Slave of ALLAH

Slave of ALLAH To benefit people for the sake of Allah.

لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الل

05/11/2023

যুগে যুগে জালিম শাসক ও তাদের চাটুকারদের ব্যাপারে আমাদের প্রিয় নবীজি (ﷺ) বলেন,
اسَمعُوا هلْ سِمعتُم إنَّه سيكُون بعدى أُمرَاء ، فَمَن دَخَل عليهم فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ على ظُلْمِهِمْ فليس مِنِّى ولست منه وليس بوَارِدٍ علىَّ الحوضَ.

শোন, তোমরা কি শুনেছ? আমার পর খুব শীঘ্রই এমন কিছু শাসক আবির্ভূত হবে, যে ব্যক্তি তাদের সংস্পর্শে গিয়ে তাদের মিথ্যাচারকে সমর্থন করবে এবং তাদেরকে অত্যাচারে সহায়তা দান করবে, সে আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার দলের অন্তর্ভুক্ত নই। আর সে ব্যক্তি হাওজে কাওসারে আমার সামনে পৌঁছতে পারবে না।
অতঃপর ব্যক্তিত্ববান ইমানদারদের জন্য সুসংবাদ দেন,

ومن لم يدخُل عليهِم ولم يُعِنْهُمْ على ظلمهم ولم يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ فهو مِنِّى وأنا منه وهُو وارِدٌ علىَّ الْحَوضَ.

আর যে ব্যক্তি তাদের সংস্পর্শে যাবে না, তাদের অত্যাচারে সহায়তা দান করবে না এবং তাদের মিথ্যাচারকে সমর্থন করবে না, সে আমার এবং আমিও তার। সে হাওযে কাওসারে আমার সাক্ষাৎ লাভ করবে।

[সুনান আত তিরমিযী, হাদীছ নং:২২৫৯ (সহীহ)]

30/03/2023

রবের সাথে আমার কথোপকথন:

হে আমার বান্দা আমি জানি কেনো তোমার অন্তর এত বিক্ষিপ্ত।

আমি জানি কিসের জন্য এত হাহাকার।

দুঃখ পেয়েও না আমি তোমার সাথেই আছি।

আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিলো না।

আমি তখন তোমার সাথেই ছিলাম,যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে তুমি ছিলে।

আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না ।

আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে,
আমি এখনও তোমার সাথেই আছি।

তুমি ধৈর্য্য আর সালাতের মাধ্যেমে সাহায্য চাও ।

আমি তোমার সাথেই আছি,এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না।

আমি জানি,তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয়।
আমি জানি,তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্নভিন্ন করে দেয় !

তুমি শুধু নিরবে সহ্য করে যাও,অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না ।

হে আমার বান্দা!
তুমি তুমি সবসময়ই আমাকে বলো, "কেউ আমাকে বুঝে না,আপনি তো আমাকে বুঝেন"!

হ্যা আমি তোমাকে বুঝি ,তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত ।

"তুমি চিন্তা করো না অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ দান করবো যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে"!

তুমি না সবসময় বলো, "আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না"!

ঠিকই বলো,তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি।

তুমি তো আমাকে সবসময় ডেকে বল ,"ইয়া আল্লাহ! আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন,আমাকে কষ্টের পর স্বস্তি দিন"!

তুমি চিন্তা করো না ,আমার প্রতিশ্রুতি আমি শিগ্রই পূরণ করবো।

তুমি শুধু সবর করো,বিশ্বাস রাখো, তাওয়াক্কুল করে যাও,আমি তোমার সাথেই আছি।

তুমি না সেদিন বললে,"আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে খালি হতে ফিরিয়ে দিবে"!

হ্যা তুমি ঠিকই বলেছো,আমি তোমার রব তোমার কোনো দু'আকেই ফিরিয়ে দিবো না, তুমি শুধু সবর করো আমি আছি!

এটা এমন একটা পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো।

অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ প্রদান করবো আর তুমি সন্তুষ্ট হবে।

চিন্তা করো না! আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দিবো।
তুমি শুধু সবর করো আমার বান্দা,তুমি শুধু বিশ্বাস রাখো আমার প্রতি!

হে আমার বান্দা তোমার ব্যাথিত হৃদয়ের কিছুই আমার কাছে লুকায়িত না,তোমার অশ্রুর একটা বিন্দুকণাও আমার কাছ থেকে লুকায়িত না ।

তুমি কি দেখনা কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি?

তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য কর ,তুমি আমার ভালোবাসা খুঁজে পাবে।

এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে ,তারচেয়ে বহুগুণ বেশি আমি তোমাকে ভালোবাসি!

আমি তোমাকে ত্যাগ করিনি, আর না আমি তোমার উপর রাগান্বিত?

আমি তোমাকে তৈরি করেছি, যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো।

তুমি কি আমার কাছ থেকে এই জিনিস টুকু চাওনা?

হে আমার বান্দা, দুঃখ করো না, মনক্ষুন্ন হয়ো না, আর কিছুটা সময়, তারপরেই তুমি আমার কাছে ফিরে আসবে, আর সেদিন তোমার কোন আফসোস থাকবে না।

তুমি ভয় পেয়ো না,আমি তোমার রব, এমন এমনভাবে তোমার জন্য সাহায্য পাঠাবো যা তোমার কল্পনার ঊর্ধ্বে!

তোমার জন্য পরীক্ষা গুলো আমি নিজেই সহজ করে দিব, আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করবো!

তুমি শুধু তোমার প্রতি বিশ্বাসী হও আর এই কথাকে আজীবন হৃদয়ে গেঁথে নাও: "তুমি আমাকে যেভাবে স্মরণ করবে ঠিক সেভাবেই আমাকে পাবে"!

চিন্তা করো না, হতাশ হয়ো না, আমার সাহায্য খুবই সন্নিকটে!

ততদিন পর্যন্ত সবর করে যাও, আমার ইবাদতে মশগুল হয়ে যাও।

একদিন তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে: "আমার জান্নাতে প্রবেশ করো"!

সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দিব, তুমি আমাকে দেখবে, দুচোখ ভরে দেখবে!

আর যখন তুমি আমাকে দেখবে, তখন এই দুনিয়ার কিছুই তোমার মনে থাকবে না, ততদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে ডেকে যাও।

এই পার্থিক জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু। আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস।
[সূরা আল-মু'মিন :৩৯]

যখনই হতাশগ্রস্থ হবেন তখনই এটি আপনাকে আপনার রবের কথা স্মরণ করিয়ে দিবে! 🌼

23/02/2023

পীরের মুরিদ হয়ে কি জান্নাতে যাওয়া যায়?

11/02/2023

Sura Furqan; Verse :74

🌺🫶

20/12/2022

How can you argue
You had no time to pray Salah!?






05/10/2022

আপনি হয়তো ভাবছেন জীবনে অনেক পাপ করে ফেলেছেন। পাপে পাপে জর্জরিত হয়ে আছে আপনার জীবনটা। হয়তো ভাবছেন, "আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?"

কিন্তু আপনি নিশ্চয় জানেন যে, আল্লাহ মহাদয়ালু ও ক্ষমাশীল। "নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।" আপনি জীবনে যতই পাপ করে থাকেন না কেন আল্লাহর কাছে ফিরে আসুন। মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। কাঁন্না করতে করতে আল্লাহর কাছে বলে ফেলুন মনের সব গোপন কথা। আল্লাহ অবশ্যই আপনার ডাক শুনবেন। কারণ আল্লাহ বলেছেন, "নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনি ও দেখি।"

শুধুমাত্র আল্লাহই পারবেন আপনার অন্ধকার জীবনে আলো নিয়ে আসতে, আপনার পাপ গুলোকে মুছে দিতে। আপনার নিভন্ত জীবনকে আবার আলোর পথে নিয়ে আসতে।😊

Please come back to Allah!💝

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Slave of ALLAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Slave of ALLAH:

Share