Mukta Saha

Mukta Saha Mukta Saha is ready to give you full computer skill and freelancing service.

নমস্কার 🙏 প্রথমে ধন্যবাদ জানাবো Success Biz family কে। এই ফ্যামিলিতে অংশ নেয়ার পর ফ্রি সেমিনার থেকে শুরু করে বেসিক ট্রে...
20/01/2023

নমস্কার 🙏
প্রথমে ধন্যবাদ জানাবো Success Biz family কে। এই ফ্যামিলিতে অংশ নেয়ার পর ফ্রি সেমিনার থেকে শুরু করে বেসিক ট্রেনিং তারপর লেভেল ওয়ান এর প্রত্যেকটি ক্লাস অনেক গুরুত্বপূর্ণ ছিল। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লাইভ এর মাধ্যমে স্যার ও ম্যামরা খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে গিয়েছেন।

গোল সেটআপ এর পর স্কিল টেস্ট এর প্রশ্ন বুঝিয়ে দেওয়ার ক্লাসটি করিয়েছেন আমাদের শ্রদ্ধেয় Rubayet Ul Karim স্যার। সম্পূর্ণ প্রশ্ন স্যার প্র্যাকটিক্যালি আমাদের বুঝিয়েছেন।

যখন জানতে পারলাম স্কিল টেস্ট এর মাধ্যমে আমাদের দক্ষতা যাচাই করা হবে তখন থেকে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম।

পরীক্ষা দেওয়ার পর এখন একটা পজিটিভ অনুভূতি নিয়ে বসে আছি 🥰
যতক্ষণ পর্যন্ত ফলাফল না পাবো🤔মনে একটা ভয় কাজ করছে।
ঈশ্বরের কৃপায় ও সকলের আশীর্বাদে আশা করি ভালো করব।
ধন্যবাদ🥰

16/01/2023

Hi, I am Mukta Saha. I am a Digital Marketer.This is my new page.Welcome all of you my new page.Please like,follow & share my page.Thank you🥰

 # Promotional post.📱অনলাইনে ক্যারিয়ার গড়তে একটি সঠিক সিদ্ধান্তই পারে জীবনের পরিবর্তন ঘটাতে। যুগের সাথে পৃথিবী 🌏পরিবর্...
13/01/2023

# Promotional post.
📱অনলাইনে ক্যারিয়ার গড়তে একটি সঠিক সিদ্ধান্তই পারে জীবনের পরিবর্তন ঘটাতে।
যুগের সাথে পৃথিবী 🌏পরিবর্তনশীল, তাই সময়ের সাথে সাথে মানুষকেও পরিবর্তন হতে হয়।

ফ্রিল্যান্সিং নামটা আমাদের অনেকের কাছে পরিচিত, এই সেক্টরে কিছু সময় ব্যায় করে অনলাইনে নিজেদের স্কিল তৈরি করে ঘরে বসে ইনকাম করা যায়।

ফ্রিল্যান্সিং সেক্টরের মাধ্যমে যারা ইনকাম করার সুযোগ খুজছেন তাদের জন্য আমি বলবো বেস্ট প্ল্যাটফর্ম হবে Success Biz Family.✌️
এখানে কাজ শেখার পাশাপাশি রয়েছে ইনকাম করার নানা সুযোগ- সুবিধা, রয়েছে কোর্স চলাকালীন সময়ে প্রজেক্ট মেম্বার হিসেবে কাজ করার সুযোগ।
অনেক শুভকামনা Success Biz Family এর জন্যে।
ধন্যবাদ🥰

🎭আমরা আমাদের রোজকার কর্মজীবনে ব্যস্ততায় ভুলেই যাই নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের কথা। প্রতিটি মানুষই চায় সুস্থ ভাবে জী...
11/01/2023

🎭আমরা আমাদের রোজকার কর্মজীবনে ব্যস্ততায় ভুলেই যাই নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের কথা।
প্রতিটি মানুষই চায় সুস্থ ভাবে জীবন যাপন করতে , কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। 💪
পৃথিবীতে আমাদের বড় সার্থকতা হলো সুস্থভাবে বেঁচে থাকা। অসচেতনতা কারণে আমারা নিজেদের ভয়ালো রোগের দিকে ধাবিত করি।

আমারা চাইলেই প্রতিদিন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে জাপানিদের মতো সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করতে পারি।

স্বাস্থ্য ঠিক রাখতে আমাদের সবার উচিত দৈনিক ব্যায়াম করা, প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি, ফলমূল,পরিমিত পানি, বাদাম,দুধ ইত্যাদি খাওয়া।

পাঠ্যপুস্তকে স্বাস্থ্যকর খাদ্যের তালিকা দেওয়ার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যের কুফল তুলে ধরা খুবই দরকার। দেখা যায় বাংলাদেশে ৪০-৪৫ বছরে বা তার বেশি বয়সে মানুষ বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে। তাই সময় থাকতে আমাদের স্বাস্থ্যের দিকে সচেতন হতে হবে।

স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরী ততটাই জরুরি রোজ নির্দিষ্ট সময়ে হাঁটাচলা করা। সকালে সময় না পেলে রাতে খাবার পর আধ ঘন্টা অবশ্যই হাটা উচিত।

✨তাই আমাদের সবার খাদ্যাভ্যাস ও শারীরিক কসরতের দিকে দৃষ্টি দেওয়া ও অন্যকে উৎসাহিত করা উচিত।

ধন্যবাদ🙏

📢 মার্কেটিং
09/01/2023

📢 মার্কেটিং

নিজের করা কিছু Canva Degine
02/01/2023

নিজের করা কিছু Canva Degine

📱Digital Marketing...     বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ। আজকাল মানুষ ঘরে বসেই তাদের প্রয়োজনীয় সকল কিছু ক্রয় বিক্রয়...
18/12/2022

📱Digital Marketing...

বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ। আজকাল মানুষ ঘরে বসেই তাদের প্রয়োজনীয় সকল কিছু ক্রয় বিক্রয় করার জন্য অনলাইন বা ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকে। ইন্টারনেটের দুনিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন 📢 দেওয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আছে।একজন দক্ষ ব্যবসায়ী হতে হলে ইন্টারনেটের সাহায্যে পুরোনো দিনের মার্কেটিং সিস্টেম থেকে উঠে এসে আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপর নজর 👀 দিতে হবে।

অনেকের প্রশ্ন থাকতে পারে ডিজিটাল মার্কেটিং কি 🤔?
👇
ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেটের দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্রান্ডের বিজ্ঞাপন দেওয়াকে বোঝায়।

ধন্যবাদ🙏

Address

Chittagong
4000

Telephone

+8801685370932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share