Maruf Hossain "Digital Marketer"

Maruf Hossain "Digital Marketer" “Marketers need to build digital relationships and reputation before closing a sale.”

Alhamdulillah. Lot Of Thankfull Allah To Bless Me Get The Great Achievement.. The Achievement Not Only Me At All It Also...
25/08/2023

Alhamdulillah. Lot Of Thankfull Allah To Bless Me Get The Great Achievement..

The Achievement Not Only Me At All It Also hole Credit Goes To My Bright Apex Core Leaders Also My Supreme Mentor..

Great Of Thanks Also SmartAffis Who Are Providing Always Every Single Person Who Are Fresher, Need A Work Opportunity To Get Successfully Life and Self Dependent..

Just One Think For All If You Success And Lead A Peach Full Life You Need To Hard Work Focus Your Dream Bcoz Of Success There Have No Shortcut..

Keep Me In Your Prayers Also My Team..

Good Luck For All..

Thank You..

Alhamdulillah For Great Full New Achievement. Lot Of Thanks Dear Honorable Supreme Mentor Ibrahim Hossain Sir And Sumi J...
17/08/2023

Alhamdulillah For Great Full New Achievement.
Lot Of Thanks Dear Honorable Supreme Mentor Ibrahim Hossain Sir And Sumi Jahan Mam For Give Us Every Single Person Comfortable Work Facilities From

Also Thanks My Exceptional Leader Mr Maheraj Hossain Brother Who Always Lead A Leader, As Brother, As Friend, Also A Problem Solver..

Position Honour Also You Can Achieve If Work Right Way Right Plat Form

Just Focus My Work And Full Fill My Every Need Query And Get The Surprise ..

So You Guys Don’t Spend You Time As Unproductive Work.. Work For Your Dream And Your Daily Needs Just Click On Right Time Right Decision Take Every Opportunity Inshallah You Can Achievement As A Honorable Achievement..

Good Luck For All.



.

🎯 আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃ> আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে, তেমনি ফ্রিল্যান্সার এর ক...
15/08/2023

🎯 আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্যঃ

> আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে, তেমনি ফ্রিল্যান্সার এর কাছেও আছে।
> আপনি অনলাইনে সময় ব্যয় করেন, একজন ফ্রিল্যান্সার ও একই কাজ করে।
> আপনি অনলাইন ব্যবহার করতে টাকা খরচ করেন, তা ফ্রিল্যান্সার ও করে।
> আপনি বলেন আমি ফেইসবুক ব্যবহার করি তেমনি এটা একজন ফ্রিল্যান্সার ও করে।

তাহলে পার্থক্য কোথায়...?
পার্থক্য হলো শুধু দক্ষতায়...

আপনি অনলাইনে সময় অপচয় করছেন, যা জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান অনেক সময়। আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বরং অনলাইন আপনাকে ব্যবহার করছে..!
একজন ফ্রিল্যান্সার, অনলাইনে একই সময় ব্যয় করছে ইনকাম করার জন্য।
তাই সময় থাকতে দক্ষ হোন।

দক্ষ মেন্টর এবং সফল ফ্রিল্যান্সারদের কাছ থেকে স্কিল ডেভেলপ করতে আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে রেজিঃ করুন।
কোর্স রেজিস্ট্রেশন লিঙ্কঃ 💻👇

https://forms.gle/Wq4iNHTBHD51MT9Y8

** কোর্স/ অ্যাডমিশন সম্পর্কিত যেকোনো তথ্য বা ক্যারিয়ার গাইডলাইন পেতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন:
01511198148 (Call and WhatsApp)

Freelancing On Digital Marketing Graphics Design & Spoken English !🌿 ফ্রিল্যান্সিং ফ্রী ক্লাসে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করুন এবং এখনই যুম এ্যাপ ইনস্....

"ফ্রিল্যান্সিং শুধু আপওয়ার্ক ও ফাইভার-এ সীমিত নয়"Enayet Chowdhury-এর 'Freelancing Opportunities for all' সেশনে উপস্থিত ছ...
28/07/2023

"ফ্রিল্যান্সিং শুধু আপওয়ার্ক ও ফাইভার-এ সীমিত নয়"

Enayet Chowdhury-এর 'Freelancing Opportunities for all' সেশনে উপস্থিত ছিলেন ২৫টি কলেজ ও ইউনিভার্সিটি থেকে আসা ৩২০ জনেরও বেশি শিক্ষার্থী।
টেলিকমিউনিকেশন জগতে এখন ফ্রিল্যান্সিং বিষয়ে ভাবছে।
প্রযুক্তি যুগ এসেছে। প্রযুক্তি সাথে আমাদের দিন কে দিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে জড়িয়ে পড়ছি অথচ এই প্রযুক্তি আমাদের ব্যবহার করে আয় করে যাচ্ছে প্রচুর অর্থ আপসোস আমার আপনার ইনকাম নেই।
কারন একটাই আমরা কোন কাজ কে বা সুযোগ কে পাত্তা দেয় না প্রযুক্তি বাজারে সুযোগ এর সৎ ব্যবহার করছি না।
বোকার স্বর্গে থেকে বের হয়ে সময়ে মূল্য দিন। ভাবছেন পড়াশুনা শেষ করে অনেক কিছু করে ফেলবেন এমন চিন্তা ঝেড়ে ফেলুন লাখ লাখ শিক্ষিত বেকার এখনো ঘড়ে বসে দিন গুনছে কবে বেটার জব পাবো তাদের ভিতরে কম্পিটেশন করে কি করে ভাবছেন আপনার কাংখিত চাকুরী টা পাবেন তাও আবার নিজের পছন্দের বেতনে।

তাই স্বপ আপনার পূরন আপনাকে করতে হবে। সুযোগ বলে আসে না কোন টা আপনার জন্য উপযোগী তাও আপনি নিজেও জানেন না। এজন্য সুযোগ স্বৎ ব্যবহার করা বুদ্ধিমান এর কাজ।

https://www.risingbd.com/travel/504475
16/05/2023

https://www.risingbd.com/travel/504475

কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে .....

মেয়েরা কেন ফ্রিল্যান্সিং  শিখবে??🤔🤔 ✅✅Smart Phone দিয়ে   ✅✅আমাদের সমাজের অনেক মেয়েরাই চায় নিজে কিছু করতে🙂 নিজের পায়ে দার...
27/01/2023

মেয়েরা কেন ফ্রিল্যান্সিং শিখবে??🤔🤔

✅✅Smart Phone দিয়ে

✅✅আমাদের সমাজের অনেক মেয়েরাই চায় নিজে কিছু করতে🙂 নিজের পায়ে দারাতে, সাবলম্বি হতে।

✅✅কিন্তু কতজন বা পারে সাবলম্বি হতে। আসলে আমাদের সমাজটা এখন এমন যে,কোন মেয়ে SSC / HHC পাশ করলেই তাদের পরিবারের মানুষ বিয়ে দিয়ে দেয়। মেয়েটা কিছু করার সুযোগ পায়না। 😥😥 এইটাই আমাদের সমাজের বর্তমান অবস্থা।

✅যদি কোন মেয়ে বলে বাসার বাহিরে চাকরি করবে তাহলে তো শশুর বাড়ি থেকে সহজে মেনে নেয়না।

✅✅তাই বর্তমান সময়ে মেয়েদের ঘরে বসে সাবলম্বি হবার সবচেয়ে ভালো উপার । Freelancing করে মেয়েরা ঘরে বসে ইনকাম 💰💸করতে পারবে। নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারবে।💴💸💰

✅শুধু দরকার দিনের বা রাতের নিদিষ্ট কিছুক্ষণ সময় একটা Laptop💻 / Destop💻💻
আর ইন্টারনেট থাকলেই হবে।

✅অনেকর মনে প্রশ্ন থাকে আমার Laptop / Destop নেই 💻💻। আমি ভালো ইংরেজি পারিনা?🤔🤔🖥। আসলে এইগুলো সবই অজুহাত।
✅✅Professional করতে হলে আপনার laptop💻/ Destop 🖥🖥থাকা লেগবেই। কিন্তু

✅✅আপনি চাইলে আপনার হাতে থাকা Smart Phone 📱📱📱 দিয়েই
শুরু করতে পারেন। শুরু নিজের Skill বাড়াতে হবে, শিখতে হবে😍। সফল হতে হলে একটু কষ্ট করতেই হবে।🦸‍♀️🦸‍♀️

☑️☑️তাই আসুন শিখুন নিজের Smart Career গড়ে তুলুন💰💸। ঘরে বসে ইনকাম করুন।💸💴💰💴💰💴💸

প্রাচীন যুগে চীনারা বহিঃশত্রুর আক্রমন থেকে নিরাপদে থাকতে গ্রেটওয়াল নির্মাণ করেছিল। গ্রেটওয়ালের দেয়াল এত উঁচু করা হয়েছিল...
24/01/2023

প্রাচীন যুগে চীনারা বহিঃশত্রুর আক্রমন থেকে নিরাপদে থাকতে
গ্রেটওয়াল নির্মাণ করেছিল।
গ্রেটওয়ালের দেয়াল এত উঁচু করা হয়েছিল যাতে
শত্রুরা দেয়াল টপকিয়ে চীন আক্রমন করতে না পারে।
ইন্টারেস্টিং বিষয় হলো,
গ্রেটওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মাথায়
চীনারা তিন বার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়।
আরো আশ্চর্যের বিষয় হলো,
কোনোবারই আক্রমণকারীদের দেয়াল টপকাতে
বা দেয়াল ভাঙতে হয় নি।
কারণ প্রতিবারই তারা পাহারারত দেয়াল-রক্ষীদের ঘুষ দিয়ে
মূল গেট দিয়েই চীনে ঢুকে পড়ে।
চীনারা মজবুত দেয়াল তৈরি করেছিল বটে,
কিন্তু পাহারাদার দেয়ালরক্ষীদের চরিত্র মজবুত করেনি,
ফলে আক্রমন থেকে নিজেদের বাঁচাতে পারে নি।
আমাদের অবস্থাও আজ তাই।
আমরা দেয়াল নির্মান করে চলছি,
কিন্তু দেয়াল পাহারাদারকে চরিত্র নির্মান করি নি।
তাইতো, আজ শিক্ষার হার বেড়েছে,
কিন্তু মানবতা, মানবিক মূল্যবোধ, মনুষ্বত্ব বাড়ে নি।
আপনি কোন জাতিসভ্যতাকে ধ্বংস করে দিতে চাইলে
জাস্ট তিনটি কাজ করুন,
(ক) পরিবার ও পারিবারিক গঠন ধ্বংস করে দিন
(খ) শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিন
(গ) তরুণ সমাজকে আদর্শচ্যুত করে দিন

ব্যস, আর কিছুই করতে হবে না।
এবার সব আপনার নির্দেশে চলবে।

Mobile থেকে যেই কাজ গুলো চালিয়ে নেওয়া যায়⭐ PROFESSIONAL WRITING✔️ Content Writing✔️ Post Caption Writing✔️ Product Re...
20/01/2023

Mobile থেকে যেই কাজ গুলো চালিয়ে নেওয়া যায়

⭐ PROFESSIONAL WRITING
✔️ Content Writing
✔️ Post Caption Writing
✔️ Product Review Writing
✔️ Copywriting for landing pages
✔️ Professional Biography Writing
✔️ Content Proofreading

⭐ SEARCH ENGINE OPTIMIZATION
✔️ On Page SEO on Website Content/Posts
✔️ Local SEO
✔️ Local Citations
✔️ Guest Post Reach out
✔️ Google My Business Posts & SEO

⭐ SOCIAL MEDIA MANAGEMENT
✔️ Social Media Ads
✔️ Customer Service
✔️ Content Scheduling
✔️ Monthly Content Planning

⭐ GRAPHICS & MEDIA
✔️ Basic Video Editing
✔️ Photo Editing
✔️ Canva Based Graphic Design
✔️ Flyer & Brochure Design
✔️ Presentation Slides Design

⭐ VIRTUAL ASSISTANCE
✔️ E-commerce Order Fulfilment
✔️ Accounts & Book-keeping
✔️ Monthly Social Media Management
✔️ Reputation Management
✔️ Personal Assistant of a professional

মনে রাখবেনঃ
মোবাইল থেকে প্রায় অনেক কাজই কিছু সময়ের জন্য চালিয়ে নেওয়া যায়।

তবে Professionally কাজ করতে আপনার একটা PC থাকা লাগবেই, নাহলে ঠিক ভাবে বেশিদিন কাজ করার আগ্রহ থাকবে না।

10/15 হাজার এর ফোন চালাতে পারলে একটা 2nd Hand PC নিতে পারা উচিত।

03/11/2022

আমাদের প্রানের প্রতিষ্ঠান
হার্বার আইটি ইন্সটিটিউট।
হাজারো দক্ষ ফ্রিলান্সার তৈরি করতে প্রতি নিয়ত সহায়তা করে যাচ্ছে।





✨✨Congratulations✨✨🤍 Abdullah Al Muzahid  🤍✨For His Another Achivment✨🌟🌟🌟Brand New🌟🌟🌟Premium Freelance MarketerLevel 02 ...
28/10/2022

✨✨Congratulations✨✨
🤍 Abdullah Al Muzahid 🤍

✨For His Another Achivment✨
🌟🌟🌟Brand New🌟🌟🌟
Premium Freelance Marketer
Level 02 Seller

💐Best Of Wishes For You💐
✨Next Achivment SFM✨
✨Achieve Very Soon ✨
Good Luck Of You..


🇧🇩

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Hossain "Digital Marketer" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf Hossain "Digital Marketer":

Share