
25/07/2023
নমস্কার 🙏
আমার গ্রুপে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন।আমি একজন ফ্রিল্যান্সার।ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি।কিছুদিন আগেও আমি জানতাম না ফ্রিল্যান্সিং কী?কীভাবে করতে হয়?
মনে করতাম কোনো প্রতিষ্ঠানে গিয়ে ফ্রিল্যান্সিং শিখতে হবে।কিন্তু আমার এক শুভাকাঙ্ক্ষীর দৌলতে আমি আজ জেনেছি কীভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কোর্স করে সামনের দিকে এগিয়ে যেতে।বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি রান্না, বাচ্চা সামলানো বা বাকি সব কাজের পরে যদি অল্প সময় ফ্রিল্যান্সিং-এ দিই তবে আমাদেরকে ভবিষ্যতে শুনতে হবে না-"সারাদিন ঘরে বসে থাকি"।তাই চলুন, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে তুলি।