Easy Cooking For Busy Life

Easy Cooking For Busy Life আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করে সবাইকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে।🌻
(20)

অফিসে কিছু মানুষ থাকে—যারা কাজের মানুষ না, কিন্তু বসের পাশের মানুষ!তাদের টার্গেট কাজ না, তাদের টার্গেট তেলবাজি!তাদের রিপ...
23/05/2025

অফিসে কিছু মানুষ থাকে—
যারা কাজের মানুষ না, কিন্তু বসের পাশের মানুষ!তাদের টার্গেট কাজ না, তাদের টার্গেট তেলবাজি!

তাদের রিপোর্টে ভুল থাকে, টাইমিংয়ের ঠিক থাকে না, কাজের স্কিলে জং ধরেই যায়।তবুও তারা প্রতিষ্ঠানে দিব্যি টিকে থাকে। কেন?
কারণ তারা “Boss pleasing” নামের এক অদ্ভুত স্কিল-এ এক্সপার্ট!

➡️কাজের চেয়ে বেশি সময় তারা ব্যয় করে:
☕ বসের পাশে বসে থাকা
🤲 সুযোগ পেলেই তেল দেওয়া
🫱 হালকা হাসি, একটু গুছানো মিথ্যা
📞 "স্যার আপনি ছাড়া অফিস চলেই না" জাতীয় সংলাপ

আর সবচেয়ে মজার ব্যাপার
হলো "চামচাবিদ্যা"দের ভুল ধামাচাপা পড়ে বসের চোখে আবেগ দিয়ে।এটা শুধু এক অফিসের গল্প না এটা বহু প্রতিষ্ঠানের বাস্তব চিত্র।

➡️বসকে খুশি রাখতে তারা সব পারে:
➤ অপ্রয়োজনে তোষামোদ
➤ অল্পতেই বাহবা
➤ ভুল করেও ভুল না দেখানোর মাস্টারি

তারা জানে না, প্রকৃতি বড়ই ন্যায্য।যারা কেবল তেলবাজি দিয়ে সামনে এগুতে চায়,
তারা হয়তো একটা সময় পর্যন্ত চলতে পারে কিন্তু নির্দিষ্ট এক গন্ডির বাইরে তারা আর কখনোই যেতে পারে না।কারণ যোগ্যতার অভাব যতোই ঢাকুক, একদিন না একদিন ধরা পড়বেই।

➡️আর যারা সত্যিকার অর্থে কাজ করে,যারা বসের নয় প্রতিষ্ঠানের লাভের কথা ভাবে,যারা “তেল দেওয়ার" সময় পায় না কারণ তারা “ডেলিভার” দেওয়া নিয়ে ব্যস্ত।

মনে রাখবেন:
যে প্রতিষ্ঠান “তেল দেওয়া”কে যোগ্যতা ধরে নেয়,সেখানে একদিন আসল ট্যালেন্ট হারিয়ে যায় আর হারিয়ে যায় কোম্পানির ভবিষ্যৎও।

👉আমার শেষ কথা:
"যে গাছ ফল দেয়, তাকেই পাথর মারা হয়।আর যে গাছ শুধু ছায়া দেয়, তার তলায় সবাই বসে ঘুমায়!"

Eid 2025
07/04/2025

Eid 2025

07/04/2025

কিছু মানুষ আমার বিষয়ে যা জানে যা আমি
নিজেও জানিনা। 👉😭
ক্যাম্নে কি 👉😀

23/03/2025

মাটির উপর যতোটা ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততোটাই ভালো থাকবেন।

22/03/2025

মিথ্যাবাদী ও চাটুকার মানুষ গুলো যুক্তিতে সেরা হয়।কিন্তু একটা সময় সবকিছুই প্রমাণিত হয়! তখন আর সময় থাকে না হাতে!বিশ্বস্ত লোকগুলো হারিয়ে যায় একে একে❎

নিজের একান্ত দুঃখগুলোকে হজম করতে শিখে গেছি
20/03/2025

নিজের একান্ত দুঃখগুলোকে হজম করতে শিখে গেছি

20/03/2025

“সুন্দর হওয়ার চেয়ে-সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর,কিন্তু সততার সম্মান মৃত্যুর পরে পরকালে পাবেন।

19/03/2025

বাপ রে বাপ আজকাল মানুষের ঈদ শপিংয়ের বাজেট শুনলে মাথা ঘুরে যায়, লক্ষ কুটি টাকা বাজেট তারা কি কাপড় চোপড় কিনে নাকি জায়গা জমি
আমার তো মাথায় কাজ করে না

19/03/2025

অতিরিক্ত চালাক মানুষের একটাই স* মস্যা তারা সব বোঝে কিন্তু তাদের চালাকি যে মানুষ বুঝতে পারে শুধু সেটাই বুঝে না 🤣😂

18/03/2025

যেখানে নিজেই কথায় কথায় মাথা গরম করে ফেলি, আর সেই আমিই আবার মানুষ বলি মাথা গরম করিস না😀মাথা গরম করা ঠিক না।।
ব্যাপার টা কেমন যেন তাইনা👉

18/03/2025

পরিস্থিতি যেমনই হোক না কেন ভেজ্ঞে পরবেন
খুব আরাম করে ঘুমিয়ে
পড়বেন 👉😀

যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। -(সহিহ বুখারি, মুসল...
11/03/2025

যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। -(সহিহ বুখারি, মুসলিম)

Address

Chittagong
4218

Alerts

Be the first to know and let us send you an email when Easy Cooking For Busy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Cooking For Busy Life:

Share