Jannatul oishi salma

Jannatul oishi salma Personal vlog

20/03/2025

গা*জা হামলার প্রতিবাদে আমরা এতদিন শুধু ব*য়কট করে আসছি। That was passive. নীরবে বয়কট করে গেছেন।

এবার একটিভ হওয়ার সময় আসছে। ওই মিটিং মিছিল করে কিছু হবে না।

এখন থেকে যেই সব দোকানে কোকাকোলা পেপসি dew বা ইসরাইলি প্রোডাক্ট দেখা যাবে সেই সব দোকানের আশেপাশে ক্যাম্পেইনিং শুরু হোক। গা*জা হত্যার ছবি লিফলেট এগুলো প্রিন্ট করে বিলি করুন মানুষজনের মাঝে। ওই দোকানের আশেপাশে পোস্টারিং করুন।

মানুষজন নেসক্যাফে কফি কিনতে গেলে মুখে নিষেধ করুন।
তর্ক করতে যাবেন না। যে কিনার সে কিনবেই।

আপনি নিজের দোকানদার হলে এসব প্রোডাক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ কে ফিরিয়ে দিন।

বাইরের দোকান থেকে পানি কিনে নিয়ে যাবেন তাও একুয়াফিনা বা কিনলে পানি খাবেন না। বাইরের পানি এলাউড না, এই কথা যারা বলবে তাদেরকে চ্যালেঞ্জ করুন। আইনে কোথাও লেখা নাই এই কথা যে আপনি বাইরে থেকে পানি কিনে এনে খেতে পারবেন না।

Nescafe ছেড়ে দিছি। প্রায় ২০ দিন বিদেশে ছিলাম, ম্যাকডোনাল্ডস এর তিনগুণ দামে নিয়ে খাবার খাইছি কিন্তু ম্যাকডোনাল্ডস খাই নাই। Starbucks তো প্রশ্নই আসে না।

নেসলে, ইউনিলিভার শুধু এই দুইটা কোম্পানি দেয়া শুরু করেন। নিজে যার যার ব্যক্তিগত জীবনের বয়*কট চালিয়ে যান।

সেই সাথে সামাজিকভাবে ইজ+রাইলি প্রোডাক্ট বিক্রি এবং প্রচারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। মুখে বলুন। পোস্টারিং করুন। ভিডিও বানান স্ট্যাটাস দেন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকুন। ক্রেতাদেরকে নিষেধ করুন কিনতে।
দোকানদার ও ব্যবসা করে খাচ্ছে। বেচারা দোকানদার যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আপনি আপনার পকেটের টাকা দিয়ে দোকানদারের লস পুষিয়ে দিন প্রয়োজনে।

ইস-রাইলি পণ্য না রাখার জন্য, দোকানদারকে এক্সট্রা বোনাস টাকা অফার করুন। আপনি বড়লোক হয়ে থাকলে এ ধরনের প্রোগ্রাম স্পন্সর করুন। আপনি দায়ী হয়ে থাকলে পোলাপানকে এগুলা করার ব্যাপারে উৎসাহিত করুন।

হেকমত এবং বুদ্ধি এবং কৌশল অবলম্বন করুন।
©️আন্তর্জাতিক ভুল ধরা কমিটি

20/03/2025

গতকাল সেহেরির পর মার্কিন-ইসরায়েলি জোট একসঙ্গে চারটি মুসলিম দেশে বর্বর হামলা চালায়। এতে প্রায় ৫০০ জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। রক্তে ভেসে গেছে নিরপরাধ মানুষের জীবন, অথচ বিশ্ব নিশ্চুপ! যেই আরবা কিছু বললে কাজ হবে তারা আজকে নিশ্চুপ।

20/03/2025
01/05/2023

- ছেলেদের বলছি, দয়া করে কেউ মেয়েদের মতো লম্বা চুল রাখবেন না.!

- একটা স্কুটির পেছনে ১০ কিলোমিটার ফা'লতু ঘুরে এলাম.!🥲

এ ভাবে ও বুঝি বিদায় দিতে হয়!ওপারে ভাল থেকো😪😪😪
21/11/2022

এ ভাবে ও বুঝি বিদায় দিতে হয়!
ওপারে ভাল থেকো
😪😪😪

দু জনের ভালবাসার স্বাক্ষী হয়ে রইলো পুরু কলকাতা!

08/11/2022

জমজ সন্তানের আশায় জমজ কলা খাওয়া আমি!

08/11/2022

গাইস
How are you🥱

24/10/2022

আম্মুকে খুশি করার জন্য জামা কাপড় গুলো সুন্দর ভাবে গুছিয়ে আলমারিতে রেখে দিলাম।
পরে জানতে পারলাম কাপড় গুলো ধোয়ার জন্য বাহিরে রাখছিলো!🙂😵‍💫

24/10/2022

জ'ন্ম নিবন্ধন সংশোধন করার চেয়ে; আরেকবার সন্তান জ'ন্ম দেওয়া অনেক সহজ 🙂

24/10/2022

পাত্র পক্ষ রিজেক্ট করায় ফেইজবুকে ফে-ইক আইডি খুলে সে পাত্রকে পটিয়ে রিজেক্ট করা আমি!
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

24/10/2022

বাইরে প্রচুর বৃষ্টি কেউ Facebook থেকে বের হবেন না!
🤣🤣🤣

Address

Chittagong
4350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul oishi salma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share