Absar Uddin

Absar Uddin কখনো চোখ বন্ধ কোরে ভেবে দেখেছেন ?
মৃত্যুর কিছুক্ষণ পুর্বে নিজের ভেতরে কেমন অনুভূতি হতে পারে।

31/12/2023

Dear friends, ❤️❤️
Happy New Year!
To day is January 1,2024.
It is the first day of the new year. Let us forget all the sorrows, pains, failures, and disappointments of the old year and welcome the new year with new hopes and new dreams.

I hope the new year will bring unlimited happiness prosperity and prosperity to everyone's life. Let the New year bring new opportunities and new incentives to everyone's life .
My best wishes for the new year. ❤️❤️

31/12/2023

সবাই কে জানাই নুতন বছরের শুভেচ্ছা। পুরনো সব বিপদ কেটে নুতন সূর্য উদয়ের পথে, সকলের পথ সুন্দর হোক এই প্রত্যাশা রইলো।
শুভ নববর্ষ ২০২৪

27/12/2023

আমাদের জানার অনেক কিছু আছে, যদি আমরা জানতে চাই। শেখার অনেক বিষয় আছে,যদি আমরা শিখতে চাই।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত

26/12/2023

আপনি কি কখনো ব্রেলভী স্টোর আহলে হাদিস হোটেল দেওবন্দি ফার্মেসী অথবা সুফী শপিং সেন্টার দেখেছেন কী?

এরা কেউই নিজ ব্যবসা নিজ দলের
নামে রাখেনা।
কারণ তারা জানে নিজ দলের নামে রাখলে অন্যদলের গ্রাহক আসবে না।

সুতরাং কাস্টমার না আসলে ব্যবসায় মোটাদাগে লোকসান গুনতে হবে এটাই স্বাভাবিক।
কিন্তু এসব নাম ফিরকার কারণে দ্বীনের লোকসান ক্ষতির দিকে কেউ তা পরওয়া করছে না।

এমনকি উম্মাহর ঐক্য একতা শক্তি জয় বিজয়ের যে অবনতি হয়েছে তাতে কারো কিছু আসে যায় না।

আল্লাহ কুরআন মাজিদে বলে দিয়েছেন,
তোমাদের নাম রাখলাম মুসলিম।

আমার খুব জানতে মন চায় আমাদের
দলের নামে যে মসজিদ গুলোর নাম
রেখেছি এর যৌক্তিকতা কী কেন?

এবং আরো ১টি জানতে চাই যেমন ১৭০৩ এর আগে, আব্দুল ওয়াব
নজদী (রহিঃ)

১৮৫৬ ইমাম আহমদ রেজা খা
ব্রেলভী (রহিঃ)
এবং ১৮৬৬ আগে দারুল উলুম
দেওবন্দ এর কোন অস্তিত্বই ছিল না।

তাহলে এর আগের ১২০০
১৩০০ সাল পর্যন্ত মুসলিমরা কি সহিহ
আকিদা বা সঠিক দ্বীনে ছিলেন
কী? না?

জানতে চাওয়া মন আশা করি কেউ না কেউ বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ।

জীবন যাত্রারয় কখনো তোতা পাখি হইয়ো না ঈগল হও!  তোতা পাখি অনেক কথা বলে কিন্তু আকাশ ছুঁতে পারে না আর ঈগল নিরব হলেও সে কিন...
25/12/2023

জীবন যাত্রারয় কখনো তোতা পাখি হইয়ো না ঈগল হও! তোতা পাখি অনেক কথা বলে কিন্তু আকাশ ছুঁতে পারে না আর ঈগল নিরব হলেও সে কিন্তু আকাশ ছুঁতে পারে.. 🌫️🦅

23/12/2023

যোগাযোগ বিহীন কোন সম্পর্কই
বেশি দিন স্থায়ী হয় না! সেটা রক্তের
সম্পর্ক হোক কিংবা আত্মার সম্পর্ক
হোক! নামের সম্পর্ক থাকলেও মনের
ভিতরের মায়া থাকে না।

15/12/2023

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

14/12/2023

সবাইকে ক্ষমা করবেন কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দিবেন না।

এক. যারা ডাবল ফেইস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে।

দুই. যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ সারে তারপর দরকার শেষে আপনাকে উস্টা মেরে আবার আগের রুপ ধারন করে।

ট্রাস্ট মি, এদের মতো মহা নিকৃষ্ট আর কেউ হতে পারেনা। লাইফে ভালো থাকতে হলে এই মানুষগুলোকে জীবন থেকে সড়িয়ে দিন। অনেক শান্তিতে থাকবেন!"❤️

হা ছা কথা,,, 😇😇
12/12/2023

হা ছা কথা,,, 😇😇

কিসের আমার বাহাদুরি কিসের অহংকার, দম ফুরালে মাটির নীচে বন্ধ হবে দার.....!এই দুনিয়ার আলো-বাতাস লাগবে না আর গায়, কে যাবে...
08/12/2023

কিসের আমার বাহাদুরি কিসের অহংকার,
দম ফুরালে মাটির নীচে বন্ধ হবে দার.....!
এই দুনিয়ার আলো-বাতাস লাগবে না আর গায়,
কে যাবে রে অচীন দেশে পাল তোলা এই নায়..!
আমি যাবো -তুমি যাবে -যাবে প্রিয়জন.......
আসা-যাওয়ার চলছে খেলা থাকবে পড়ে ধন...!

06/12/2023

কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো
আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে..!!💔🥀

06/12/2023

- জীবন মানেই একটা যুদ্ধ। কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষ চিনতে না পারার কারণে, কখনো নিজের বিবেকের সাথে, কখনো কর্মের সাথে, আবার কখনো বা সময়ের সাথে।💔

Address

Chittagong

Telephone

+8801621351391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Absar Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Absar Uddin:

Share