
20/03/2025
গা*জা হামলার প্রতিবাদে আমরা এতদিন শুধু ব*য়কট করে আসছি। That was passive. নীরবে বয়কট করে গেছেন।
এবার একটিভ হওয়ার সময় আসছে। ওই মিটিং মিছিল করে কিছু হবে না।
এখন থেকে যেই সব দোকানে কোকাকোলা পেপসি dew বা ইসরাইলি প্রোডাক্ট দেখা যাবে সেই সব দোকানের আশেপাশে ক্যাম্পেইনিং শুরু হোক। গা*জা হত্যার ছবি লিফলেট এগুলো প্রিন্ট করে বিলি করুন মানুষজনের মাঝে। ওই দোকানের আশেপাশে পোস্টারিং করুন।
মানুষজন নেসক্যাফে কফি কিনতে গেলে মুখে নিষেধ করুন।
তর্ক করতে যাবেন না। যে কিনার সে কিনবেই।
আপনি নিজের দোকানদার হলে এসব প্রোডাক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ কে ফিরিয়ে দিন।
বাইরের দোকান থেকে পানি কিনে নিয়ে যাবেন তাও একুয়াফিনা বা কিনলে পানি খাবেন না। বাইরের পানি এলাউড না, এই কথা যারা বলবে তাদেরকে চ্যালেঞ্জ করুন। আইনে কোথাও লেখা নাই এই কথা যে আপনি বাইরে থেকে পানি কিনে এনে খেতে পারবেন না।
Nescafe ছেড়ে দিছি। প্রায় ২০ দিন বিদেশে ছিলাম, ম্যাকডোনাল্ডস এর তিনগুণ দামে নিয়ে খাবার খাইছি কিন্তু ম্যাকডোনাল্ডস খাই নাই। Starbucks তো প্রশ্নই আসে না।
নেসলে, ইউনিলিভার শুধু এই দুইটা কোম্পানি দেয়া শুরু করেন। নিজে যার যার ব্যক্তিগত জীবনের বয়*কট চালিয়ে যান।
সেই সাথে সামাজিকভাবে ইজ+রাইলি প্রোডাক্ট বিক্রি এবং প্রচারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। মুখে বলুন। পোস্টারিং করুন। ভিডিও বানান স্ট্যাটাস দেন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকুন। ক্রেতাদেরকে নিষেধ করুন কিনতে।
দোকানদার ও ব্যবসা করে খাচ্ছে। বেচারা দোকানদার যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আপনি আপনার পকেটের টাকা দিয়ে দোকানদারের লস পুষিয়ে দিন প্রয়োজনে।
ইস-রাইলি পণ্য না রাখার জন্য, দোকানদারকে এক্সট্রা বোনাস টাকা অফার করুন। আপনি বড়লোক হয়ে থাকলে এ ধরনের প্রোগ্রাম স্পন্সর করুন। আপনি দায়ী হয়ে থাকলে পোলাপানকে এগুলা করার ব্যাপারে উৎসাহিত করুন।
হেকমত এবং বুদ্ধি এবং কৌশল অবলম্বন করুন।
©️আন্তর্জাতিক ভুল ধরা কমিটি