SF News24

SF News24 আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানবতা,আদর্শের বীজ বুনে সত্যকে ফুটিয়ে তোলা।
(1)

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।আবেদনের লাস্ট ডেইট : ২৮ জুলাই ২০২৫ইং
11/07/2025

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদনের লাস্ট ডেইট : ২৮ জুলাই ২০২৫ইং

দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির  জন্য  জানানো যাছে যে, প্রবল বর্ষণে ৩৩কেভি বিদ্যুৎ লাইনের  পোলের ...
09/07/2025

দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাছে যে, প্রবল বর্ষণে ৩৩কেভি বিদ্যুৎ লাইনের পোলের গোড়ার মাটি সরে যাওয়ায় পোল ঝুকিপূর্ন হয়েছে এবং গাছপালা কাটা, রক্ষনাবেক্ষন করা হবে। তাই আগামীকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দাঁতমারা, হেঁয়াকো, শান্তিরহাট,কাজিরহাট,বাগান বাজার,বড় বেতুয়া,নারায়ণহাট,হাসনাবাদ, বালুটিলা,নতুনপাড়া বান্ধরমারা,তারাখো,রত্নপুর,মোহাম্মদপুর উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সবাই রাতের ভিতরে পানি,মোবাইল , চার্জার ইত্যাদির প্রয়োজন সেরে কাজ নেন।

recommend Arafatul Hasan Samir

আকস্মিক বন্যার বিশেষ সতর্কতা!!ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, ত্রিপুরা ও পার্শ্ববর্তী অঞ্চলে চলমান ভারী বর্ষণের ফলে নিম্নাঞ...
08/07/2025

আকস্মিক বন্যার বিশেষ সতর্কতা!!

ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, ত্রিপুরা ও পার্শ্ববর্তী অঞ্চলে চলমান ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পরিস্থিতি আরো অবনতি হতে পারে৷ এমনকি উজান থেকে নেমে আসা পানিতে ফেনী জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার নদ নদী সমূহের পানি বিপদসীমা অতিক্রম করে নদীর পার্শ্ববর্তী নতুন নতুন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

সুতরাং ফেনী জেলা এবং পার্শ্ববর্তী এলাকার নদ নদী সমূহের নিকটবর্তী বন্যা প্রবণ নিচু এলাকার বাসিন্দাগন সতর্ক থাকুন।

খুব কম সময় অতিরিক্ত বৃষ্টির জন্য আকস্মিক বন্যা হলে এগুলো অনেক সময় কোন আলামত ছাড়াই চলে আসে। সুতরাং বন্যা আসলে দেখা যাবে এরকম চিন্তা করলে বিপদে পড়তে হতে পারে।

তাই অবশ্যই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাথে যোগাযোগ রাখুন। এবং খুব ঝুঁকিপূর্ণ নিচু এলাকা থেকে এখনই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।

তথ্যসুত্র: Bangladesh Weather Observation Team - BWOT

গত জুন ২০২৫ খ্রি. এ চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মত কৃত্রিম উপায়ে ফুটানো অজগরের  ৩৩ টি বাচ্চা আজ ০৪ জুলাই ২০২৫ তারিখ ...
06/07/2025

গত জুন ২০২৫ খ্রি. এ চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মত কৃত্রিম উপায়ে ফুটানো অজগরের ৩৩ টি বাচ্চা আজ ০৪ জুলাই ২০২৫ তারিখ বিকালে মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম ও সভাপতি, চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটি মহোদয়ের অনুমতিক্রমে হাজারীখীল বন্যপ্রাণী অভয়রন্য, ফটিকছড়ি, চট্টগ্রাম এ বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করা হয়। এ সময় জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের পক্ষে মোঃ নজরুল ইসলাম, এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফটিকছড়ি উপস্থিত ছিলেন।
এ নিয়ে মোট ১১৩ টি অজগরের বাচ্চা চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।
Arafatul Hasan Samir

দাঁতমারা বাজারের পাশে কচুরিপানার ফুল।প্রকৃতির নিজস্ব সৌন্দর্য। 🥰   Arafatul Hasan Samir
06/07/2025

দাঁতমারা বাজারের পাশে কচুরিপানার ফুল।
প্রকৃতির নিজস্ব সৌন্দর্য। 🥰


Arafatul Hasan Samir

শান্তিরহাট মিশকাতুনন্নবী দাখিল মাদ্রাসা সাবেক কৃতি  শিক্ষার্থী  আব্দুল জব্বার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত।উল্লেঅ্য ...
05/07/2025

শান্তিরহাট মিশকাতুনন্নবী দাখিল মাদ্রাসা সাবেক কৃতি শিক্ষার্থী আব্দুল জব্বার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত।
উল্লেঅ্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে এলাকার সামাজিক মানবিক ও রাজনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।

আগামী ০৫/০৭/২৫ইং রোজ শনিবার বিকাল ৩টায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে M.a.kader  Online TV Channel কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফু...
03/07/2025

আগামী ০৫/০৭/২৫ইং রোজ শনিবার বিকাল ৩টায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে M.a.kader Online TV Channel কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ইং এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
🔹ফকিরপাড়া খেলোয়াড় সমিতি (হাসনাবাদ) বনাম মোহন্তরখীল খেলোয়াড় সমিতি।
🔹ভেণ্যু-তারাখোঁ বনরুপা শিক্ষা কমপ্লেক্স মাঠ।
সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
🔹আয়োজনে-M.a.kader ফাউন্ডেশন। দাঁতমারা, ভুজপুর ফটিকছড়ি চট্টগ্রাম

অভিনন্দন ও শুভেচ্ছা! 💐 স্বপ্নের ফটিকছড়ি সামাজিক সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোঃ খালেদ মামুন মজুমদারকে।   ৪৪তম বিসিএস-এ ডাক ক্যা...
01/07/2025

অভিনন্দন ও শুভেচ্ছা! 💐
স্বপ্নের ফটিকছড়ি সামাজিক সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোঃ খালেদ মামুন মজুমদারকে। ৪৪তম বিসিএস-এ ডাক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় স্বপ্নের ফটিকছড়ি পরিবার এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

আপনার এই সাফল্য শুধু আপনার একার নয়—এটি ফটিকছড়ির গর্ব, অনুপ্রেরণার প্রতীক। আপনার নিষ্ঠা, পরিশ্রম ও মেধার ফলস্বরূপ আজকের এই অর্জন। আশা করি, আপনি জাতির সেবায় একজন সৎ, আদর্শ ও মানবিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বপ্নের পথে এগিয়ে চলুন, আপনার সাফল্যে আমরা গর্বিত।

— স্বপ্নের ফটিকছড়ি পরিবার ✨💐

একবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছোট্ট গ্রাম ধর্মপুর থেকে শুরু হয়েছিল ইরফান উদ্দীনের যাত্রা। গ্রামের স্কুলে এসএসসি আর...
29/06/2025

একবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছোট্ট গ্রাম ধর্মপুর থেকে শুরু হয়েছিল ইরফান উদ্দীনের যাত্রা। গ্রামের স্কুলে এসএসসি আর চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি—দুটোতেই ছিল জিপিএ ৫.০০। এরপর ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক শেষ করেন ২০১৬ সালে, তবে সিজিপিএ ছিল মাত্র ২.৯৮। দেশে থাকতে চাকরি খুঁজে কিছুদিন বেকার ছিলেন, পরে ওয়ালটনে চাকরি পেয়ে হাতে কলমে কাজ শিখতে থাকেন।

দেশেই ক্যারিয়ার গড়তে চাইলেও ইরফানের ভেতরের স্বপ্নটা ছিল বড়—সিলিকন ভ্যালিতে কাজ করার। সেই স্বপ্ন নিয়েই ব্যক্তিগত কারণে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। বড় চ্যালেঞ্জ ছিল কম সিজিপিএ আর কোনো গবেষণাপত্র না থাকা। তাই বিকল্প পথ বেছে নেন, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই) ভালোভাবে দেন এবং ৩৩১ স্কোর তোলেন। এই স্কোরই তাঁকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিংয়ে ফুল ফান্ডিং স্কলারশিপে মাস্টার্সে পৌঁছে দেয় ২০২৩ সালের আগস্টে।

মাস্টার্সের শেষ সেমিস্টারে ঢুকে যায় চাকরি খোঁজার বাস্তবতা। জানুয়ারি থেকে একের পর এক আবেদন, কিন্তু সাড়া মিলছিল না। ক্লাস, পরীক্ষা আর গবেষণার ভিড়ে প্রতিদিনই দুই ঘণ্টা বরাদ্দ রাখতেন চাকরির জন্য। এক পর্যায়ে ফেব্রুয়ারি থেকে ইন্টারভিউ কল আসা শুরু হয়। তবুও প্রথম চাকরির অফার পেতে অপেক্ষা করতে হয়েছে মে মাস পর্যন্ত। এক হাজারেরও বেশি আবেদন জমা দিয়ে অবশেষে সেরা সুযোগটি পান—সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান অ্যাস্টেরা ল্যাবসে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি।

এই চাকরি পেতে তাঁকে ৯ ধাপের ইন্টারভিউ দিতে হয়েছে, যার মধ্যে একদিনে টানা ৭টি ইন্টারভিউ দিতে হয়েছে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে। অনসাইট ইন্টারভিউয়ের জন্য ওয়াইয়োমিং থেকে ক্যালিফোর্নিয়া যেতে হয়েছে তাঁকে। এই দীর্ঘ ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে বুঝে গেছেন, বাংলাদেশের কাজের অভিজ্ঞতা বা দক্ষতাও বিদেশে চাকরি পেতে বড় সহায়ক হতে পারে।

সবশেষে অ্যাস্টেরা ল্যাবসের চূড়ান্ত অফার—বার্ষিক সাড়ে তিন কোটি টাকা বেতন, সঙ্গে প্রথম বেতনের সঙ্গে ৩০ লাখ টাকার সাইনিং বোনাস, শেয়ার ও অন্যান্য সুযোগ-সুবিধা। জীবনের শুরুতে গ্রামের স্কুল থেকে শুরু হওয়া এই যাত্রা অবশেষে তাঁকে নিয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি জোন সিলিকন ভ্যালিতে।

24/06/2025

বিদায় বেলা। একদল তরুণ-তরুণী জীবনের এক অধ্যায় শেষ করে আরেক অধ্যায়ে পা রাখতে যাচ্ছে। কলেজের শেষ দিনটিতে তারা হয়তো অপেক্ষায় থাকে একটু স্মরণীয় কোনো মুহূর্তের—যা তারা বহন করে নিয়ে যেতে পারবে সারাজীবন।

কিন্তু আমরা কি কখনও তাদের সেই মুহূর্তটা দিতে পেরেছি?

লোকাল ছাত্র সংগঠনগুলো চাইলে পারতো—হ্যাঁ, চাইলেই পারতো—তাদের জন্য দারুণ কিছু আয়োজন করতে। একটি গিফট হ্যাম্পার, একটি সুন্দর বিদায় বার্তা, একটি মানবিক সম্মাননা কিংবা কেবল একজন প্রেরণাদায়ী অতিথি—এইটুকুই তো!

কলেজ কতৃপক্ষ ইচ্ছা করলে রাখতে পারতো জাতীয় পর্যায়ের কোনো মোটিভেশনাল স্পিকার। দূরে যাওয়ার দরকার কী? নিজেদের কলেজ থেকেই কেউ—যিনি এখন সমাজে প্রতিষ্ঠিত—তাঁকে ডাকলেই পারতো, যার গল্পে একজন ছাত্র নিজের জীবন দেখতে পেতো।

এলাকার এক ডজন পরিচিত উদ্যোক্তা—যাদের মাসিক আয় ১৫-২০ লাখের মধ্যে—তাদের মধ্যে একজন এসে যদি বলতো, “আমি এই কলেজেই পড়েছি, তোমাদের মতোই ক্লাসে বসতাম”, কেবল এই দুটি লাইন অনেক সময় জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।

কিন্তু না। আমরা বরং ঠিক করেছি তাদের ‘সততা’ শেখাবো রাজনৈতিক শূন্যতাকে আঁকড়ে ধরে। তাদের শেখাবো না অর্থনীতির বাস্তবতা, বরং বাস্তবতার নামে বিভ্রান্ত করবো। আমরা চাচ্ছি তারা চাঁটগাঁ, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা না জানুক, ছোট গণ্ডির মধ্যেই জীবনকে খুঁজে পাক।

তাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি—এই তিনটি মূল স্তম্ভ বোঝার অধিকার আছে। এইচএসসি পাস করতে যাওয়া একজন তরুণ কি এতটুকু সচেতনতা আশা করতে পারে না? অথচ আমরা সেই জায়গাটা দখল করে রেখেছি ‘পাঠ্যবই বাইর’ চর্চার নামে।

আমরা যখন তাদের মাথার ওপরে ছাদ রেখেছি কিন্তু চোখের সামনে দিগন্ত রাখিনি, তখন তারা ডিজে মিক্স করবে মাহফিলের সাথে—এটা অস্বাভাবিক কিছু নয়। এটা তাদের নয়, আমাদেরই ব্যর্থতা।

তাদের অনুপ্রেরণা দিন। আদর্শ দিন। গল্প দিন, যে গল্পে তারা নিজেদের দেখতে পাবে।

-সহ নির্বাহী সম্পাদক,এসএফ।

হারানো বিজ্ঞপ্তি  ২১ জুন ২০২৫ তারিখে হেয়াকো বাংলা পাড়া চেয়ারম্যান রোড এলাকায় একটি মানিব্যাগ (Wallet) হারিয়ে যায়।উক্ত মান...
24/06/2025

হারানো বিজ্ঞপ্তি

২১ জুন ২০২৫ তারিখে হেয়াকো বাংলা পাড়া চেয়ারম্যান রোড এলাকায় একটি মানিব্যাগ (Wallet) হারিয়ে যায়।

উক্ত মানিব্যাগে ছিল:
✅ ড্রাইভিং লাইসেন্স
✅ গাড়ির স্মার্ট কার্ড
✅ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র

যদি কোনো সদয় ব্যক্তি এটি পেয়ে থাকেন, তাহলে দয়া করে যোগাযোগ করুন:

📞 ০১৬২৯২৫১৬৫৮
📞 ০১৭৫০৫০৭৫৮৩
📍 সাজেদা ফাউন্ডেশন, হেয়াকো শাখা

⚠️ দয়া করে পরিচয় নিশ্চিত করে মানিব্যাগটি ফেরত দেওয়ার অনুরোধ করছি।

আপনার সচেতনতা ও মানবিকতা একজন মানুষকে স্বস্তি এনে দিতে পারে।

নোট: মানিব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স এর ছবি সংযুক্ত করা হয়েছে!

এই মাত্র হেয়াকো কড়াই বাগান মসজিদের সামনে বাস হোন্ডা মুখমুখি সং #ঘর্ষ নিহত ১জন
22/06/2025

এই মাত্র হেয়াকো কড়াই বাগান মসজিদের সামনে বাস হোন্ডা মুখমুখি সং #ঘর্ষ নিহত ১জন

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when SF News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SF News24:

Share