25/11/2023
একদিন অনুভব করবে তোমার জীবনে সব আছে, কেবল একটা মানুষ নাই।
হাতে অফুরন্ত সময় আছে, নিশ্চিত একটি জীবন আছে। ভালো চাকরি, দারুণ খাবার তৈরি করে খাওয়ানোর মতো দক্ষ বাবুর্চি আছে। দামি ফোনে লিস্ট ভর্তি পছন্দের গান আছে, রাস্তায় ট্রাফিকের সবুজ বাতি জ্বলতেই সাই করে ছুটে চলার মতো দামি গাড়ি আছে। সবই আছে...
তবুও ভীষণ অবেলায় অনুভব করবে জীবনে একটা মানুষ নেই। যে মানুষের জন্য তোমার খুব একটা সময় ছিলো না। যে মানুষ'টা ঘড়ির কাটা থামিয়ে রাখতো তোমায় একটিবার দেখার অপেক্ষায়।
সুস্বাদু খাবারে অরুচি ধরে যাবে কেবল তোমার জন্য হাত পুড়িয়ে রান্না শেখা মানুষ'টার নুনেপোড়া খাবারের লোভে। প্লে লিস্টের গানগুলোর সৌন্দর্য ভেস্তে যাবে কেউ একজনের মুখে অপ্রয়োজনীয় গল্প শুনার আকাঙ্ক্ষায়। কবিতা'রা ভর্তি হবে খাতায় প্রাণ পাবার অপেক্ষায়। আকাশে ভেসে বেড়াবে বিষাদ, মেঘেরাও আড়ি কাটবে তোমার সাথে। তার বৃষ্টিতে ভেজার স্বাদ সে সাথে করে নিয়ে পালাবে। বৃষ্টি'তে তাই কখনো ভেজা হবে না তোমার
তোমার সবই থাকবে,কেবল একটি মানুষ থাকবে না। আরামদায়ক গাড়িতে আরাম পাবে না তার রিকশায় ঘুরতে চাওয়ার বায়না মনে পরায়।
একদিন তোমার সবই হবে, কেবল মানুষ'টা তোমার হবে না
হাত বাড়ালেই ছুঁতে পারা মানুষ'টি চলে যাবে নাগালের বাইরে।
সময় থেকেও দিতে পারবে না তাকে তার বহুল আকাঙ্ক্ষিত সময়। এক বিন্দু সময় লাভের আশায় হারিয়েছে যে রঙের মেলায়, তাকে কি আর তোমার সাথে মানায়?....