M M Amzad Hossain

M M Amzad Hossain ইসলামই একমাত্র জীবন বিধান। জীবনে শান্তি পেতে হলে এর বিধান মেনে চলুন। এর বাইরে কোনো বিধান নেই।

 #মিলাদ_কিয়াম_এবং_আব্দুল_হক_মুহাদ্দিস_দেহলভী “আখবারুল আখিয়ার”===============এই কিতাব মূলত আরবি। শাইখ আব্দুল হক মুহাদ্দিস...
28/08/2025

#মিলাদ_কিয়াম_এবং_আব্দুল_হক_মুহাদ্দিস_দেহলভী
“আখবারুল আখিয়ার”
===============
এই কিতাব মূলত আরবি। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (রঃ) এর আরবি কিতাবগুলোর মাঝে একটি অন্যতম কিতাব যার মধ্যে ভারত পাকিস্তানের প্রায় ৩০০ জন আওলিয়ায়ে কেরাম সুফিয়ায়ে এজামের জীবনী উল্লেখ্য করেছেন।

এই কিতাবের উর্দু অনুবাদ করেছেন দেওবান্দ মাদ্রাসার দু'জন সনামধন্য উস্তাদ শাইখুল হাদিস, মাওলানা সুবহান মাহমুদ সাহেব (রঃ)
মাওলানা মুহাম্মদ ফজল সাহেব (রঃ)

মূল আলোচ্য বিষয়ঃ
=============
একিতাবের ৬২৪ নং পৃষ্ঠায়, শাইখুল হাদিস সাহেব অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (রঃ) দোয়ায়ে কাজায়ে হাজাত এ এই কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যে,
“হে আল্লাহ! আমার এমন কোনো আমল নেই যেটাকে আমি আপনার দরবারে পেশ করার যোগ্য মনে করি। আমার সব আমলেই নিয়তের ফাসাদ থেকে যায়। তবে আমি একজন নিকৃষ্ট ও গরিব বান্দা হিসেবে একটি কাজ কেবল আপনারই পবিত্র সত্তার অনুগ্রহে অত্যন্ত চমৎকার বলে মনে করি। আর তা হলো— যখন মিলাদ মাহফিলের সময় আসে, তখন আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি এবং পরম বিনয় ও নম্রতা, ভালোবাসা ও আন্তরিকতার সাথে আপনার প্রিয় হাবীব মুহাম্মদ ﷺ-এর উপর দরুদ ও সালাম প্রেরণ করি।”

এখন কথা হলো,
শাইখুল হাদিস, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (রঃ)
কত বড় মাপের আলেম ছিলেন এ বিষয়ে বিশদভাবে আলোচনা করা প্রয়োজন বোধকরিনা কারণ সবাই উনার ব্যাপারে জানেন।
তিনি হচ্ছেন সমস্ত মুহাদ্দিসগণের মাথার মুকুট।

তিনি যদি মিলাদ কিয়াম করতে পারেন, এটা যদি উনার কাছে বেদাত না হয়ে বরং আরো ফজিলতের কাজ হয় তাহলে আমার দেশের ঐসব মৌলভীদের কাছে কিভাবে বেদাত হয়ে গেলো যারা মিলাদ কিয়াম নিয়ে এতো নীহমন্যতায় ভোগেন।

এরকম আরো বহু উপমা আছে, যেখানে দেখা যায় যে, বড় বড় মাপের উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন মিলাদ কিয়াম করেছেন।

কিন্তু আফসোস আমাদের দেশে কিছু হীনমন্য আলেম মাওলানা আছেন যারা বেদাত বেদাত ফতোয়া দিয়ে মুখে ফেনা তুলে ফেলেন।

টাকা পয়সার জামানা |||||||||||||| মায়া মহব্বত আদর সোহাগ ভালোবাসা  সব কিছু এখন টাকা পয়সার জামানা। টাকা নাই, ভেলু নাই,আছে অ...
03/08/2025

টাকা পয়সার জামানা
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
মায়া মহব্বত আদর সোহাগ ভালোবাসা সব কিছু এখন টাকা পয়সার জামানা।
টাকা নাই, ভেলু নাই,
আছে অবহেলা অনাদর আর দিক্কার।

#টাকা #রাজনীতি #দল

15/07/2025

আল্লাহর রাসুল কি পিয়ন? নাউজুবিল্লাহ


#সত্য_লুকানোর_চেষ্টা

02/07/2025

মানুষের জীবন কিভাবে ধ্বংস হচ্ছে

28/06/2025

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে
বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম এর পুনর্গঠন অনুষ্ঠানের চুম্বক অংশে

🕋 ইরান-ইসরায়েল যুদ্ধ ও মুসলমানদের করণীয় 🕊️====================================বর্তমান বিশ্বে ইরান ও ইসরায়েলের মধ্যকার সং...
16/06/2025

🕋 ইরান-ইসরায়েল যুদ্ধ ও মুসলমানদের করণীয় 🕊️
====================================
বর্তমান বিশ্বে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত কেবল রাজনৈতিক নয়—এটি একটি আঞ্চলিক, ধর্মীয় ও মানবিক সংকট।
এ পরিস্থিতিতে মুসলমান হিসেবে আমাদের করণীয় কী?

👇 নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

🌍 ১. সচেতনতা ও বিশ্লেষণ
শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিকভাবে ঘটনাপ্রবাহকে বোঝা উচিত। কে কাকে ব্যবহার করছে, কারা উপকৃত হচ্ছে—জানার চেষ্টা করা জরুরি।

🤝 ২. মুসলিম ঐক্য রক্ষা
শিয়া-সুন্নি বিভাজন নয়—আমরা সবাই মুসলমান। বিভক্তি নয়, একতার বার্তা ছড়াতে হবে।

🤲 ৩. দোয়া ও ইবাদত
আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি নির্যাতিতদের সাহায্য করেন এবং যুলুমের অবসান ঘটান।

🧺 ৪. মানবিক সহায়তা
যুদ্ধের শিকার নিরীহ মানুষের পাশে দাঁড়ান। দান করুন, সচেতনতা ছড়ান, সহানুভূতি দেখান।

🗣️ ৫. সত্য প্রচার ও মিডিয়া সচেতনতা
একপাক্ষিক তথ্য নয়, সত্যকে প্রচার করুন। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীলভাবে কথা বলুন।

⚖️ ৬. ন্যায়ভিত্তিক অবস্থান ও রাজনৈতিক চাপ
আপনার দেশের সরকার যেন ন্যায়ের পক্ষে অবস্থান নেয়—এ বিষয়ে সচেতন থাকুন।

🔥 ৭. ফিতনার সময় ধৈর্য ধরুন
রাসূল (সা.) ফিতনার সময় ধৈর্য ও সংযমের শিক্ষা দিয়েছেন। হঠকারী মতামত ও বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকুন।

---

📢 মুসলমানদের শক্তি একতা, জ্ঞান ও দোয়ায়। আবেগ নয়, হিকমতই হোক আমাদের পথনির্দেশ।
আসুন, আল্লাহর উপর ভরসা রেখে সত্য ও ন্যায়ের পথে থাকি।

#دعاء #অন্তর্জগত

বিশ্ববাসী এবার কোন দিকে মোর দিবে ডানে না  বামে।
15/06/2025

বিশ্ববাসী এবার কোন দিকে মোর দিবে ডানে না বামে।

06/06/2025

রাজনীতি ও জাতিগত চিন্তা
=================
দেশ বদলাবে কবে? যখন নেতারা বদলাবে, নাকি যখন আমরাই বদলাব?"

19/05/2025

সরিষায় ভুত

19/05/2025

কিছু ভালো লাগা কিছু ভালোবাসা

দুঃখ ও আফসোস
05/05/2025

দুঃখ ও আফসোস

28/04/2025

ভুলে গেলে চলবেনা
এই দেশ অলি আওলিয়ার দেশ এদেশে তারাই ক্ষমতায় আসবে যারা অলি আওলিয়াদের ভালোবাসে।
এটাই প্রমাণিত।

Address

Brahmanbaria
Chittagong
3441

Telephone

+8801791818099

Website

Alerts

Be the first to know and let us send you an email when M M Amzad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share