Barua Tv

Barua Tv বৌদ্ধ ও বৌদ্ধ ধর্মের পক্ষে Barua Tv

ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ড. সুকোমল চৌধুরীর প্রয়াণে পুণ্যদান।আমার পি.এইচ.ডি ডিগ্রির তত্ত্বাবধায়ক আচার্য গর্ভম...
04/05/2025

ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ড. সুকোমল চৌধুরীর প্রয়াণে পুণ্যদান।
আমার পি.এইচ.ডি ডিগ্রির তত্ত্বাবধায়ক আচার্য গর্ভমেন্ট সংস্কৃত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুকোমল চৌধুরী ভারতীয় সময় সকাল ১১:৩০ মিনিটে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মতো বিরল প্রতিভা মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণ হওয়ার নয়। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও পুণ্যদান করছি। বর্তমান সময়ে তাঁর মতো ত্রিপিটক শান্ত্রজ্ঞ, মহাপণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা বড়ই দুর্লভ। তিনি ধর্মাধার বিদর্শন শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কলকাতাস্থ ধর্মাধার শতবর্ষ ভবনের জমি ক্রয়ে তাঁর অবদান অনস্বীকার্য। ধমার্ধার গ্রন্থ প্রকাশনীসহ বহু গ্রন্থ অনুবাদ গ্রন্থ প্রকাশ এবং অসংখ্য গবেষণা গ্রন্থ প্রকাশ করে বহু কীর্তিতের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ ও ভারতে তাঁর অসংখ্য ছাত্র—ছাত্রী ও প্রতিভাবান গবেষক ভিক্ষু—সংঘ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। নালন্দা পত্রিকা, বোধিভারতী, জগজ্জোতি পত্রিকা প্রকাশে সত্যিই তাঁর অবদান প্রশংসনীয়। তিনি সাধক শ্রেষ্ট থথবা মহাস্থবিরের বংশধর। তাঁর জন্মজনপদ সাতবাড়িয়ার বেপারিপাড়া গ্রামে। আমি তাঁর পারলৌকিক সুখ—শান্তি কামনা করছি। তিনি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ও মহাবোধি সোসাইটির উন্নয়নের ক্ষেত্রেও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য যে, তাঁর শবদেহ বিদর্শন শিক্ষাকেন্দ্র, মহাবোধি সোসাইটি, বৌদ্ধ ধর্মাঙ্কুর, সংস্কৃত গর্ভনমেন্ট কলেজ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে।

©

প্রিয় পুণ্যার্থীগণ, আগামী ১১ মে, ২০২৫ (রবিবার)  শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছ...
28/04/2025

প্রিয় পুণ্যার্থীগণ, আগামী ১১ মে, ২০২৫ (রবিবার) শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে ৮৪ হাজার ধর্মস্কন্ধ (বুদ্ধ) পূজা।

এ উপলক্ষ্যে আগামী ১০ মে, (শনিবার) দুপুর ২ টায় ১০১ জন শ্রামণ করা হবে। বয়স ৭ থেকে ৭০ বছর।

যারা ৭ দিনের জন্য শ্রামণ হতে ইচ্ছুক তারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে নাম জমা দেওয়ার জন্য অনুরোধ রইল।

১.ভদন্ত তাপসসেন ভিক্ষু +8801640655875
২.ভদন্ত শান্তসেন ভিক্ষু +8801867447767

ছবিঃ বিগত বছর গুলোতে রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে গণপ্রব্রজ্যার্থী।

© কে.শ্রী জ্যোতিসেন মহাথের

সবাই আমার সালাম ও আদাব। আমি টিনা বড়ুয়া বাড়ি চট্টগ্রাম।গত জানুয়ারী মাসে প্রথম ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর থেকে, বিভিন্ন...
28/04/2025

সবাই আমার সালাম ও আদাব। আমি টিনা বড়ুয়া বাড়ি চট্টগ্রাম।

গত জানুয়ারী মাসে প্রথম ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর থেকে, বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা সহ এবং কিছু ভুল চিকিৎসা করে বেশ কয়েক লক্ষ টাকা দেশে নষ্ট হয়ে যায় এবং পরে ইনফেকশন হয়ে যায়।

তারপরে টোটাল ৮৫ হাজার টাকা ব্যায়ে ভারতের মেডিকেল ভিসা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছি তামিলনাড়ুর ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবং এখানে বাংলাদেশের কোনো রিপোর্টই গ্রহণ করেনাই। সব নতুন করে করতে হয়েছে এবং সার্জারী। সব মিলিয়ে এখানেও খরচ হয়েছে লাখ ৬ এক রুপীর কাছাকাছি।

আমার বাবা মা তেমন বিত্তবান নয়।আমার স্বামী একাই আমার চিকিৎসা ব্যায়ভার বহন করেছেন। সেও এখন ক্লান্ত। সেও অসুস্থ।

কিন্তু আমার এখনো কিছু রেডিয়েশন বা রেডিও থেরাপি দেওয়া বাকি যার ব্যায় ধরা হয়েছে আনুমানিক পাঁচ লক্ষ রুপী। সাথে আছে বাপ - মেয়ে মিলে থাকা খাওয়ার খরচ ও ঔষধ।
সর্বসাকুল্য আরো লাখ সাতেক রুপীর খরচ।

এবং পরবর্তী চার বছরের ফলোআপ।
ওটা নাহয় এখন না ধরি। কিন্তু আরো ৭ লাখ রুপীর যে খরচ, তার জন্যই আসলে আমাদের ইভান ভাইয়ের মাধ্যমে আপনাদের দরজায় হাজির হয়েছি।

আমি বাঁচতে চাই।
আমাকে বাঁচান।

সবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🌻

Bkash no- 01829443614 ( টিনা বড়ুয়া - রোগীর একাউন্ট )
Bank-Sonali bank
Acount holder-Tina barua
Acount number-1006601009941
Branch-Chawkbazar

‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। কত আশা-প্রত্যাশা নিয়ে রামু শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার এসেছি। পক্ষান্...
27/01/2025

‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। কত আশা-প্রত্যাশা নিয়ে রামু শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার এসেছি। পক্ষান্তরে এক বুক আক্ষেপ, অনুশোচনা, নির্বাক নিয়ে বের হয়ে যেতে হচ্ছে। এমন সময়ে এসে এইভাবে অনিচ্ছাকৃত অঘটন ঘটবে ভেবে পাচ্ছি না। সত্যি খুব অনুশোচন হচ্ছে শ্রদ্ধেয় ছেকাচারা মহাথের প্রতি, যখন থেকে বের হয়ে যাওয়া চিন্তা করেছি, তখন থেকে ভান্তে প্রতি খুব মায়া, দয়া হয়। তবুও কি আর করা সবি নিয়তি ভেবে সত্য তাকে গ্রহণ করছি। বড় ভান্তে আমাকে ছাড়তে চাই না, কিন্তু অন্যেরা তো ভান্তে কথা কর্ণপাত করছে না, বরং ভান্তের বয়স্ক অজুহাত বরাংবার আমাকে হেনস্থা করছে। যা একজন সুস্থ লোকে সহ্যশক্তি হারিয়ে ফেলে।

যখন শ্রদ্ধেয় ভান্তে আমাকে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার হতে পুরাতন বিহারে নিয়ে যাওয়ার জন্য কল্যাণকামী শ্রদ্ধেয় শীলপ্রিয় মহাথের ভান্তেকে যখন বলেছে তিনি(ছেকাচারা মহাথের) আর আগে মতো দায়ক-দায়িকাদের শীল দিতে পারছে না, ছোয়াইং গ্রহণ ও খাওয়াদাওয়া অসুবিধা হচ্ছে, তখন শ্রদ্ধেয় শীলপ্রিয় মহাথের আমাকে ডেকে সম্মতি নেওয়া পর দায়ক-দায়িকা এসে ফাং করে নিয়ে গিয়েছে। পুরাতন বিহারে যাওয়া পর হতে ভান্তের আমার সেবা যত্নে কখনো কমতি রাখেনি, ভান্তের যখন যে প্রয়োজন আমি নিজের সাধ্য মতে করে দিয়েছে। আমার জন্মজন্মান্তর কি পূণ্য প্রভাবে আছে জানি না যে ভান্তে মতো জ্ঞানী গুণি পন্ডিত ভিক্ষু সাথে এক সঙ্গে থাকতে পেরেছি। ক্ষণিকে জীবন চলার পথে পণ্ডিত্য ব্যক্তি সাথে বসবাস করতে পেরে খুব ভাগ্যবান মনে করছি।

আমার জীবনে একটা অনুশোচনা থেকে যাবে ভান্তে শেষ জীবন পর্যন্ত থাকতে না পারা। কি আর করা তারা তো আমাকে চাই না, যখন তারা চাই না তখন সেখানে থাকা বোকামি ছাড়া কিছু না, আমি নাকি সব নষ্টে গোড়া, যে ঘটনা কারণে বের হতে হচ্ছে সেটা নাকি আমার দ্বারা সৃষ্টি। উক্ত বিহার হতে আমি চলে গেলে নাকি সব দিকে মঙ্গল বয়ে আনবে। যদি আমি চলে যাওয়াতে মঙ্গল হয়, তাহলে চলে যাওয়া ভালো। আমি চাই না আমার দ্বারা অন্যে কারো ক্ষতি হও। তাই ভান্তের যেতে না দিলেও আমাকে চলে যেতে হচ্ছে। পরিশেষে একটা কামনা থাকবে শ্রদ্ধেয় ছেকাচারা মহাস্থবির সুখে, শান্তি ও নিরাময় থাকুক এবং সজ্ঞানে বেচেঁ থাকুক।🙏🙏🙏

ভদন্ত শুদ্ধানন্দ থের আজ ১১.৩০ মিনিটে লোহাগাড়া মা মনি হাসপাতালে পরলোক গমন করেছেন।
18/01/2025

ভদন্ত শুদ্ধানন্দ থের আজ ১১.৩০ মিনিটে লোহাগাড়া মা মনি হাসপাতালে পরলোক গমন করেছেন।

অনেকই হয়তো লেখাগুলো দেখে আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখবে। তাতেও সাধুবাদ। তারপরও আমার জাতি-সমাজ এমন প্রতিকুল পরিবেশে রক্ষিত হো...
09/01/2025

অনেকই হয়তো লেখাগুলো দেখে আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখবে। তাতেও সাধুবাদ।
তারপরও আমার জাতি-সমাজ এমন প্রতিকুল পরিবেশে রক্ষিত হোক। উনার উদ্ভবট সিদ্ধান্তের কারণে যে পুরো সমাজ-জাতি বিতর্কিত না হোক। শুধু এটাই কাম‍্য।

উনার ভিক্ষু জীবনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি-
উনার উচিত ছিল প্রথম থেকেই নিজেকে এভাবে অতিরঞ্জিত করে উপস্থাপন না করে কোনো সৎ ও আদর্শবান বিনয়শীল গুরুর সান্নিধ্য থেকে নিজেকে আরো ধর্মের গভীর চর্চায় নিমজ্জিত রাখা।

এখন উনার না আছে বুদ্ধের প্রকৃত ধর্ম ও দর্শন জ্ঞান- না আছে শীল-বিনয়ে গভীর পরিপক্কতা, না আছে দূরদর্শী চিন্তা। উনি কার আদর্শ নিয়ে চলছেন তা একমাত্র উনিই ভালো বলতে পারবেন। তবে ত্রিপিটকের বর্নিত বুদ্ধ কিংবা তাঁর শ্রাবকশিষ‍্যের কারো আদর্শের চর্চা উনার আচরনে পরিস্কার দৃষ্ট হচ্ছে না।

আমাদের বড়ুয়াদের কয়েক ডজন হুজুগী অতিধার্মিক তার পেছনে হই হই করে সাধু বাদ দিলে- সেই নিজেকে পৃথিবী জয় করে ফেলেছে ভাব নিয়েছে।
ফলে আজকে তার এমন করুন পরিনতি।

ধর্ম ও দর্শনের গভীরতা না থাকলে পদে পদে নানা বিপত্তি আসবেই।
এখনও সময় আছে- নিজ ও জাতি সমাজ রক্ষায় বুদ্ধের প্রকৃত আদর্শ ধারণ করে কোলাহল বিমুখ, জনসমাগম বিমুখ নিরব-নিভৃতচারী হয়ে অবস্থান করা। এতে আত্ম-পর সবারই মঙ্গল হবে।

@ SB Barua

কে.শ্রী জ্যোতিসেন ভিক্ষুর মন্তব্য।  (০৩.০১.২০২৫ইং)
03/01/2025

কে.শ্রী জ্যোতিসেন ভিক্ষুর মন্তব্য। (০৩.০১.২০২৫ইং)

জ্যোতিসেন ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ কারীর সাথে আমাদের (বড়ুয়া টিভির) কোন সম্পর্ক নেয় ও আমাদের পূর্ব পরিচিত ও নই এবং জ্যোতিস...
03/01/2025

জ্যোতিসেন ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ কারীর সাথে আমাদের (বড়ুয়া টিভির) কোন সম্পর্ক নেয় ও আমাদের পূর্ব পরিচিত ও নই এবং জ্যোতিসেন ভিক্ষুর সাথে আমাদের শত্রুতা ও নেয় বরং একজন সুপরিচিত সুদেশক বৌদ্ধ ভিক্ষু হিসেবে জ্যোতিসেন ভিক্ষুকে চিনি
। আমরা শুধু মাত্র ঘটে যাওয়া ঘটনাটা প্রচার করেছি মাত্র। যাতে সত্য বিষয়টি সামনে আসে। আমাদের সমাজে একটা রীতি আছে যে

" ভান্তের বিপক্ষে যায় এমন কোন কিছু বলা যাবে না "

আমরা সে প্রথা ভাঙ্গতে চায়।

ভান্তে বলেই তিনি দোষ, ভূলের উর্ধ্বে নয়।

বরং এগুলো নিয়ে কথা বললেই মঙ্গল।

আসল সত্যি সামনে আসবে।

যিনি দোষ করবে তার টা ও
এবং যিনি নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে দোষ দিবে তার টা ও।

পরবর্তীতে সেটি অনুকরণীয় হয়ে থাকবে।

পরের বার ঐরকম কাজ করতে গেলেই যেকোনো ভান্তে ও গৃহী সংযত হবে।

ফলে বৌদ্ধ সমাজ কিছুটা হলে ও পরিবর্তন হবে।

যা হয়তো আমাদের সবার চাওয়া।

কে.শ্রী জ্যোতিসেন ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ।(বিস্তারিত কমেন্টে)আপনার মতামত জানান।ঘটনার সত্যতা নিশ্চিত করা জরুরি।জ্যোতিসেন ...
03/01/2025

কে.শ্রী জ্যোতিসেন ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ।
(বিস্তারিত কমেন্টে)
আপনার মতামত জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করা জরুরি।

জ্যোতিসেন ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ কারীর সাথে আমাদের (বড়ুয়া টিভির) কোন সম্পর্ক নেয় ও আমাদের পূর্ব পরিচিত ও নই এবং জ্যোতিসেন ভিক্ষুর সাথে আমাদের শত্রুতা ও নেয় বরং একজন সুপরিচিত সুদেশক বৌদ্ধ ভিক্ষু হিসেবে জ্যোতিসেন ভিক্ষুকে চিনি
। আমরা শুধু মাত্র ঘটে যাওয়া ঘটনাটা প্রচার করেছি মাত্র। যাতে সত্য বিষয়টি সামনে আসে। আমাদের সমাজে একটা রীতি আছে যে

" ভান্তের বিপক্ষে যায় এমন কোন কিছু বলা যাবে না "

আমরা সে প্রথা ভাঙ্গতে চায়।

ভান্তে বলেই তিনি দোষ, ভূলের উর্ধ্বে নয়।

বরং এগুলো নিয়ে কথা বললেই মঙ্গল।

আসল সত্যি সামনে আসবে।

যিনি দোষ করবে তার টা ও
এবং যিনি নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে দোষ দিবে তার টা ও।

পরবর্তীতে সেটি অনুকরণীয় হয়ে থাকবে।

পরের বার ঐরকম কাজ করতে গেলেই যেকোনো ভান্তে ও গৃহী সংযত হবে।

ফলে বৌদ্ধ সমাজ কিছুটা হলে ও পরিবর্তন হবে।

যা হয়তো আমাদের সবার চাওয়া।

20/09/2024

রাঙ্গামাটি মৈত্রী বিহারে হামলা।

Address

Chittagong
4211

Alerts

Be the first to know and let us send you an email when Barua Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barua Tv:

Share