14/09/2025
ইদানীং আমি একটু কেমন যেন হয়ে গেছি,জীবনটা কি হওয়ার কথা ছিলো আর কি হচ্ছে একে একে..নিজের পরিবর্তন নিয়ে আয়নায় দাড়ালে নিজেকে নিজেই দেখলে কেমন যেন ভয় পাই,সবই আছে তবুও কোথাও যেন কিছু নেই,কেউ নেই! ইচ্ছে করে কথা বলা কমায় দিয়েছি যাদের সাথে তুমুল ঝড় তুলতাম। ভিশন রকম মন খারাপিতেও আলোতে আসতে ইচ্ছে হয়না,পছন্দের জিনিসগুলো শেষবার কবে স্পর্শ করেছি ঠিক মনে পরতেছে না।বুকে এক হ্রাস যাতনা নিয়ে মুখ ভরিয়ে হাসতে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বুঝাই কেমনে? আমি তো এগুলো ডিজার্ভ করি না!তবুও ভাগ্য এমন বেঈমানী করলো কেন? সকল হতাশা দূর্দশা একদিন কাটিয়ে উঠবো ইন শা আল্লাহ...