
23/05/2025
অফিসে কিছু মানুষ থাকে—
যারা কাজের মানুষ না, কিন্তু বসের পাশের মানুষ!তাদের টার্গেট কাজ না, তাদের টার্গেট তেলবাজি!
তাদের রিপোর্টে ভুল থাকে, টাইমিংয়ের ঠিক থাকে না, কাজের স্কিলে জং ধরেই যায়।তবুও তারা প্রতিষ্ঠানে দিব্যি টিকে থাকে। কেন?
কারণ তারা “Boss pleasing” নামের এক অদ্ভুত স্কিল-এ এক্সপার্ট!
➡️কাজের চেয়ে বেশি সময় তারা ব্যয় করে:
☕ বসের পাশে বসে থাকা
🤲 সুযোগ পেলেই তেল দেওয়া
🫱 হালকা হাসি, একটু গুছানো মিথ্যা
📞 "স্যার আপনি ছাড়া অফিস চলেই না" জাতীয় সংলাপ
আর সবচেয়ে মজার ব্যাপার
হলো "চামচাবিদ্যা"দের ভুল ধামাচাপা পড়ে বসের চোখে আবেগ দিয়ে।এটা শুধু এক অফিসের গল্প না এটা বহু প্রতিষ্ঠানের বাস্তব চিত্র।
➡️বসকে খুশি রাখতে তারা সব পারে:
➤ অপ্রয়োজনে তোষামোদ
➤ অল্পতেই বাহবা
➤ ভুল করেও ভুল না দেখানোর মাস্টারি
তারা জানে না, প্রকৃতি বড়ই ন্যায্য।যারা কেবল তেলবাজি দিয়ে সামনে এগুতে চায়,
তারা হয়তো একটা সময় পর্যন্ত চলতে পারে কিন্তু নির্দিষ্ট এক গন্ডির বাইরে তারা আর কখনোই যেতে পারে না।কারণ যোগ্যতার অভাব যতোই ঢাকুক, একদিন না একদিন ধরা পড়বেই।
➡️আর যারা সত্যিকার অর্থে কাজ করে,যারা বসের নয় প্রতিষ্ঠানের লাভের কথা ভাবে,যারা “তেল দেওয়ার" সময় পায় না কারণ তারা “ডেলিভার” দেওয়া নিয়ে ব্যস্ত।
মনে রাখবেন:
যে প্রতিষ্ঠান “তেল দেওয়া”কে যোগ্যতা ধরে নেয়,সেখানে একদিন আসল ট্যালেন্ট হারিয়ে যায় আর হারিয়ে যায় কোম্পানির ভবিষ্যৎও।
👉আমার শেষ কথা:
"যে গাছ ফল দেয়, তাকেই পাথর মারা হয়।আর যে গাছ শুধু ছায়া দেয়, তার তলায় সবাই বসে ঘুমায়!"