SK AKBAR VAI

SK AKBAR VAI আল্লাহপাক ভাগ্যে যা লিখছে সেটা হবে আমি শুধু চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
(4)

30/11/2025

"সময় বদলাবে, আমিও বদলাবো— আবারো ঘুরে দাঁড়াবো ধরে, বিশ্বাসই আমার শক্তি।"

বড় ভাইয়ের হাতটা যখন ছোট ভাইয়ের মাথায় যায়,ওটা শুধু একটি স্পর্শ নয়—ওটা আশ্বাস, নিরাপত্তা আর নিঃশব্দ ভালোবাসার ভাষা।জ...
29/11/2025

বড় ভাইয়ের হাতটা যখন ছোট ভাইয়ের মাথায় যায়,
ওটা শুধু একটি স্পর্শ নয়—ওটা আশ্বাস, নিরাপত্তা আর নিঃশব্দ ভালোবাসার ভাষা।
জীবনের যত ঝড়-ঝাপটা আসুক, বড় ভাই যেন ঢাল হয়ে পাশে দাঁড়ায়,
তার হাতের সেই মমতা ছোট ভাইয়ের কাছে পৃথিবীর সবচেয়ে শক্ত আশ্রয় হয়ে থাকে।

একটুকু হাত রাখার মধ্যেই থাকে যত্নের হাজারটা প্রতিশ্রুতি,
থাকে নিজের চেয়ে ছোটকে আগলে রাখার অদৃশ্য দায়িত্ব।
বড় ভাইয়ের সেই হাত যেন বলে—
"ভয় পাস না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে।"

আর ছোট ভাই সেই স্পর্শে খুঁজে পায় সাহস,
খুঁজে পায় একটা নিশ্চিন্ততা—যে পৃথিবী যতই কঠিন হোক,
এই একটা হাত বরাবরই তার মাথার ওপর ছায়ার মতো থাকবে।

29/11/2025

•―༊"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"..!🌸💚

দিনটা খুব মিস করি—সেই মুহূর্তগুলোর হাসি, কথা, আর অদ্ভুত শান্তি আজও মনে লাগে।যেমন হঠাৎ থমকে যাওয়া বিকেল, ঠিক তেমনই থেমে ...
28/11/2025

দিনটা খুব মিস করি—
সেই মুহূর্তগুলোর হাসি, কথা, আর অদ্ভুত শান্তি আজও মনে লাগে।
যেমন হঠাৎ থমকে যাওয়া বিকেল, ঠিক তেমনই থেমে আছে কিছু স্মৃতি—
যা ভুলতে চাইলে আরও বেশি করে মনে পড়ে।
হয়তো সেই দিনের মানুষগুলো বদলে গেছে, সময়ও তার মতো করে পাল্টেছে,
কিন্তু অনুভবগুলো এখনো ঠিক আগের মতোই বুকের ভিতর নরম করে বাজে।
দিনটা ফিরবে না জানি, তবুও মন চায়—
আরেকবার সেই আগের আলোয় ফিরে গিয়ে একটু হাসি, একটু কথা জমিয়ে রাখি।

ভুল করে নিলেও সব দোষটাই পরে আমার নামের ওপর,মানুষ ভুল দেখে না—দেখে শুধু দোষ দেওয়ার সুযোগটুকু।
27/11/2025

ভুল করে নিলেও সব দোষটাই পরে আমার নামের ওপর,
মানুষ ভুল দেখে না—দেখে শুধু দোষ দেওয়ার সুযোগটুকু।

08/11/2025

জীবনটা ঠিক নদীর মতো, থেমে থাকলে হারায় গতি,
কখনো হাসি, কখনো কাঁদায়—তবু এটাই জীবনের গতি।

26/10/2025

অনেক স্মৃতি এখনো মনে পড়ে,
কিছু হাসায়, কিছু চোখে জল ভরে। 💭💔

15/10/2025

ভুল খুঁজে বেড়াই সবাই, ঠিকটা কেউ শেখায় না,
নিজেকে ঠিক না করে, দুনিয়ার বিচার থামে না।

মামা-ভাগ্নির ভালোবাসা এমনই এক টান,রক্তে নয় শুধু, মমতায় বাঁধা প্রাণ। 💖
13/10/2025

মামা-ভাগ্নির ভালোবাসা এমনই এক টান,
রক্তে নয় শুধু, মমতায় বাঁধা প্রাণ। 💖

মন খারাপের সময় হাসিটাও মিথ্যে লাগে,সব আনন্দ যেন দূরে কোথাও হারিয়ে যায়।
12/10/2025

মন খারাপের সময় হাসিটাও মিথ্যে লাগে,
সব আনন্দ যেন দূরে কোথাও হারিয়ে যায়।

10/10/2025

বুক ভরা কষ্ট নিয়ে চলে আসলাম 😭

Address

Chittagong

Telephone

+8801755897639

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK AKBAR VAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK AKBAR VAI:

Share

Category