শখের মানুষ ミ

শখের মানুষ ミ ~অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী😥

~শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়,বাস্তবে না💔

কোরআনে হাফেজ তাকরিমের শেখের ইন্তেকাল,,,অনেকে সালেহ আহমদ তাকরিমের ছবি টি পোষ্ট করছেন। কিন্তু মারা গেছেন তাকরিম শেখ,,,,তাক...
18/02/2025

কোরআনে হাফেজ তাকরিমের শেখের ইন্তেকাল,,,
অনেকে সালেহ আহমদ তাকরিমের ছবি টি পোষ্ট করছেন। কিন্তু মারা গেছেন তাকরিম শেখ,,,,
তাকরিম শেখ ফ‌কিরহা‌টের লখপুর ভবনা ৯ নং ওয়ার্ডের মাওলানা মোসলেম উদ্দিন এর ছোট ছেলে।সে বিদ‌্যূৎ স্পৃষ্ট ১৭‌ফেব্রুয়ারী বিকা‌লে ইন্তেকাল করিয়াছে।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৩০ সেপ্টেম্বরের আগে এই অপশন কনফার্ম না করলে, অচল হয়ে যাবে আপনার ফেসবুক পেইজ!!!🤯সম্প্রতি ফেসবুক, সকল পেইজে একটা নোটিফিকেশ...
14/02/2025

৩০ সেপ্টেম্বরের আগে এই অপশন কনফার্ম না করলে, অচল হয়ে যাবে আপনার ফেসবুক পেইজ!!!🤯
সম্প্রতি ফেসবুক, সকল পেইজে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে যে

"আপনার পেইজের কন্টেন্ট ১৩ বছরের কম শিশুদের জন্য নয়, এটি ৩০ সেপ্টেম্বরের মাঝে কনফার্ম করুন"

যদি কনফার্ম না করি তাহলে কি হবে?
- যদি কনফার্ম না করেন, তাহলে ৩০ সেপ্টেম্বরের পর, কেও আপনার পেইজের কোনো পোস্ট দেখতে পাবেনা। অর্থাৎ, আপনার পেইজ অচল!!

এখন, কথা হলো কিভাবে কনফার্ম করবেন?
- ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফেসবুক একাউন্টে ঢুকে, পেইজে সুইচ করুন। তারপর ওই নোটফিকেশনের "confirm" এ ক্লিক করে কন্টিনিউ করলেই অটোমেটিক কনফার্ম হয়ে যাবে! সিম্পল!!

© Abdullah Al Imran

13/02/2025

আগামীকাল লাইলাতুল বরাত বা শবে বরাত খুশি হয়ে থাকলে..!!
💖"আলহামদুলিল্লাহ"💖

ইলেক্ট্রিক শক দেয়ার সময় বেল্ট দিয়ে পা বেঁধে রাখা হতো!
12/02/2025

ইলেক্ট্রিক শক দেয়ার সময় বেল্ট দিয়ে পা বেঁধে রাখা হতো!

11/02/2025

Assalamu Alaikum
দুনিয়াতে সব থেকে কৃপন ব্যক্তি হলো সে যে সালামের উত্তর দেয় না!😊🌸

কেমন আছেন..?আলহামদুলিল্লাহ, ভালো আছি..!
11/02/2025

কেমন আছেন..?
আলহামদুলিল্লাহ, ভালো আছি..!

10/02/2025

কোন সাহসে বইমেলায় ইসলাম বিদ্বেষী তাসলিমা নাসরিন এর বই বিক্রি করে!

10/02/2025

অথচ দুইশ বছর আগে "বসন্ত এসে গেছে বললে" গ্রামের পর গ্রাম নাই হয়ে যাইত।🙂

কারো পা চা"টতে আসি নি মেয়েদের আর প্রাক্তনের বাদে!😀
08/02/2025

কারো পা চা"টতে আসি নি মেয়েদের আর প্রাক্তনের বাদে!😀

08/02/2025

Happy Propose Day শখের মানুষ ミ fans এর সকল টপ ফ্যানদের I
আর তোমাকে Love You 🖤

মন্তব্য আপনাদের
05/02/2025

মন্তব্য আপনাদের

হা 😃হা😃হা এটায় বাস্তব কথায় যুক্তি আছে 👉মনে কিছু আনবেন না আপনারা
04/02/2025

হা 😃হা😃হা এটায় বাস্তব কথায় যুক্তি আছে 👉মনে কিছু আনবেন না আপনারা

পাসপোর্ট ইস্যু ও নবায়নে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশনপাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে ...
04/02/2025

পাসপোর্ট ইস্যু ও নবায়নে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এদিন সকালে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি উপদেষ্টা পরিষদের এক সভার আলোচনায় বলা হয়, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়।

এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। এর পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আজকের সভায় অনেকটা এগিয়ে গেছে। পরবর্তীতে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় বেশির ভাগ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন উঠানোর বিষয়ে মত দিয়েছেন।

জানা গেছে, সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়। উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এসংক্রান্ত আদেশ জারি করা হবে।

Source: কালের কন্ঠ
© টিপু সুলতান টিপু

চাচা সুবা কোথায়?🤔🤔চাচা: সুবা লাং নিয়ে পালাইছেরে বাবা..!🥺🥹🙄🖐️😁
04/02/2025

চাচা সুবা কোথায়?🤔🤔

চাচা: সুবা লাং নিয়ে পালাইছেরে বাবা..!🥺🥹🙄🖐️😁

দুইজনই বাংলাদেশকে চরম বিনোদন দিয়েছে 🙂
04/02/2025

দুইজনই বাংলাদেশকে চরম বিনোদন দিয়েছে 🙂

মেয়ে টা কে পাওয়া গিয়েছে, ভিডিও দেখলাম সে বললো সে ভালো আছে। আমার শুধু কষ্ট লাগছে মেয়েটার বাবার জন্য, ওই লোক টা হয়তো জানতো...
04/02/2025

মেয়ে টা কে পাওয়া গিয়েছে, ভিডিও দেখলাম সে বললো সে ভালো আছে। আমার শুধু কষ্ট লাগছে মেয়েটার বাবার জন্য, ওই লোক টা হয়তো জানতো না তার মেয়ে এমন কিছু করবে কখনোই হয়তো জানতো না। এসব কিছু জানার পর লোকটার কি অবস্থা হবে? আশেপাশের মানুষও তাকে কম কথা শুনাবে না।💔

হারানো বিজ্ঞপ্তি ⁉️ হারানো বিজ্ঞপ্তি ⁉️আরাবি ইসলাম সুবা (বয়স ১১) কাল সন্ধ্যা ৬:০০ টার দিকে, মোহাম্মদপুর প্রিন্স বাজার (ক...
03/02/2025

হারানো বিজ্ঞপ্তি ⁉️ হারানো বিজ্ঞপ্তি ⁉️
আরাবি ইসলাম সুবা (বয়স ১১) কাল সন্ধ্যা ৬:০০ টার দিকে, মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়, ওর পড়নে ছিলো কালো প্যান্ট ও গোলাপি রঙের টি সার্ট।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে দেখে থাকেন অবশ্যই নিম্নোক্ত নাম্বারে কল করার অনুরোধ রইল

📞 01712-985858 ( মেয়ের বাবা )

#মোহাম্মদপুর #মোহাম্মদপুরবাসিন্দা #হারানোবিজ্ঞপ্তি #নিখোজসংবাদ #তাজমহলরোড #নিখোজ

03/02/2025

পাহাড়ি স ন্ত্রা সী ৩তিনজন আটক।
কাঞ্চনাবাদ গহীন পাহাড়ি এলাকা শিলং থেকে তিন জন পাহাড়ি স ন্ত্রা সী কে আটক করে থানায় হাজতে।
দীর্ঘদিন ধরে সাধারণ কৃষকদের অপহরণ করে চাঁদা দাবী করত পাহাড়ি স ন্ত্রা সীরা।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when শখের মানুষ ミ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category