
20/01/2023
নমস্কার 🙏
প্রথমে ধন্যবাদ জানাবো Success Biz family কে। এই ফ্যামিলিতে অংশ নেয়ার পর ফ্রি সেমিনার থেকে শুরু করে বেসিক ট্রেনিং তারপর লেভেল ওয়ান এর প্রত্যেকটি ক্লাস অনেক গুরুত্বপূর্ণ ছিল। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লাইভ এর মাধ্যমে স্যার ও ম্যামরা খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে গিয়েছেন।
গোল সেটআপ এর পর স্কিল টেস্ট এর প্রশ্ন বুঝিয়ে দেওয়ার ক্লাসটি করিয়েছেন আমাদের শ্রদ্ধেয় Rubayet Ul Karim স্যার। সম্পূর্ণ প্রশ্ন স্যার প্র্যাকটিক্যালি আমাদের বুঝিয়েছেন।
যখন জানতে পারলাম স্কিল টেস্ট এর মাধ্যমে আমাদের দক্ষতা যাচাই করা হবে তখন থেকে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম।
পরীক্ষা দেওয়ার পর এখন একটা পজিটিভ অনুভূতি নিয়ে বসে আছি 🥰
যতক্ষণ পর্যন্ত ফলাফল না পাবো🤔মনে একটা ভয় কাজ করছে।
ঈশ্বরের কৃপায় ও সকলের আশীর্বাদে আশা করি ভালো করব।
ধন্যবাদ🥰