Rafiq 741

Rafiq 741 ভিডিও

02/12/2023

নতুন শিক্ষা ব্যবস্হায় আপনাকে স্বাগতম 🦆🦆🦆পাক পাক পাক পাক

বয়কট মানে বয়কট ৮০ টাকা কেন ১০০ টাকা ছাড় দিলোও হবেনা 🤬
19/11/2023

বয়কট মানে বয়কট ৮০ টাকা কেন ১০০ টাকা ছাড় দিলোও হবেনা 🤬

আর কেমনে বুঝালে বুঝবেন আপনারা?আর কোন ভাষায় বললে আপনাদের বোধগম্য হবে?কোন ভাষা শৈলী ব্যবহার করে আপনার হৃদয় স্পর্শ করতে পার...
19/11/2023

আর কেমনে বুঝালে বুঝবেন আপনারা?
আর কোন ভাষায় বললে আপনাদের বোধগম্য হবে?
কোন ভাষা শৈলী ব্যবহার করে আপনার হৃদয় স্পর্শ করতে পারবো?কুরআনিক শিক্ষা ছাড়া সন্তান প্রতিপালনের সিদ্ধান্ত আপনার অসহায় বার্ধক্যটাকে একটা জীবন্ত নরকে পরিণত করবে।সময় থাকতে বোঝার চেষ্টা করুন!

11/11/2023

নায়েবে আমীরুল মু #জাহিদীন(?) শাইখুল হাদীস(?) মাওলানা(?) মুফতী(?) সৈয়দ(?) ফয়জুল করিম কাসেমী(?) পীর সাহেব(?) পীরে কামেল(?)চরমোনাই!

✔শরীয়তের পরিভাষায় যিনি স #শস্ত্র মু #জাহিদ বাহিনীর নেতৃত্ব দেন তাকেই আমীরুল মু #জাহিদীন বলে। অথচ চরমোনাই পীর স #শস্ত্র বাহিনীর নেতৃত্ব তো দূরের কথা সামরিক ট্রেনিং বিহীন এই পীর স #শস্ত্র বাহিনীর সদস্য হওয়ারও যোগ্যতা রাখেনা! যেখানে মূল পীরেরই এই দশা সেখানে তার নায়েব তো আরও আগে বাদ।
অতএব নাম হবে- শাইখুল হাদীস মাওলানা মুফতী সৈয়দ ফয়জুল করিম কাসেমী পীর সাহেব চরমোনাই।

✔চরমোনাই পীরেরাও নামের শুরুর সৈয়দ শব্দটা মূলত রাসুলুল্লাহ ﷺ এর বংশধর হওয়ার দাবিতেই লাগান। একথা আমি রেজাউল করিম সাহেবের বয়ানে শুনেছি, যেখানে তিনি তার পিতা ফজলুল করিমকে আওলাদে রাসূল বলে সম্মোধন করেছেন। অথচ চরমোনাই পীর এর কোনো নির্ভরযোগ্য সনদ এখন পর্যন্ত দেখাতে পারেনি! সুতরাং নামের শুরুর সৈয়দটাও ভুয়া!
অতএব নাম হবে- শাইখুল হাদীস মাওলানা মুফতী ফয়জুল করিম কাসেমী পীর সাহেব চরমোনাই।

✔নির্ভরযোগ্য সূত্রে জানা যায় এবং ফয়জুল করীম সাহেব নিজেই বলেছেন তিনি দেওবন্দে দাখেলা পাননি । এবং আজ পর্যন্ত দেওবন্দের কোনো সনদও দেখাতে পারেননি! তার মানে নামের শেষের কাসেমী লকবটাও জাল!
অতএব নাম হবে- শাইখুল হাদীস মাওলানা মুফতী ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই।

✔সাধারণত মাওলানা বলতে আমরা কওমি মাদ্রাসায় তাকমিল বা দাওরায়ে হাদীস শেষ করা আলিমকে বুঝি। অথচ ফয়জুল করিম সাহেবের জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় দাওরা হাদীস পড়ার কোনো ইতিহাস পাওয়া যায়না! অবশ্য উনি আলিয়াতে পড়েছেন বলে জানা যায়। আলিয়াওয়ালাদেরকে অনেকে মাওলানা না বলে মৌলুবী বলে থাকেন। তাছাড়া উনার মত আমীরুল মুহাররিফীনের নামের সাথে মাওলানা শব্দটা মানানসইও নয়!
অতএব নাম হবে- শাইখুল হাদীস মৌলুবী মুফতী ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই।

✔মজার বিষয় হলো উনি কোনো দারুল ইফতায় ফতোয়া দানে কর্মরত নন এবং কোনো ইফতা বিভাগেও জীবনে পড়েননি, এবিষয়ে উনার কোনোপ্রকার সনদও নেই, এরপরও উনি মুফতী! কেউ একজন প্রশ্ন করলে নাকি বলেছিলেন, আমি আলিয়াতে ফিকাহ পড়েছি। অথচ উনার সমর্থক কওমি আলিমরাও আলিয়াতে ফিকাহ পড়া লোককে মুফতী মানতে রাজি না, তাহলে আমরা মানি কিভাবে?
অতএব নাম হবে- শাইখুল হাদীস মৌলুবী ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই।

সবশেষে জানতে চাই পীরে কামেল কাকে বলে?পীরে কামেলের আলামত কি? চোরমোনাই পীর যে পীরে কামেল তার প্রমাণ কি?

✔প্রচলিত পরিভাষা অনুযায়ী

‼️ যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!‼️■■ যিনা কাকে বলে? কোন কাজ গুলো যিনা? যিনা সম্পর্...
08/11/2023

‼️ যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!‼️

■■ যিনা কাকে বলে?
কোন কাজ গুলো যিনা?

যিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং যিনা করার পূর্বে এই হাদীসটিএকবার পড়ে নিন!!

■▪যিনা কী?
■▪শুধুই অবৈধ ভাবে মেলামেশা করাকেই যিনা বলা হয়?
■▪না!!

●● হাদীসের ভাষায় যিনা বহু প্রকারে বিভক্ত। যেমনঃ
●▪০১। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা!
●▪০২। যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!
●▪০৩। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শকরা হাতের যিনা!
●▪০৪। ব্যাভি চারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!
●▪০৫। সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যিনা।
●▪০৬। যিনার কল্পনা করা ও আকাংখা করা মনের যিনা!
●▪০৭। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-----(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!

●● অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যিনা মনে করে থাকি! এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত ননতো?

■■ যিনা স্পষ্ট হারামঃ
আল্লাহ তা'আলা যিনাকে হারাম ঘোষণা করে বলেনঃ -------"তোমরা যিনার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
-----(সুরা বনী-ইসরাঈল আয়াতঃ ৩২)

■■ যিনার শাস্তিঃ
যিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
---------"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন)চলছিলো! আমি জিবরাঈল(আঃ )কে জিজ্ঞেস করলামঃ এরা কারা???"

●▪জিবরাঈল(আঃ) বললেনঃ
-------"তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ!"
-----(বুখারী)

■■ যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
■▪সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!

●● তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া।

আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণহা থেকে দুরে থাকার তৌফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ মাওঃ রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছেন!
04/11/2023

আলহামদুলিল্লাহ
মাওঃ রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছেন!

04/11/2023

একটি হারাম ব্যবসা
"সেলফ বিজনেস"
এটা হারাম পদ্ধতি ব্যবসা ।
যা কখনো জায়েজ হতে পারে না । বড়ই দুঃখ লাগে, যখন দেখা যায় ,সেখানে কোন আলেম বা হাফেজ অথবা কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্র যুক্ত হয় ।
এই সেলফ বিজনেস ,ডেসটিনি ও এম এল এম পদ্ধতির নতুন একটা রূপ । যাতে রয়েছে শ্রমবিহীন বিনিময় এবং বিনিময় বিহীন শ্রম । যা শরীয়তসম্মত নয় । আমাদের উদ্দেশ্য জানিয়ে দেয়া । হারাম জানার পরও যারা যুক্ত থাকবেন , আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে । আপনাদেরকে দেখে সাধারণ মানুষ সেখানে যুক্ত হচ্ছে। তারা মনে করছে , যদি হারাম হত , তাতে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র জড়িত হতো না । তাহলে আপনি হারামের দিকে ধাপিত কারী একজন ব্যক্তি হলেন । আল্লাহকে কী জবাব দেবেন ? হারাম খেলে, হারামে জড়িয়ে থাকলে, দ্বীনের কোন লাইনে খেদমত হবে বা করতে পারবেন মনে হয় না । আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন । আমীন

যা দেখছেন সত্য দেখছেন কোন কিছুই ইডিট না , হ্যা এ দেশে ইসলামি মাহফিল করার জন্য ও প্রয়োজন হয় পুলিশের অনুমতির,  আবার ঐ পুলি...
01/11/2023

যা দেখছেন সত্য দেখছেন কোন কিছুই ইডিট না , হ্যা এ দেশে ইসলামি মাহফিল করার জন্য ও প্রয়োজন হয় পুলিশের অনুমতির, আবার ঐ পুলিশের সামনে **** খাওয়া যায় একটু টাকা খরচ করলে, আপসোস এ জাতির জন্য 😔😔😔

এ জিবনে হাজারো প্রলয়ের গল্প বা উপন্যাস পড়েছি, কিন্তু সত্যিকারের প্রলয় কোন দিন ও দেখার সুযোগ হয় নি 😌 কিন্তু এবারের প্রলয় ...
31/10/2023

এ জিবনে হাজারো প্রলয়ের গল্প বা উপন্যাস পড়েছি,
কিন্তু সত্যিকারের প্রলয় কোন দিন ও দেখার সুযোগ হয় নি 😌 কিন্তু এবারের প্রলয় দেখার জন্য অপেক্ষায় রইলাম??? আপনি ও রেডি থাকুন দেখার জন্য, 😶

🥚🥚🥚
30/10/2023

🥚🥚🥚

30/10/2023

পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন শাসক একইসাথে ৫৪০ টি মসজিদ করতে পারেনি,
যা আমাদের প্রধানমন্ত্রী করেছেন~~ মাও.কফিল উদ্দিন সরকার সালেহী,
আজ ইমাম সম্মেলনের বক্তব্য।😧😧😧

উড়ন্ত চিঠি ---------উড়ন্ত চিঠি --------------উড়ন্ত চিঠি পুলিশ নিহত হওয়ার ঘটনায় একদিন না পেরিয়ে যেতেই ‘অপরাধী সনাক্ত’ ...
30/10/2023

উড়ন্ত চিঠি ---------উড়ন্ত চিঠি --------------উড়ন্ত চিঠি

পুলিশ নিহত হওয়ার ঘটনায় একদিন না পেরিয়ে যেতেই ‘অপরাধী সনাক্ত’ ও গ্রেফতার করা সম্ভব হয়। অথচ ক্ষমতাশীলদের কথিত শান্তি সমাবেশে দুই নেতার অনুসারীদের মারামারিতে নিরীহ মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউলের হত্যাকারীদের বিচার তো দূরের কথা মাসের পর মাস পেরিয়ে গেলেও আজও কাউকে শনাক্ত বা গ্রেফতার করা হয়েছে বলে জানা নেই!

এরকম অন্যায় অবিচার আর বেইনসাফি বাড়তে থাকলে মানুষ সহন ক্ষমতা বা ভারসাম্য হারিয়ে ফেলবে, ক্রোধের বহ্নিশিখা অনাকাঙ্ক্ষিত স্থানেও জ্বলে উঠবে দাউ দাউ করে।

বলি—নিজেদের ভালোর জন্য হলেও প্রশাসনের উচিৎ ইনসাফের পক্ষে অবস্থান নেয়া। ক্ষমতাসীনদের দাবারগুটি হয়ে না থেকে তাদের উচিৎ বিবেকের কাঠগড়ায় নিজেদেরকে হাজির করা...

27/10/2023

কাপুরুষ আটকায় সৌন্দর্যে.....!!!
বেগানা-নারী আটকায় অর্থে..!!!😔
মানুষ আটকায় মায়ায়..!!!🥀🤗
অমানুষ আটকায় স্বার্থে......!!!💔

27/10/2023

صَــــــــــــــــلَّ اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম

24/10/2023

قال رسول الله (ص)
(( تعوذوا بالله من جب الحزن ))

23/10/2023

অজানা কারণে মন খারাপ
পুরাদিন টা অসুস্থবোধ করছি 😔
অস্বস্তিভাব থেকে রেহাই পাচ্ছি না
😭😭😭

22/10/2023

বিনয়ে বিনয়ে
ভয়ে ভয়ে বেশি বেশি
আল্লাহ তায়ালাকে ডাকা উচিত। কেননা হায়াত একদম শেষ হয়ে গিয়েছে। হটাৎ মৃত্যুর ডাক চলে আসবে।

22/10/2023

হিন্দুদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো,পূজায় অংশগ্রহণ করা,প্রসাদ খাওয়া,প্রকৃত মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafiq 741 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share