30/09/2025
যারা ব্যাংকারদের পক্ষে কথা বলছে তাদের বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেওয়ার মাধ্যমে দমানোর চেষ্টা চলছে,গত ১ বছরে প্রায় ১২ হাজার ছেলে মেয়ে চাকরিচ্যুত হয়েছে, তাদের উপর এমন জুলুম দেখে অনেকে প্রতিবাদ করছেন কারন তাদের কষ্ট,চোখের পানি আমরা সরাসরি দেখেছি,তাদের ঘরের কান্নার রোল আমরা শুনেছি।এমনও অনেক আছেন যাদের পরিবারের কেউই ব্যাংকে চাকরি করেন না কিন্তু ব্যাংকারদের বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, কেন যাচ্ছে জানেন❓ বিবেক,ইনসাফ,মনুষত্ব্যবোধ থেকে নিজের পকেটের টাকা খরচ করে যাচ্ছে।
এটা চট্টগ্রাম এবং পটিয়ার ইস্যু,এটা রাজনৈতিক কোন ইস্যু নয়❌
তাই এটা নিয়ে যদি আপনারা ট্যাগিং করেন এবং এসবের মধ্যে নোংরামি চলে আসে,আমরা এসব নিয়ে আর কথা বলবো না❌
#পটিয়া_চট্টগ্রাম