
30/09/2023
জোয়াও ক্যান্সেলো গতকালের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। ম্যাচে তার ইমফ্যাক্ট চোখে পড়ার মতো ছিল, একটা সময় ইংরেজি ধারাভাষ্যে বলেই উঠলেন তাকে চাইলে খালি থাকা ১০নং জার্সি দেয়া যায়। তার অসাধারণ ড্রিবলিং, ফরওয়ার্ড পাসিং, রান মেকিং, ডিপেন্স সবই সামলিয়েছেন কাল।