Mira Islam

Mira Islam If Allah can take away something you’ve never expected losing, He can replace them with something you’ve imagined having.

01/08/2025

Don't show people how much Allah has blessed you because the evil eye is always around. Keep your happiness to yourself.

23/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

23/07/2025

স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনীর একমাত্র উল্লেখযোগ্য সাফল্য -
"হাসিনাকে নিরাপদে দিল্লি পৌছে দেয়া”

22/07/2025

আগে 'সর'কা'রের ভ"য়ে' মানুষ পোস্ট ডিলিট করতো আর এখন 'মানুষের ভ"য়ে' সর'কা'র পোস্ট ডিলিট করে! 🙂

22/07/2025

এদেশের এই নোংরা রাজনীতি যতদিন পর্যন্ত না থামবে ততদিন এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে,,, রাজনীতিতে যে দলই ক্ষমতায় আসে সেই দলি ক্ষমতার লোভে টাকার লোভে স্বৈরাচারী হয়ে ওঠে।🫵
এখন এরা লাশ ও গুম করছে,,
পলিটিশিয়ানরা এই দেশটাকে pollute করে দিয়েছে,,💩
১৯৭১ সালের যুদ্ধবিমান বাতিল হবার পরও এই বিমান আকাশে কিভাবে উঠে? আমি কালকে থেকে শুধু একটা দোয়াই করছি যারা যারা এরকম নোংরা রাজনীতি করে এই দেশের অসহায় সাধারণ শিশুদের, মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাদের সন্তানদের সাথে এবং পরিবারের সাথেও এমনটা হোক🤲🤲🤲
সবাই আমিন লিখে যাবেন

22/07/2025

আমরা কতশত প্ল্যান করে রাখি,
অথচ জীবন কতটা অনিশ্চিত।☺️

21/07/2025

রাজধানী ও আশপাশে অবস্থানরত সকল স্বেচ্ছাসেবী, মানবিক ভাই-বোন এবং রক্তদাতাদের প্রতি বিনীত অনুরোধ:
তৎক্ষণাৎ ঘটনাস্থলে ও নিকটবর্তী হাসপাতাল/ক্লিনিকগুলোতে ছুটে যান।
আহতদের পাশে দাঁড়ান, রক্তের প্রয়োজনে এগিয়ে আসুন।

চারদিকে শুধু আহাজারি, কান্না আর আতঙ্ক...

রক্ত যোদ্ধারা প্রস্তুত হোন!
মানবতার এই কঠিন সময়ে আমরা সবাই যেন একসাথে দাঁড়াই।

আসুন, আমরা পাশে দাঁড়াই… মানুষ মানুষের জন্য।

19/07/2025

অসাধারণ দৃশ্য ড্রোন শো

19/07/2025

ড্রোন শো

19/07/2025

ড্রোন শো
এম এ আজিজ স্টেডিয়াম

07/07/2025
07/07/2025

রথযাত্রা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mira Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share