতে করে, সে শুধুমাত্র কোড ব্যবহার করাই নয়, বরং এর পিছনের ব্যাখ্যাও বুঝতে পারল।

📌 রেফারেন্স ও সাইটেশন ব্যবস্থাপনা
একাডেমিক লেখালেখির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল উপযুক্ত রেফারেন্স ও সাইটেশন ম্যানেজমেন্ট। যখন রিয়াদ তার গবেষণার জন্য রেফারেন্স লিখছিল, তখন সে ChatGPT-তে নিম্নলিখিত কমান্ড ব্যবহার করল,
✅ Format the following reference in APA 7th style: Author: Smith J., Title: The Role of Technology in Agriculture, Journal: Agricultural Studies, Year: 2022.
✅ Compare the differences between APA, MLA, and Chicago referencing styles.
ChatGPT তার রেফারেন্স যথাযথভাবে ফরম্যাট করে দিল এবং বিভিন্ন রেফারেন্স স্টাইলের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করল।

⚠️ সতর্কতা
যদিও ChatGPT গবেষণা ও একাডেমিক লেখালেখিতে সহায়ক হতে পারে, তবে কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা প্রয়োজন—
🚫 তথ্য যাচাই করা জরুরি: ChatGPT এর দেয়া উত্তর সবসময় নির্ভুল নাও হতে পারে। তাই প্রতিটি তথ্যের প্রামাণ্যতা যাচাই করা উচিত।
🚫 পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয়: AI-কে সম্পূর্ণ নির্ভরযোগ্য উৎস হিসেবে না দেখে সহায়ক টুল হিসেবে ব্যবহার করতে হবে।
🚫 মূল্যবান চিন্তাভাবনা নিজেই করতে হবে: গবেষণার মৌলিকত্ব রক্ষা করতে নিজস্ব বিশ্লেষণ ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share