S.M.Shahedul Alam

S.M.Shahedul Alam I am a Teacher.

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
30/07/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"

#আমার #আমার #সবাই

28/07/2025

গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ অবস্থা 🥲

কি বলেন??
20/07/2025

কি বলেন??

👍
17/07/2025

👍

এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যান একই রকমের মনে হলেও এগুলো আসলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আলাদা রকমের রোগ নির্ণয়ের উপায়।এক্স-রে (X...
17/07/2025

এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যান একই রকমের মনে হলেও এগুলো আসলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আলাদা রকমের রোগ নির্ণয়ের উপায়।

এক্স-রে (X-ray) ☢️
এক্স-রে হলো এক ধরনের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, যা শরীরের ভেতরের কাঠামোর ছবি তৈরি করতে পারে। এটি চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে পুরোনো এবং বহুল ব্যবহৃত ইমেজিং কৌশলগুলোর মধ্যে অন্যতম।
কিভাবে কাজ করে? 🤔
এক্স-রে মেশিন থেকে অল্প পরিমাণ বিকিরণ শরীরের মধ্য দিয়ে পাঠানো হয়। শরীরের বিভিন্ন অংশ—যেমন হাড় 🦴, নরম টিস্যু, এবং বাতাস—ভিন্ন ভিন্ন পরিমাণে এই বিকিরণ শোষণ করে। হাড়ের মতো ঘন টিস্যু বেশি বিকিরণ শোষণ করে এবং ছবিতে সাদা দেখায়। অন্যদিকে, ফুসফুসের 🫁 বাতাসের মতো নরম টিস্যু কম বিকিরণ শোষণ করে এবং ছবিতে কালো দেখায়। এই শোষণের তারতম্যকে একটি ডিটেক্টরে ধারণ করে ছবি তৈরি করা হয়।
কখন ব্যবহার করা হয়? 👨‍⚕️
* হাড় ভাঙা বা স্থানচ্যুতি 🩹 নির্ণয় করতে।
* দাঁতের সমস্যা 🦷, যেমন ক্যাভিটি বা ইমপ্যাক্টেড দাঁত দেখতে।
* বুকের রোগ, যেমন নিউমোনিয়া বা ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে।
* পেটের সমস্যা 🤰, যেমন অন্ত্রের প্রতিবন্ধকতা দেখতে।
* শরীরে কোনো বাইরের বস্তু 📎 প্রবেশ করলে তার অবস্থান জানতে।
বিশেষ তথ্য 💡
* দ্রুত এবং ব্যথাহীন: এক্স-রে প্রক্রিয়াটি খুব দ্রুত ⚡ এবং এতে কোনো ব্যথা লাগে না।
* বিকিরণের ঝুঁকি: এক্স-রেতে সামান্য পরিমাণ বিকিরণ ব্যবহৃত হয়, যা সাধারণত ক্ষতিকর নয়। তবে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভ্রূণের সুরক্ষার জন্য এটি এড়িয়ে চলা হয়।
* উইলহেলম রন্টজেন ১৮৯৫ সালে এক্স-রে আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। 🏆
সিটি স্ক্যান (CT Scan) 🌀
সিটি স্ক্যান বা কম্পিউটেড টমোগ্রাফি হলো এক্স-রের একটি উন্নত সংস্করণ, যা শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের বিস্তারিত ত্রিমাত্রিক (3D) ছবি 🖼️ তৈরি করে।
কিভাবে কাজ করে? 💻
সিটি স্ক্যানার দেখতে একটি বড় ডোনাট 🍩 আকৃতির মেশিনের মতো। রোগী একটি টেবিলে শুয়ে মেশিনের মাঝখানের গর্তের মধ্য দিয়ে প্রবেশ করে। মেশিনটি রোগীর শরীরের চারপাশে ঘুরতে থাকে এবং বিভিন্ন কোণ থেকে শত শত এক্স-রে ছবি তোলে। এরপর একটি শক্তিশালী কম্পিউটার এই সমস্ত দ্বি-মাত্রিক ছবিগুলোকে একত্রিত করে একটি বিস্তারিত ত্রিমাত্রিক ছবিতে রূপান্তর করে। এই ছবিতে নরম টিস্যু, রক্তনালী এবং হাড়ের গঠন খুব স্পষ্টভাবে দেখা যায়।
কখন ব্যবহার করা হয়? 🚑
* মাথার গুরুতর আঘাত 🤕, স্ট্রোক বা মস্তিষ্কের টিউমার 🧠 নির্ণয় করতে।
* শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ 🩸 শনাক্ত করতে।
* ক্যান্সার খুঁজে বের করতে, এর আকার এবং অবস্থান জানতে এবং চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণ করতে।
* হাড়ের জটিল ভাঙন বা টিউমারের বিস্তারিত চিত্র পেতে।
* রক্তনালীর রোগ, যেমন অ্যানিউরিজম বা ব্লকেজ দেখতে (সিটি অ্যাঞ্জিওগ্রাম)।
বিশেষ তথ্য ℹ️
* কনট্রাস্ট ডাই: অনেক সময় ছবির মান আরও ভালো করার জন্য রোগীর শরীরে এক ধরনের তরল (কনট্রাস্ট ডাই) 💉 পান করার মাধ্যমে প্রবেশ করানো হয়। এটি নির্দিষ্ট অঙ্গ বা রক্তনালীকে ছবিতে আরও উজ্জ্বল করে তোলে।
* বিকিরণের মাত্রা: সিটি স্ক্যানে সাধারণ এক্স-রের চেয়ে বেশি বিকিরণ ব্যবহৃত হয়। তাই, এটি শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়।
* বিস্তারিত চিত্র: সিটি স্ক্যান সাধারণ এক্স-রের তুলনায় শরীরের নরম টিস্যু, অঙ্গ এবং রক্তনালীর অনেক বেশি বিস্তারিত চিত্র প্রদান করে।
এমআরআই (MRI) 🧲
এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং হলো একটি অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তি, যা শক্তিশালী চুম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ 📡 ব্যবহার করে শরীরের ভেতরের অঙ্গ ও টিস্যুর অত্যন্ত পরিষ্কার এবং বিস্তারিত ছবি তৈরি করে।
কিভাবে কাজ করে? ⚙️
এমআরআই মেশিনে একটি বিশাল, শক্তিশালী চুম্বক থাকে। রোগীকে মেশিনের ভেতরে একটি টানেলের মতো অংশে প্রবেশ করানো হয়। এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রটি রোগীর শরীরের পানির অণুগুলোর প্রোটনকে একটি নির্দিষ্ট দিকে সারিবদ্ধ করে। এরপর মেশিন থেকে রেডিও তরঙ্গ পাঠানো হলে এই প্রোটনগুলো তাদের অবস্থান থেকে সরে যায়। রেডিও তরঙ্গ বন্ধ হয়ে গেলে প্রোটনগুলো আবার আগের অবস্থানে ফিরে আসে এবং একটি সংকেত নির্গত করে। কম্পিউটার এই সংকেত গ্রহণ করে সেটিকে একটি বিস্তারিত ছবিতে পরিণত করে।
কখন ব্যবহার করা হয়? 🩺
* মস্তিষ্ক 🧠 এবং মেরুদণ্ডের রোগ, যেমন টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস, বা ডিস্কের সমস্যা নির্ণয় করতে।
* লিগামেন্ট, টেন্ডন এবং পেশীর আঘাত (যেমন, খেলার সময়কার আঘাত ⚽) দেখতে।
* বিভিন্ন ধরনের ক্যান্সার শনাক্তকরণ এবং নিরীক্ষণে।
* হৃৎপিণ্ড ❤️ এবং রক্তনালীর গঠনগত সমস্যা দেখতে।
* পেটের অঙ্গ, যেমন লিভার, কিডনি এবং পিত্তথলির বিস্তারিত চিত্র পেতে।
বিশেষ তথ্য ✨
* কোনো বিকিরণ নেই: এমআরআইতে এক্স-রে বা সিটি স্ক্যানের মতো কোনো ক্ষতিকর আয়োনাইজিং বিকিরণ ব্যবহার করা হয় না, যা এটিকে একটি অত্যন্ত নিরাপদ ✅ ইমেজিং পদ্ধতিতে পরিণত করেছে।
* সময়সাপেক্ষ ও কোলাহলপূর্ণ: এমআরআই স্ক্যান করতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় ⏳ লাগতে পারে এবং প্রক্রিয়া চলাকালীন মেশিন থেকে বেশ জোরে শব্দ 🔊 হয়।
* ধাতব বস্তুতে নিষেধাজ্ঞা: শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণে, শরীরে কোনো ধরনের ধাতব ইমপ্লান্ট (যেমন, পেসমেকার, কৃত্রিম জয়েন্ট) থাকলে এমআরআই করা যায় না। 🚫🔩

পৃথিবীর গভীরতম নদী হচ্ছে আফ্রিকার কঙ্গো নদী। এই নদীর সর্বোচ্চ গভীরতা ৭২০ ফুট, এই নদীতে আনায়াসে দুইটি স্ট্যাচু অব লিবার্ট...
17/07/2025

পৃথিবীর গভীরতম নদী হচ্ছে আফ্রিকার কঙ্গো নদী। এই নদীর সর্বোচ্চ গভীরতা ৭২০ ফুট, এই নদীতে আনায়াসে দুইটি স্ট্যাচু অব লিবার্টি ডুবিয়ে রাখা যাবে। এটা এতটাই গভীর! এই নদীর স্রোতও তীব্র। প্রতি সেকেন্ডে এই নদী ৪১,০০০ কিউবিক মিটার পানি বহন করে।

😀😊🤣👍
17/07/2025

😀😊🤣👍

এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি এই কথার জবাব ন...
17/07/2025

এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে?

বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ আমরা ঘুড়ি ওড়াব। তখন তোমার প্রশ্নের উত্তর দেব।

ছেলে অবাক হয়ে বলল, কি বলছেন বাবা! এই বয়সে আপনি ঘুড়ি ওড়াবেন!

বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে কয়েকটি বাচ্চা ছেলেমেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলেন। তিনি নাটাই থেকে সুতা ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ খানিকটা উপরে উঠে যাবার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না, এই সুতার টানের কারণে ঘুড়িটা আরো উপরে যেতে পারছে না?

ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত!

বাবা আলগোছে সুতা কেটে দিলেন। ঘুড়িটা সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, শোনো খোকা, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমন ঘর, মা-বাবা, স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধুবান্ধব, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে; আমাদেরকে স্থিরতা দেয়, নিচে পড়তে বাধা দেয়। এই বন্ধন না থাকলে আমরা হয়ত ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সুতোর ঘুড়ির মতোই! জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বাঁধনগুলো ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।(সংগ্ৰহকৃত)।

#আমার #মা #এই

11/07/2025
⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন!✅চলুন একসাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই...💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।💐...
05/07/2025

⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন!

✅চলুন একসাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই...

💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।

💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।

💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।

💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।

👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:

সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।

কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।

ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।

👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।

আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।

💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”

📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম

🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ﷺ

#এই #এই #আপনার

02/07/2025

গুড় খাবে??? 😀🤣👍

 #দক্ষিণ_এশিয়ার_দেশগুলোর_মাথা_পিছু_আয় :▪️দক্ষিন এশিয়ায় মাথাপিছু আয়ে এগিয়ে রয়েছে কোন দেশ? IMF ২০২৫ সালের জন্য যে অনুমান ক...
02/07/2025

#দক্ষিণ_এশিয়ার_দেশগুলোর_মাথা_পিছু_আয় :
▪️দক্ষিন এশিয়ায় মাথাপিছু আয়ে এগিয়ে রয়েছে কোন দেশ? IMF ২০২৫ সালের জন্য যে অনুমান করেছে সেখানে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ দেশটির মাথাপিছু আয় দাঁড়াবে ১৮,২০৭ মার্কিন ডলার। আর সর্ব নিম্ন মাথাপিছু আয়ের দেশ হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।



#জিকে

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.M.Shahedul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.M.Shahedul Alam:

Share