27/03/2025
Day 26 – Dua for Seeking Forgiveness
English (Translation & Transliteration)
Translation:
“Ya Allah, I seek Your forgiveness and Your protection in my religion, my worldly affairs, my family, and my wealth. Ya Allah, conceal my faults and calm my fears. Ya Allah, protect me from what is in front of me, behind me, on my right, on my left, and above me. I seek refuge in Your Greatness from receiving any harm from beneath me.”
Reference: Sunan Ibn Majah 3871
Allahumma inni as’aluka al-‘afwa wal-‘afiyah fid-dunya wal-akhirah. Allahumma inni as’aluka al-‘afwa wal-‘afiyah fi deeni wa dunyaaya wa ahli wa maali. Allahumma astur ‘awrati wa aamin raw’ati. Allahumma ihfazni min bayni yadayya wa min khalfi wa ‘an yameeni wa ‘an shimaali wa min fawqi, wa a‘oothu bi‘azamatika an ughtala min tahti.
Arabic:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي. اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي. اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.
বাংলা অনুবাদ:
"হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি দুনিয়া ও আখিরাতের জন্য। হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি আমার ধর্ম, দুনিয়াবি জীবন, পরিবার ও সম্পদের জন্য। হে আল্লাহ! আমার ত্রুটিগুলো গোপন করুন এবং আমার ভয় দূর করুন। হে আল্লাহ! আমাকে সুরক্ষিত রাখুন আমার সামনে, পিছনে, ডানে, বামে এবং উপর থেকে। আমি আপনার মহিমার আশ্রয় চাই, যেন আমাকে নিচ থেকে কোনো বিপদ আঘাত করতে না পারে।"
রেফারেন্স:
📖 সুনান ইবন মাজাহ ৩৮৭১
রমজানের শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়া গুরুত্বপূর্ণ।